Bollywood star’s wife: এ যেন সৌন্দর্যের প্রতিযোগিতা! জনপ্রিয় স্টারদের জীবনসঙ্গীদের দেখলে প্রেমে পড়তে পারেন আপনিও

প্রত্যুষা সরকার, কলকাতা: বলিউড এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে নায়ক নায়িকাদের রিলেশান নিয়ে চলতে থাকে নানান জল্পনা। বেশির ভাগ দেখা যায় বলিউডে আভিনেতারা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত সহকর্মীদেরই সাথে সম্পর্কে জরাতে। তবে তারা কেবলই যে বলিউডের সঙ্গে জড়িত সহকর্মীদেরই জীবনসঙ্গী করে নিয়েছেন এমনটা নয়। বলিউডে বেশ কিছু সেলিব্রিটি জুটি ( Bollywood star’s wife ) এমনও রয়েছেন যে জুটির একজনের সঙ্গে বলিউডের সরাসরি কোনও যোগাযোগ নেই। তারা প্রত্যেকেই প্রচারের আলোর বিপরীতে থাকতে ভালোবাসেন। স্বামী বলিউডের নামী তারকা হলেও স্টারডম এদের এতটুকু প্রলোভন দিতে পারে না। আজকের এই প্রতিবেদনে রইল বলিউড এমনি কিছু তারকার স্ত্রীদেরকে নিয়ে।

Bollywood star's wife

গোবিন্দা এবং সুনীতা

বলিউডের জিজ্জি গোবিন্দা মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেছিলেন অষ্টাদশী সুনীতাকে। মুলত বিয়ের পরই তিনি বলিউডে প্রবেশ করেন। বিয়ের খবর ৪ বছর পর্যন্ত লুকিয়ে রেখেছিলেন গোবিন্দা। তারা দুই সন্তানের জন্ম দিয়েছেন। কন্যার নাম টিনা আহুজা এবং ছেলের নাম হর্ষবর্ধন আহুজা। সুনীতা আহুজা একজন হাউস ওয়াইফ।

পঙ্কজ ত্রিপাঠী এবং মৃদুলা ত্রিপাঠী

বলিউড অভিনেতাদের মধ্যে পঙ্কজ ত্রিপাঠিকে আজ প্রায় সকলেই চেনেন। দেরিতে হলেও আজ বলিউডের জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন তিনি। শুধু বলিউড নয়, ইদানিং ওটিটির চেনা মুখ হয়ে উঠেছেন পঙ্কজ। তার স্ত্রীর ( Bollywood star’s wife ) নাম মৃদুলা ত্রিপাঠী। আজ থেকে ১৭ বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পঙ্কজের স্ত্রী মৃদুলা কলকাতার মেয়ে। তিনি পেশায় একজন শিক্ষিকা।

Bollywood star's wife

ইমরান হাশমি এবং পারভীন

বলিউডের এক জনপ্রিয় আভিনেতা ইমরান হাশমি। এই অভিনেতা বিয়ে করেছেন তার ছোটবেলার বান্ধবী পারভীনকে। প্রায় ১০ বছর সম্পর্কের পর ২০০৬ সালে বিয়ে হয় তাদের। তাদের এক পুত্র সন্তান রয়েছে। ইমরান এর স্ত্রী পারভীন কোনো ভাবেই বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন।

ববি দেওল এবং তানিয়া দেওল

ববি দেওল এবং তানিয়া দেওল তাদের প্রেমের কাহিনী শুরু হয়েছিল প্রথম দেখাতেই। প্রথম আলাপেই তানিয়াকে পছন্দ করে ফেলেন ববি‌। তারপর সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দেন। ১৯৯৬ সালে বিয়ে হয় তাদের। তাদের দুই সন্তান রয়েছে।

সুনীল শেট্টি এবং মানা শেট্টি

সুনীল শেট্টি এবং মানা শেট্টি। ববি দেওলের মতই প্রথম দেখাতেই মানার প্রেমে পড়ে গিয়েছিলেন সুনীল। বলিউডে প্রবেশের আগে বিয়েটা সেরে ফেলেন তিনি। স্ত্রী মানা পর্দার আড়ালে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাদের দুই সন্তান আথিয়া শেট্টি এবং অহন শেট্টি।

বিবেক ওবেরয় এবং প্রিয়াঙ্কা আলভা

ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর প্রিয়াঙ্কা আলভাকে বিয়ে করেন বিবেক। বিবেকের স্ত্রী ( Bollywood star’s wife ) কর্ণাটকের মন্ত্রী জেভরাজ আলভার মেয়ে।

শরমন জোশী এবং প্রেরণা চোপড়া

বর্ষিয়ান বলিউড অভিনেতা প্রেম চোপড়ার মেয়ে প্রেরণাকে বিয়ে করেছেন অভিনেতা শরমন জোশী। কলেজে পড়ার সময় থেকেই তাদের মধ্যে প্রেম ছিল। ২০০০ সালে ২১ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রেরণা এবং শরমন।

আরও পড়ুন – IPL 2022: এবার ট্রাক ড্রাইভারের পেশায় বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক MS Dhoni

অনিল কাপুরের স্ত্রী সুনিতা

অনিল কাপুরের স্ত্রী সুনিতা ভাবনানি। ৪৫ বছরের বিবাহিত জীবন তাদের। সুনিতা একজন ব্যাঙ্কারের মেয়ে। তিনি খুব কমই ফিল্ম ইভেন্ট বা অ্যাওয়ার্ড শোতে যোগ দেন। এমনকি অনিলের অসংখ্য অনুরোধ সত্ত্বেও তিনি ম্যাগাজিনের কভারের জন্য পোজ দিতে অস্বীকার করেছিলেন।

বারুন ধাওয়ান এবং নাতাশা দালাল

২০২১ সালে বারুন ধাওয়ান তার শৈশবের সঙ্গি নাতাশা দালালকে বিয়ে করেন ( Bollywood star’s wife )। নাতাশা একজন ফ্যাশন ডিজাইনার। তিনি খুব ব্যক্তিগত ব্যক্তি যিনি জনসাধারণের নজর থেকে দূরে থাকতে পছন্দ করেন।

আরও পড়ুন – Viswa Bharati Agitation : ‘অনলাইনে পড়িয়ে অফলাইনে পরীক্ষা কেন’- ফের উত্তাল বিশ্বভারতী, নবম শ্রেণিরও ক্লাস বন্ধ




Leave a Reply

Back to top button