Amitabh Bachchan : তবে কি সত্যিই অসুস্থ বিগ বি, চিন্তিত ভক্ত মহল

রাখী পোদ্দার, কলকাতা : বলিউডের জগত থেকে এবার উঠে আসল এক চিন্তার খবর। সম্প্রতি একটি টুইটার পোস্ট উদ্বিগ্ন সৃষ্টি করেছে বিগ বি ( Amitabh Bachchan)-এর ভক্ত মহলে। বিগ বি নামটি কারোরই অজানা নয়। আট থেকে আশি সবার কাছেই পরিচিত এই নাম। এক সময় রীতি মতো বলিউড কাঁপিয়ে বেরিয়েছেন তিনি। বলিউডের তাবর তাবর অভিনেতাদের মধ্যে গণ্য করা হয় তাঁর নাম। মেগাস্টার অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan) ভারতীয় সিনেমার অন্যতম আইকন। আশি নব্বইয়ের দশকে তিনি একাধিক আইকনিক সিনেমা উপহার দিয়েছেন তাঁর ভক্তদের। “শারাবি”( Sharabi), “ডন” ( Don), “শোলে” ( Sholay), “জানজির”, “কাভি খুশি কাভি গাম”র মতোন একাধিক সুপারহিট সিনেমায় নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের নজর কেড়েছিলেন তিনি। অভিনেতার পাশাপাশি তিনি একজন সোশ্যাল মিডিয়া সেনসেশনও ( Social Media Sensation)। তাঁর সোশ্যাল মিডিয়া ( Social Media) টাইমলাইনে চোখ রাখলেই দেখা যায় তাঁর প্রতিদিনের ঘটনাবলীই ফ্যানেদের সঙ্গে শেয়ার করেন অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan)। তবে শুধু বর্তমান সময়ের কথাই নয়, তিনি তাঁর টুইটে ( Tweet) বিভিন্ন রকমের স্মৃতিও শেয়ার করে থাকেন।

Bollywood star’s wife: এ যেন সৌন্দর্যের প্রতিযোগিতা! জনপ্রিয় স্টারদের জীবনসঙ্গীদের দেখলে প্রেমে পড়তে পারেন আপনিও

Amitabh Bachchanবলিউডের বিগ বি-এর টুইটার পোস্ট –

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের ( Amitabh Bachchan) বয়স এখন প্রায় ৮০ বছর। এই পর্যায়ে এসেও তিনি কাজের ব্যাপারে কোনো রকম কোনো আপস করেন না। এমনকি এই বয়সেও, অমিতাভ বচ্চন একটানা ঘন্টার পর ঘণ্টা কাজ করে চলেছেন যা তাঁর ভক্তদের সবসময় অনুপ্রেরণা দেয়। গতকাল রাতে অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan) একটি টুইটার পোস্ট করেন। যেখানে তিনি লিখেছেন, “হার্ট পাম্প হচ্চে, চিন্তিত, এবং আশা…” ( Heart pumping, Concerned, and the hope)। লেখার পাশে বিগ বি ( Big B) একটি নমস্কার ও ভালোবাসার ইমোজিও দিয়েছেন। সুপারহিরোর এই টুইট ( Tweet) দেখে চিন্তিত হয়ে পড়েন তাঁর ভক্তরা। নেটিজেনরা সকলেই তাঁর সুস্থতা কামনা করছেন। কেউ লিখেছেন, দ্রুত আরোগ্য কামনা করি, অন্য এক অনুরাগী লিখেছেন, সব ঠিক আছে। চিন্তার কিছু নেই। বিশ্রাম নিন। ঘুমান। শুভ রাত্রি।

‘ পুষ্পা: দ্য রাইজ ‘ এর ‘ শ্রীভল্লবি ‘ গেয়ে তাক লাগালেন বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী ঊষা উত্থুপ

বিগ বি-এর আপকামিং সিনেমা –

তবে অমিতাভ বচ্চনের ( Amitabh Bachchan) স্বাস্থ্য কি সত্যিই ভালো নয়, নাকি ব্যাপারটা অন্য কিছু? এ বিষয়ে আরও তথ্য না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। তাঁর আপকামিং কাজ সম্পর্কে কথা বললে, অমিতাভ বচ্চনকে ( Amitabh Bachchan) শীঘ্রই “ঝুন্ড” ( Jhund) ছবিতে কাজ করতে দেখা যাবে। ইতিমধ্যেই ছবিটির পোস্টার এবং টিজার ভিডিও প্রকাশিত হয়েছে। এখন ভক্তরা অপেক্ষা করছেন এই ছবির ট্রেলার ভিডিওর জন্য। এই বয়সেও অমিতাভ বচ্চনের প্রজেক্টের অভাব নেই। এমনকী এই সময়েও বলিউডের কয়েকশো কোটি টাকা ঝুঁকিতে রয়েছে অমিতাভ বচ্চনের ( Amitabh Bachchan) জন্য। অমিতাভ বচ্চনের আসন্ন ছবি সম্পর্কে বলতে গেলে, খুব শীঘ্রই “ঝুন্ড”, “রানওয়ে ৩৪”, “উয়রন্ধ মনিথান”, “গুড বাই” ( Good Byee), “উছাই”, “প্রজেক্ট কে” এবং “বাটারফ্লাই”-এর মতো ছবিতে কাজ করতে দেখা যাবে তাঁকে।




Leave a Reply

Back to top button