‘বাংলার সংস্কৃতির অবমাননা’ , সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘বাদাম’ গান গেয়ে চরম কটাক্ষের শিকার হলেন ইমন

ইদানিং নেট দুনিয়ায় অত্যন্ত প্রচলিত ও ভাইরাল ‘ কাঁচা বাদাম ‘ ( KACHA BADAM ) গান । আট থেকে আশি সকলের মুখে মুখে ‘ বাদাম বাদাম কাঁচা বাদাম , আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম ‘ । শুধু ভারতের মধ্যেই আর সীমাবদ্ধ নেই ভুবন বাদ্যকরের ( Bhuban Badyakar ) এই গান । দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও বেশ জনপ্রিয় হয়েছে এই বাদাম গানটি । পেশায় বাদাম বিক্রেতার এই গান সোশ্যাল মিডিয়ায় রমরমিয়ে চলছে ও ব্যবসাও করছে ।
এদিকে এই গান ( KACHA BADAM ) গেয়েই চরম কটাক্ষের শিকার হলেন বাংলার জ্নপ্রিয় কণ্ঠশিল্পী ও ‘ সা রে গা মা পা ‘এর বিচারক ( Iman Chakraborty ) ইমন চক্রবর্তী । প্রতিবছরের ন্যায় এবারও লিলুয়াতে গানের অনুষ্ঠান করেন ইমন চক্রবর্তী । বেশ নামডাক ও জনপ্রিয় এই অনুষ্ঠানটিতে বহুলোকের সমাগম ঘটে । ইমন ছাড়াও আরও অনেক উঠতি গায়কদেরও এই অনুষ্ঠানে গাইবার সুযোগ থাকে । কিন্তু এবার বিপত্তি ঘটে গেল অন্য জায়গায় ।
আর বিপত্তির মূল জায়গায় রয়েছে ভুবন বাদ্যকরের ( KACHA BADAM ) কাঁচা বাদাম । অন্যদের মতই এই অনুষ্ঠানে অথিতি ও গায়ক হিসেবে হাজির হয়েছিলেন ভুবন বাদ্যকর । সেখানে দর্শকদের তিনি গেয়ে শোনান তাঁর জগৎ বিখ্যাত গান ‘ কাঁচা বাদাম ‘ ,তার পাশেই দাঁড়িয়ে সম্পূর্ণ গানটি উপভোগ করছিলেন শিল্পী ইমন চক্রবর্তী । দর্শক আসনেও উঠেছিল নাচের জোয়ার । ভুবন বাদ্যকরের কাঁচা বাদামের তালে নেচেছে ইমন চক্রবর্তী ।
ব্যাস এখানেই নেতিজেনদের গালমন্দের শিকার হন ইমন । ইমনের রুচি ও সংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । মন্তুব্যে উঠে আসতে থাকে , ” এটাই কি বাংলার সংস্কৃতি ? ” , ” এটা বসন্ত উৎসব ? ” , ” এটাই দেখার বাকি ছিল ” , এরুপ মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স । তবে এই সমস্ত কিছুর মধ্যেও বন্ধুর পক্ষ নিতে ভুলে যাননি শিল্পী রুদ্রনীল ঘোষ । তিনি পাল্টা জবাবে বলেন নয় ঘণ্টার প্রোগ্রাম দুই মিনিটের ভিডিওতে বোঝা যায় না । এ নিয়ে এখনও পর্যন্ত শিল্পী ইমন চক্রবর্তি কোনও মন্তব্য পেশ করেননি ।