Pathaan: ডন ২ এর পর আবার অ্যাকশন অবতারে শাহরুখ, দেখে নিন টিজার

শেষবার রুপোলি পর্দায় তাকে দেখা গিয়েছিল তিন বছর আগে। তিন বছরের বিরতির পর শাহরুখ খান ইয়াশ রাজ ফিল্মস – এর হাত ধরে পাঠান রূপে ফিরছেন বড় পর্দায়। ছবির পরিচালকের ভূমিকায় থাকছেন হৃতিক রোশন অভিনীত ব্যাং ব্যাং খ্যাত সিদ্ধার্থ আনন্দ। পাঠান(Pathaan) – এর প্রথম ঝলক সামনে আসতেই ত ট্রেন্ড করা শুরু হয় সোশ্যাল মিডিয়াতে। পাঠান – এ শাহরুখের সহ অভিনেতা হিসেবে থাকছেন জন আব্রহাম এবং দীপিকা পাডুকোন(Pathaan)। আরও পড়ুন: ‘সবথেকে সুন্দর স্বত্বা’,জন্মদিনে টাইগারকে শুভেচ্ছা জানালেন চর্চিত গার্লফ্রেন্ড দিশা পাটানি
পাঠান(Pathaan) মুক্তি পাবে পরের বছর ২৫শে জানুয়ারি। এই টিজারে শাহরুখের ডায়ালগের মাধ্যমে ফুটে ওঠে তার চরিত্রের দেশের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা। টিজারের শুরুতেই আমরা দেখি জন আব্রাহামকে বলতে শোনা যায়, “আমাদের দেশে, আমরা আমাদের ধর্ম বা বর্ণের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নাম রাখি, কিন্তু তার কোন বিকল্প ছিল না।” এছাড়াও দীপিকা পাডুকোনের উপস্থিতি যেনো এটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। টিজারের শেষে শাহরুখের শুধু অবয়ব দেখা যায়। কিন্তু সেটুকুই যেনো দর্শক কে এক দুর্ধর্ষ অনুভূতি দিয়ে যায়। আরও পড়ুন: Gangubai Kathiawadi : সিনেমার প্রচারের সময় বড় দুর্ঘটনার কবলে আলিয়া, ফটোগ্ৰাফারের সাহায্যে পেলেন রেহাই
শেষবার ২০১১ সালে বলিউড বাদশাহ – কে ফারহান আখতার পরিচালিত ডন ২ ছবিতে অ্যাকশন করতে দেখা যায়। শাহরুখের নতুন বিজ্ঞাপনে পাঠান – এর আঁচ পাওয়া গিয়েছিল, এমনই মনে করছেন নেটিজেনরা। কিন্তু শাহরুখের ফ্যানরা কি আগের মত সিনেমা হলে ভিড় করবেন? কারন শেষ ছবি জিরো বক্স অফিসে লাভের মুখ দেখতে পারেনি।তাছাড়াও শেষ কয়েকটি ছবিও সেরকম ভালো লক্ষিলাভ করতে পারে না যেমন ইমতিয়াজ আলী পরিচালিত যাব হ্যারি মেট সেজাল, মণীশ শর্মার ফ্যান। শাহরুখের পরবর্তী ছবির তালিকায় যে সমস্ত প্রতিষ্ঠিত পরিচালকের নাম আছে তারা হলেন সঞ্জু খ্যাত রাজকুমার হিরানি, এবং দক্ষিণী সিনেমার পরিচালক আটলী। দেখার অপেক্ষা পাঠান(Pathaan) ও এই ছবিগুলো দর্শক গ্রহণ করে কি না।