Russia-Ukraine War: ভারতীয় ছবির শুটিং করা কি সম্ভব হবে আর ইউক্রেনে, জেনে নিন

ইউক্রেনের এই পরিস্থিতি নাড়া দিয়েছে সারা বিশ্বের মানুষকে(Russia-Ukraine War)। এক মুহূর্তেই যেনো ইউক্রেনের বাসিন্দার জীবনচিত্র একসঙ্গে বদলে যায়। প্রায় চারদিন ধরে চলা দীর্ঘ সামরিক অভিযানের পর রাশিয়া শতাধিক ট্যাঙ্কসহ প্রায় ৬৪ কিমি দীর্ঘ সেনাবাহিনী পাঠিয়েছে ইউক্রেনের রজধানী কিভের সীমানায়(Russia-Ukraine War)। ম্যাকসার দ্বারা প্রদত্ত উপগ্রহ চিত্রে তা প্রথম দেখা যায়।
অবশ্য অনেক সংবাদমাধ্যমে একাধিকবার অন্য কথা উঠে এসেছে বারবার(Russia-Ukraine War)। কভিডের পর ভারতীয় প্রযোজকদের শুটিং – এর জন্য প্রিয় জায়গা হয়ে ওঠে ইউক্রেন ও দুবাই। বিশেষ করে করোনা পরিস্থিতির পর বাছাই করা কিছু জায়গাতেই শুট হচ্ছিল। আরও পড়ুন: সবার আগে দেশ, রাশিয়ার আক্রমণেপ মুখে ইউক্রেনীয় কিংবদন্তিরা হাতে তুলে নিলেন অস্ত্র
কিন্তু ইউক্রেনের এখন এই পরিস্থিতি দেখে অনেক প্রযোজকের মাথায় হাত পরে গেছে। এস এস রজমৌলি পরিচালিত আর.আর.আর ছবিটির শুটিং হয়েছে ইউক্রেনে, এছাড়াও ‘দেব ‘ ছবিটিও শুট হয় সেখানে(Russia-Ukraine War)। এই গম্ভীর পরিস্থিতিতেও ভারতবর্ষের সিনেমার কাছে এ যেন নতুন ধাক্কা কারন ইউরোপ মহাদেশের এই দেশে সিনেমার শুটিং করলে পাওয়া যায় বিশেষ ছাড়। অন্যান্য দেশের তুলনায় ইউক্রেনে ২০-৩০ শতাংশ টাকা কম খরচ হয়। একজন শুটিং ম্যানেজার এও বলেন যে ইউক্রেনের ভৌগলিক পরিবেশ প্যারিস, লন্ডন, আমেরিকার মতোই(Russia-Ukraine War)। ইউক্রেনের বদলে পরিবর্তে কোন স্থান এরপর প্রাধান্য পায়, তাই দেখার। আরও পড়ুন: Holi Vacation : শুক্রবার দোল, তারপর শনিবার-রবিবার; এই সুযোগ হাতছাড়া না করাই ভাল
অনেক ভারতীয় ছাত্র যারা ইউক্রেনে পড়াশুনার জন্য গিয়েছিল তাদের মধ্যে অনেককেই ফিরিয়ে আনা হয়েছে, এমনকি ভারতীয় সরকার ৪জন কেন্দ্রীয় মন্ত্রীকে সমস্ত ভারতীয়কে ফিরিয়ে আনার জন্য পাঠিয়েছেন বিদেশে।রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্সকি দেশবাসীর মনোবল বাড়াতে নানান ভিডিও বার্তাও দিয়েছেন। তার ডাকে ইউক্রেনের সাধারন মানুষ দেশকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছে।




Leave a Reply

Back to top button