Breaking: সিকিমের ঋতুর প্রথম তুষারপাত, দেখুন ভিডিও
Snowfall in Sikkim: পেলিং, লাচুং, রাভাংলা বুদ্ধপার্ক সহ আরও এলাকা এখন বরফের চাদরে বলে জানা গিয়েছে।

সিকিম ঢাকল বরফের সাদা চাদরে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বরফে ঢেকে এল সিকিমের একাধিক এলাকা। পেলিং, লাচুং, রাভাংলা বুদ্ধপার্ক সহ আরও এলাকা এখন বরফের চাদরে বলে জানা গিয়েছে।
দেখুন ভিডিও …
অন্যদিকে, দার্জিলিংয়ের নীচু অংশে, ঘুম (Ghoom), জোড়বাংলো (Jorebungalow) কার্শিয়াংয়ে (Kurseong) বুধবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড়। দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাত শুরু হয়েছে বুধবার সকাল থেকেই। এটি এই বছরের দ্বিতীয় তুষারপাত। গত কয়েকদিন আগেও পাহাড় এবং পার্শ্ববর্তী এলাকায় কনকনে ঠান্ডা পড়ে।