Ranveer Singh : রনবীরের ৫ সিনেমা যা না দেখলে আপনি করবেন বড় মিস, দেখে নিন লিস্ট

নতুন ছবি জয়েসভাই জোরদার-এর রিলিজের তারিক জানালেন রণবীর সিং(Ranveer Singh)। বৃহষ্পতিবার সকালে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওর মাধ্যমে রণবীর সিং বলেন এই ছবির নায়ক নাকি অন্যন্য সমস্ত নায়কের তুলনায় আলাদা। ছবিটি মুক্তি পাবে এই বছরের ১৩ই মে। রণবীরের প্রত্যেকটি নতুন সিনেমার চরিত্রায়ন যে পূর্বের চরিত্রদের দিয়ে সম্পূর্ণ ভিন্ন হয়, দীর্ঘ ১২ বছরের কর্মজীবনে তা বারবার প্রমান করেছে রণবীর(Ranveer Singh)।
চলুন দেখে নিই এমন পাঁচটি ছবি যার মাধ্যমে রণবীর ( Ranveer Singh) দর্শকমহলকে বুঝিয়েছেন সমসাময়িক নায়কদের তুলনায় তিনি কতটা আলাদা।
১) লুটেরা: পরিচালক বিক্রমাদিত্য মতওয়ানে তার ভিন্ন ধারার ছবির জন্য বেশ সুপরিচিত। তার পরিচালনায় এই সিনেমায় রণবীরের অভিনয় দর্শকদের মন কেড়েছে। সহ অভিনেত্রী হিসেবে শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা ও নিপুণতার সাথে ফুটিয়ে তুলেছেন পাখি চরিত্রটিকে। অমিত ত্রিবেদীর সুর যেনো সমস্ত দৃশ্যে অনবরত প্রানের সঞ্চার করে গেছে।
২) রামলীলা: স্ত্রী দীপিকা পাডুকোনের সাথে এটি প্রথম কাজ রণবীরের। খুব কম অভিনেতা আছেন যারা মেইনস্ট্রিম এবং আর্ট হাউস দুধরনের ছবিতেই সমান সাবলীল। পরিচালক সঞ্জয় লীলা বানসালীর এই সিনেমাতে আমরা যেনো এক ভিন্ন দুনিয়া দেখতে পাই যেখানে শুধু রয়েছে রঙের ছড়াছড়ি চারিদিকে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে রণবীরের করা রাম চরিত্রটির জন্য দর্শকদের চোখের মণি হয়ে ওঠেন তিনি। ৪৮ কোটি টাকায় তৈরি এই ছবির মোট বক্স অফিস আয় ছিল প্রায় ২২১ কোটি টাকা।
৩) পদ্মাবত: ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে সর্বপ্রথম রণবীরকে একটি ডার্ক চরিত্রে দেখা যায়। ফের সঞ্জয় লীলা বানসালীর সাথে জুটি বেঁধে একটি ভিন্ন স্বাদের চরিত্র আমাদের উপহার দেন তিনি। আলাউদ্দিন খিলজী চরিত্রটির জন্য রণবীর মেথড অ্যাক্টিং এর সাহায্য নিয়েছিলেন। সহ অভিনেতা হিসেবে শাহিদ কাপুর এবং পদ্মাবতীর চরিত্রে দীপিকা পাডুকোনের অভিনয় ছিল অতুলনীয়। ২১৫ কোটি টাকায় তৈরি এই ছবির বক্স অফিসে মোট আয় ছিল প্রায় ৫৮৬ কোটি টাকা।
৪) গালিবয়: যোয়া আক্তার পরিচালিত এই ছবিতে রণবীর একজন রেপারের ভূমিকায় দেখা যায়। সমাজের একজন নিম্নশ্রেণীর ছেলের সফল হয়ে ওঠার গল্প বলে গালিবয়। রণবীরের নিজের কণ্ঠে করা ২টি গান সে বছরের সবচেয়ে বেশি চর্চিত ছিল। বিশেষ করে আপনা টাইম আয়েগা গানটি ঘুরছিল সবার মুখে মুখে। পশ্চিমী কায়দায় তৈরি এই ছবিতে রণবীরের অভিনয় দেখে কারোর কিছু বলার অবকাশ ছিল না আর। এই ছবিতে সর্বপ্রথম আলিয়া ভাট এর সঙ্গে জুটি পড়তে দেখা যায় তাকে।
৫) 83: ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ৮৩ বক্স অফিসে কালেকশন অত ভালো না থাকলেও রণবীরের অভিনয় দক্ষতার কাছে মাথা নিচু করেছেন সবাই। কবির খান পরিচালিত এই ছবিতে রণবীরকে ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। সিনেমাতে এমন একটিও দৃশ্য ছিলনা যেখানে রণবীরের অভিনয়ের দিকে আঙুল তোলার সুযোগ ছিল। অনবদ্য এই বায়োপিকে কপিল দেবের স্ত্রী এর ভমিকায় অভিনয় করেন রণবীরের স্ত্রী দীপিকা পাডুকোন।