ক্রিকেটমাঠে ফের মৃত্যু,চলে গেলেন স্পিনার শেন ওয়ার্ন,স্তব্দ ক্রীড়া জগত

না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেট জগতের শেন ওয়ার্ন ( Shane Warne )। ক্রিকেট বোর্ড সংস্থা এ খবর নিশ্চিন্ত করেন। অসম্ভব দক্ষ ও গুণী ক্রিকেটারের মৃত্যু ক্রীড়া জগতে ব্যাপক প্রভাব ফেলেছে। তথ্য মারফত জানা গেছে মৃত্যুকালে উইকেট রক্ষক শেন ওয়ার্ন এর বয়স হয়েছিলন ৫২বছর। তবে তার মৃত্যু ঘিরে ক্রমশ রহস্য দানা বাঁধছে। কিংবদন্তি এই ক্রিকেটারের ( Shane Warne ) মৃতদেহ উদ্ধার করা হয় তার বাংলো থেকে । হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন বলে সূত্র মারফত খবর।

আরও পড়ুন……স্বৈরাচারী ভারত, শীর্ষ ১০ দেশের তালিকায় ‘নির্বাচনী স্বৈরাচার’ ভারতের নাম

মৃত্যুকালে শেন ওয়ার্ন ( Shane Warne ) থাইল্যান্ডে স্থায়ী ছিলেন। ওয়ার্ন এর এজেন্সির এক বিবৃতিতে জানা গেছে,’শেন ওয়ার্নকে ( Shane Warne ) তার বাংলোয় মৃত অবস্তায় পাওয়া । তাকে বাঁচানোর সর্বসম্মত প্রয়াস করা হলেও চিকিৎসকেরা অসফল হন। এই সময় তার পরিবার একান্ত ব্যক্তিভাবে সময় কাটাতে চান ও শোক পালন করতে চান’। সেরা ক্রিকেটারদের মধ্যে সেরার তালিকায় সর্বদা ঠাঁই পেত শেন ওয়ার্ন এর নাম। তার ঝুলিতে রয়েছে ২৯৩টি উইকেট। ক্রীড়া জগতে বহু সম্মাননা,খ্যাতি ও পুরষ্কার অর্জন করেছেন এই ক্রিকেটার। কিংবদন্তি এই ক্রিকেটারের নাম ইতিহাসে স্বর্ণ খচিত হয়ে থাকবে । লাল বলের জগতে তার অসামান্য প্রতিভা ও পারফরম্যান্স গ্যলারি আজও স্মরণ করে। মাঝখানে তাকে ধারাভাষ্য দিতেও দেখা গিয়েছে।

ক্রিকেটমাঠে ফের মৃত্যু,চলে গেলেন স্পিনার শেন ওয়ার্ন,স্তব্দ ক্রীড়া জগত

আরও পড়ুন….সোজা ব্যাটে খেললেন সৌরভ, বৈঠকে সোজাসাপ্টা জবাব বিসিসিআই প্রেসিডেন্টের

শেনের মৃত্যুতে স্তব্দ সমগ্র ক্রীড়ামহল । তার মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। ক্রীড়া জগতের এই অপূরণীয় ক্ষতির আঁচ পড়েছে বলিউডেও। শেনের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সারা বিশ্বজুড়ে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের বহু অভিনেতারা। শিল্পা শেঠি,রণদীপ হুড়া থেকে শুরু করে সানি দেওলের মত বহু অভিনেতারা ক্রিকেটমহলের নক্ষত্রপতনে শোক প্রকাশ করেছেন । সানি দেওল টুইট করে শোক প্রকাশ করেন। শিল্পা শেঠি সামাজিক মাধ্যমে শেন ওয়ার্ন এর প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।




Leave a Reply

Back to top button