আইপিএলের দিন ঘোষণা করলো ভারতীয় বোর্ড, ‘ক্রিকেট সিজন’ শুরু হলো বলে..
IPL 2024: লোকসভা নির্বাচনের আগে আইপিএল সেরে ফেলতে চাইছে বোর্ড। আইপিএলের দিন ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এদিন, বোর্ড সচিব জয় শাহ ২০২৪ সালের আইপিএল শুরু দিন ঘোষণা করেন।

ফের শুরু হতে চলেছে ‘ক্রিকেট সিজন’, দিন ঘোষণা আইপিএলের
আগামী মার্চ-এপ্রিল মাসে হতে পারে লোকসভা নির্বাচন। এই বিষয়টি মাথায় রেখে আইপিএলের (Indian Premier League) সূচি তৈরি করছে বিসিসিআই (BCCI)। লোকসভা নির্বাচনের আগেই মহিলাদের আইপিএল শেষ করে ফেলতে চাইছেন বোর্ড কর্তারা।
লোকসভা নির্বাচনের আগে আইপিএল সেরে ফেলতে চাইছে বোর্ড। আইপিএলের দিন ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এদিন, বোর্ড সচিব জয় শাহ ২০২৪ সালের আইপিএল শুরু দিন ঘোষণা করেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে হবে মহিলাদের আইপিএল। ক্রিকেট অনুরাগীদের জন্য বিশ্বকাপের পর এটাই সুখবর হয়ে দেখা দিয়েছে।
আর নয়দিন পর ১৯ ডিসেম্বর দুবাইয়ে (Dubai) এ অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের নিলাম। তার আগেই জানা গেল আগামী আইপিএল শুরুর দিন। শনিবার ছিল মহিলাদের আইপিএলের নিলাম পর্বে। এর পরই বোর্ড সচিব বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রতিযোগিতার দিন জানিয়েছেন। যদিও নির্দিষ্টভাবে খেলা শুরুর তারিখ জানাননি।
বিসিসিআই সচিব বলেন, ‘মার্চ মাসের শেষে শুরু হবে আইপিএল। প্রতিযোগিতা চলবে মে মাসের শেষ সপ্তাহ অথবা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরুর বিষয়টি জানিয়ে দেওয়া হবে।’
জানা গিয়েছে, ১৯ ডিসেম্বরে আয়োজিত হতে চলা নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজ়ি মোট ৭০ ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারেন ৩০ জন। এবারই প্রথম আইপিএলের নিলাম হবে দেশের বাইরে। দলগুলি সবমিলিয়ে খরচ করতে পারবে সর্বোচ্চ ২৬২.৯৫ কোটি টাকা। এমনটাই নির্দেশ মিলেছে।
বিসিসিআই সচিব জানিয়েছেন, হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের আইপিএল শুরুর সম্ভাব্য দিন ২ অথবা ৩ ফেব্রুয়ারি। তবে একটি রাজ্যেই এই ক্রিকেট আয়োজিত হবে।