নাচবে সারা বাংলা,বাংলার মঞ্চে প্রথমবার মাধুরী দীক্ষিত

স্টার জলসায় নাচের শো মানেই কিছু না কিছু চমক প্রতিবার থাকবেই। আর এই চমক বহুগুনে বেড়ে যেতে পারে যদি সঙ্গে থাকে জনপ্রিয় অভিনয় শিল্পী ও নৃত্যশিল্পী মাধুরী দীক্ষিত ( Madhuri Dixit ) । এবার তাই হতে চলেছে স্টার জলসার পর্দায়। বাংলার মানুষ এবার মাধুরীর ( Madhuri Dixit ) ছন্দে মেতে উঠবেন। স্টার জলসায় অনুষ্ঠিত যেকোনও শো’তে প্রতিবারই কোনও না কোনও শিল্পী এসেই থাকেন। বড় চমক দিয়ে এর আগেও বহুবার বাংলার মানুষকে আশ্চর্যবোধ করিয়েছে এই চ্যানেলটি । তবে এবার আরও বড় চমক দিতে চলেছে। সম্প্রতি স্টার জলসায় সম্প্রচারিত “সুপার সিঙ্গার” সিজন তিনের ফাইনালে আসতে চলেছেন ভারতের অত্যন্ত স্বনামধন্য এই অভিনেত্রী। স্টার জলসা মারফত বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে মাধুরীর ( Madhuri Dixit ) নাচের ঝলক।

আরও পড়ুন………ক্রিকেটমাঠে ফের মৃত্যু,চলে গেলেন স্পিনার শেন ওয়ার্ন,স্তব্দ ক্রীড়া জগত

বেশ কিছুদিন আগেই স্টার জলসায় শুরু হয়েছে নতুন রিয়েলিটি শো “সুপার সিঙ্গার”(Super Singer Season 3 ) । বাংলার আনাচে কানাচে থাকা প্রতিভাকে মঞ্চস্থ করে সকলের সামনে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য । বেশ ভালো টিআরপি ও জনপ্রিয়তা পেয়েছে এই শো’টি। বহু প্রতিভাবান প্রতিযোগী রয়েছেন এই মঞ্চে। এবার এই মঞ্চেই আসবেন নৃত্য শ্রেষ্ঠ মাধুরী দীক্ষিত। কোমর দোলাবেন তার জনপ্রিয় গান “এক দো তিন” জনপ্রিয় গানটিতে। মাধুরী দীক্ষিত ছাড়াও তার সাথে থাকবেন বাংলার দুই জনপ্রিয় ও হার্টথ্রব অভিনেতা জিৎ ও দেব। মহানায়িকার পাশে এদের দুজনের পারফরম্যান্স দেখার জন্য দর্শকরা উদগ্রীব হয়ে আছেন।

আরও পড়ুন………‘বল অফ দ্য সেঞ্চুরি’ ওয়ার্নের ‘শেন’ ডকুমেন্টারিতে ফাঁস স্পিন ম্যাজিক

বলা বাহুল্য এর আগেও বহু অভিনেতা অভিনেত্রীরা বাংলার মঞ্চ কাঁপিয়েছেন। তবে মাধুরীর ( Madhuri Dixit ) প্রতি আকর্ষণ আট থেকে আশি সকলেরই । । তাই বাংলার মঞ্চে মাধুরীকে দেখার জন্য অধীর আগ্রহ সবারই আছে। খুব শীঘ্রই সম্প্রচারিত হতে চলেছে এই পর্বটি।




Leave a Reply

Back to top button