জীবন অনেকটা লম্বা, সিদ্ধার্থ শুক্লার স্মৃতিতে চোখে জল ভক্তমহলের

রাখী পোদ্দার, কলকাতা : সালটা ছিল ২০২১, ২রা সেপ্টেম্বর ভারতীয় টেলিভিশনে নেমে আসে এক অন্ধকারাচ্ছন্নময় দিন। টেলিভিশন জগতের অন্যতম নামকরা অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ( Sidharth Shukla) সবাইকে ছেড়ে চলে যান এক অজানা দেশের সফরে। যেখান থেকে মানুষ চাইলেও আর ফিরে আসার পথ খুঁজে পায় না। তিনি তাঁর মুম্বাইয়ের ( Mumbai) বাড়িতে হৃদরোগে ( Heart Attack) আক্রান্ত হন এবং কুপার হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মাত্র চল্লিশ বছর বয়সে মারা যান তিনি। এই খবরে সেদিন ভেঙে পড়েছিল গোটা দেশ। সাধারণ মানুষ থেকে টেলিভিশন তারকা হোক কিংবা বলিউড তারকা সকলেই হয়ে পড়েছিলেন শোকাহত। তাঁর এই আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়ে গিয়েছিল পুরো বিনোদন জগতকে। বিগ বস সিজন তেরোর বিজয়ী ছিলেন সিদ্ধার্থ শুক্লা। রিয়েলিটি শোয়ের ( Reality Show) তাঁর সহ প্রতিযোগীরাও রীতিমতো ভেঙে পড়েন। সিদ্ধার্থ শুক্লার ( Sidharth Shukla) সবচেয়ে ভালো বন্ধু শেহনাজ গিল সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলেন এই খবরে। জানা গিয়েছিল, সিদ্ধার্থ শুক্লার ( Sidharth Shukla) মৃত্যুর পর রীতিমতো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল শেহনাজ ( Shehnaaz Gill)। ফলে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। পরে ব্রহ্মাকুমারীদের সাহায্যে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এরা শেহনাজকে ( Shehnaaz Gill) জীবন আসলে কি তা শেখাতে সাহায্য করে।

নাচবে সারা বাংলা,বাংলার মঞ্চে প্রথমবার মাধুরী দীক্ষিত

Sidharth Shuklaআজ প্রায় ছয় মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে তাঁর মৃত্যুর। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ( Instagram Account) স্মরণীয় করা হলে তাঁর অনুগামীরা হয়ে ওঠে আবেগপ্রবণ। তাঁর সমস্ত স্মৃতি যেন আবার নতুন করে মনে পড়ছে ভক্তদের। সিদ্ধার্থ শুক্লা ( Sidharth Shukla) একজন জনপ্রিয় অভিনেতা হওয়া সত্ত্বেও, তা নিয়ে ছিটেফোঁটাও অহংকার ছিল না তাঁর মনে। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর অনুগামীদের সাথে সর্বদাই যোগাযোগ রাখতে পছন্দ করতেন। শুধু তাই নয় তিনি তাঁর ভক্তদের হৃদয় স্পর্শ কারী বার্তাও দিতেন। সিদ্ধার্থ শুক্লার ( Sidharth Shukla) এমনই একটি ভিডিও আজ মনে পড়লে চোখের কোণে একটুকরো জল যেন জমে ওঠে। ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি তাঁর একজন ভক্তের সাথে কথা বলছেন এবং “লাম্বি হে জিন্দেগী” সম্পর্কে কথা বলছেন। ভিডিওতে, সিদ্ধার্থ ( Sidharth Shukla) তাঁর ভক্তের সাথে দেখা করতে না পারার বিষয়ে কথা বলেছেন এবং ভক্তের বোনকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন। তিনি সেখানে বলেছেন, “আমি আশা করি সে ভালো আছে এবং তাঁর প্রতি আমার সকল ভালোবাসা ও প্রার্থনা রয়েছে এবং আমি সত্যিই আশা করি সে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তুমি যত্ন নাও এবং জীবন অনেকটা লম্বা, আবার দেখা হবে ( lambi hai zindagi, milenge fir se)। যত্ন নিও”। সত্যিই কি অদ্ভুত তাইনা যিনি এই কথাটি বলেছিলেন আজ সেই আমাদের মধ্যে নেই। কিন্তু এত দূরে চলে গিয়েও আজীবন অমর হয়েই থাকবে তুমি ( Sidharth Shukla) তোমার ভক্তদের হৃদয়ে।

“বাহুবলীখ্যত” প্রভাসের বিয়ে নিয়ে কি বললেন জ্যোতিষী,এবছর বসতে চলেছেন বিয়ের পিড়িতে




Leave a Reply

Back to top button