আসছে কিং খানের নতুন ছবি,আশিক আবুর থ্রিলারে রোমাঞ্চকর শাহরুখ

দীর্ঘদিনের বিরতির পর আবারও বড় পর্দায় আসতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান ( Shah Rukh Khan ) । “জিরো” ( Zero ) সিনেমাটির পর বলিউড বাদশাকে আর কোনও ছবিতে দেখা যায় নি। বেশ লম্বা বিরতির পর “পাঠান” ( Pathan ) সিনেমার হাত ধরে ফের বড় পর্দায় আসতে চলেছেন। ইতিমধ্যে জোর কদমেই প্রচারপর্ব শুরু করে দিয়েছেন কিং খান ( Shah Rukh Khan ) । দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থাকায় তার অনুরাগীরা বেশ উৎকণ্ঠায় ছিলেন। তবে নিরাশ না হওয়ার বার্তাও তিনি জানিয়েছেন তার সোশ্যাল হ্যান্ডেলে। “পাঠান” এর টিজার মুক্তির পর বাদশা অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত ও খুশি,সেটা টিজারের কমেন্ট বক্স থেকেই বোঝা যাচ্ছে।
আরও পড়ুন………স্থলপথে ইউক্রেন আক্রমনে দুর্বল রাশিয়া, ভারতীয় সেনাবাহিনীর হায়দ্রাবাদ অপারেশন অনুসরণ
তবে নতুন বছরে শাহরুখ তার ভক্তদের আরও কাজ উপহার দিতে চলেছেন। দীর্ঘ বিরতির পর আবার কাজে ফেরা এসব আবহের মধ্যেই আরও একটি খুশির খবর পাওয়া গেল শাহরুখ অনুরাগীদের জন্য। জানা গেছে খুব শীঘ্রই জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও আশিক আবু ( Aashiq Abu)। সুত্রের খবর, বেশ দীর্ঘদিন ধরেই পরিচালক আশিক আবু কিং খানের সাথে ছবি বানানোর পরিকল্পনা করছেন। অবশেষে এই পরিকল্পনা চূড়ান্ত হল। তিনি তার আসন্ন ছবির বিষয়ে ইতিমধ্যেই কিং খানের সাথে আলোচনা করেছেন। আশিক আবুর নতুন ছবিতে শাহরুখের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানা গেছে। এটি একটি থ্রিলারধর্মী সিনেমা হতে চলেছে।
View this post on Instagram
আরও পড়ুন……লক্ষ লক্ষ ভক্তদের কাছে শেনের মতো আবদ্ধ, স্পিন কিংবদন্তির ‘ওয়ার্ন মুহূর্ত’
পরিচালক আশিক আবু তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আনেন। এই খবর অবশ্যই শাহরুখ ( Shah Rukh Khan ) অনুরাগীদের কাছে নতুন বছরে বড় প্রাপ্তি। আশিকের বক্তব্য অনুসারে,বলিউড বাদশার সাথে ছবি নিয়ে আলোচনা সম্পন্ন করা হয়েছে। তবে সবকিছু ঠিক থাকলে কাজের বিষয়টি চূড়ান্ত হবে।পরিচালক আশিক নিজে এটাও জানান তিনি বেশ মুখিয়ে ছিলেন এই সুযোগটির জন্য। বলিউড বাদশা তার গল্পের প্রেক্ষাপটের প্রশংসা করেছেন বলেও তিনি জানিয়েছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। সব কিছু ঠিক থাকেল এবছরের মধ্যেই শাহরুখ-আবুর জুটি বড় পর্দায় দেখতে পাব।