একের পর এক বক্সঅফিস হিট,সারি দিয়ে ছবি মুক্তির ঘোষণা করল YRF

২ বছর সিনেমা হল বন্ধ থাকার জন্য যশরাজ ফিল্মসের ঝুলিতে একের পর এক বড় ছবি জমে রয়েছে(YRF)। তাই পর পর তিন দিনে তিনটি ছবির মুক্তির তারিখ ঘোষণা করে ইয়াশ রাজ ফিল্মস। যার মধ্যে রয়েছে নানান চমক,আসুন দেখে নিই সেগুলির ফার্স্ট লুক(YRF)।
১)শমশেরা: এটি একটি পিরিয়ড অ্যাকশন ড্রামা সিনেমা হতে চলেছে। সিনেমার মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো রণবীর কাপুরকে। শোনা যাচ্ছে সিনেমাতে ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন সঞ্জয় দত্ত। সিনেমাটির পরিচালকের ভূমিকায় থাকছেন করন মালহোত্রা। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ এই বছরের ২২শে জুলাই(YRF)।
২)টাইগার ৩: নায়ক হিসেবে সালমানকে শেষ দেখা যায় দক্ষিণ কোরিয়ার রিমেক ছবি রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই। বক্স অফিসে ছবিটি তেমন চলেনি। এইবার মণীশ শাহ-এর হাত ধরে বড় পর্দায় ঝড় তুলবে টাইগার। টাইগার জিন্দা হ্যায় সিনেমাটির পর এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির পরের ছবি। ছবিটি মুক্তি পাবে আগামী বছর ঈদের সময়(YRF)।
আরও পড়ুন:আসছে কিং খানের নতুন ছবি,আশিক আবুর থ্রিলারে রোমাঞ্চকর শাহরুখ
৩) পাঠান: শেষবার ২০১১ সালে বলিউড বাদশাহ – কে ফারহান আখতার পরিচালিত ডন ২ ছবিতে অ্যাকশন করতে দেখা যায়। শাহরুখের নতুন বিজ্ঞাপনে পাঠান – এর আঁচ পাওয়া গিয়েছিল, এমনই মনে করছেন নেটিজেনরা। পাঠান -এর প্রথম ঝলক সামনে আসতেই তা ইউটিউবে ১ নম্বরে ট্রেন্ড করতে থাকে। ওয়ার খ্যাত সিদ্ধার্থ আনন্দ এই ছবির পরিচালনার ভার সামলাবেন। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ২৫শে জানুয়ারি(YRF)।
৪) জয়েশভাই জোরদার: সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওর মাধ্যমে রণবীর সিং বলেন এই ছবির নায়ক নাকি অন্যন্য সমস্ত নায়কের তুলনায় আলাদা। ছবিটি মুক্তি পাবে এই বছরের ১৩ই মে(YRF)। রণবীরের প্রত্যেকটি নতুন সিনেমার চরিত্রায়ন যে পূর্বের চরিত্রদের দিয়ে সম্পূর্ণ ভিন্ন হয়, দীর্ঘ ১২ বছরের কর্মজীবনে তা বারবার প্রমান করেছে রণবীর। এই ছবির পরিচালনা করবেন মণীশ শাহ।
আরও পড়ুন: মূল পয়েন্ট রাশিয়া ইউক্রেন তৃতীয় দফা, আলোচনায় আদৌ সমাধান সম্ভব
৫)পৃথ্বীরাজ: ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবি পৃথ্বীরাজ। অক্ষয় কুমার অভিনীত এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানুষি চিল্লারকে। ছবিটি মুক্তি পেতে চলেছে এই বছরের ৩ জুন(YRF)।
৬) দ্যা রেলওয়ে মেন: এটি একটি ওটিটি সিরিজ হতে চলেছে। এই সিরিজটিতে অভিনয় করতে দেখা যাবে থ্রি ইডিয়টস খ্যাত আর মাধভান, বর্ষীয়ান অভিনেতা কে কে মেনন, ইরফান পুত্র বাবিল খান ও মির্জাপুর খ্যাত দিব্যেন্দু – কে। এই সিরিজটি এই বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা(YRF)।
এমনও শোনা যাচ্ছে টাইগার, ওয়ারের কবির এবং পাঠান – কে নিয়ে তৈরি হতে চলেছে ভারতবর্ষের প্রথম স্পাই ইউনিভার্স। আরও বড় বড় অভিনেতাদের আগে কখনো একসাথে দেখা যায়নি। এছাড়াও টাইগার ৩ তে শাহরুখ খানের একটি ক্যামেও নিয়েও কথা চলছে(YRF)।