কলকাতার জনপ্রিয় নায়িকাদের বয়স জানলে আপনি অবাক হবেন,জেনে নিন কার বয়স কত

টলিউডের নায়িকা ( popular heroines of Kolkata ) মানেই সৌন্দর্যের ছড়াছড়ি। সৌন্দর্যের বিচারে এখানে কেউ কাউকে এক ফোটা জমিও ছাড়তে রাজি নয়। সৌন্দর্যের বিচারে টলিউডের নায়িকাদের টেক্কা দেওয়া কঠিন। শুধু সৌন্দর্য নয়,অভিনয়ের প্রসঙ্গ এলেও টলিউডের নায়িকাদের সামনের সারিতেই রাখতে হবে। প্রসঙ্গত টলিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের কথা বলতে গেলেই প্রথমেই বলতে হবে এদের বয়স। টলিউডের নায়িকাদের বয়স বোঝা দায়। অভিনয় দক্ষতার সাথে সাথে এরা সৌন্দর্য ধরে রাখতেও দক্ষ। টলিউডের অভিনেত্রীরা ( popular heroines of Kolkata ) সৌন্দর্য ধরে রাখার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে। এই নায়িকাদের বয়স বোঝা দায়। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পারবেন টলিউডের কোন অভিনেত্রীর বয়স কত।
আরও পড়ুন……P B Chaki’s New Film : প্রেমেন্দুর নির্দেশে টলিউডের নতুন জুটি মিমি-সোমরাজ, আসছে ‘পলাশের বিয়ে’
ঋতুপর্ণা সেনগুপ্ত
ঋতুপর্ণা সেনগুপ্ত ( Rituparna Sengupta ) একজন বিশিষ্ট বাঙ্গালি অভিনেত্রী। তাঁর অভিনয় দক্ষতার গুনে তিনি সকলের মন জয় করে নিয়েছেন। বহু খেতাব ও সম্মাননা রয়েছে অভিজ্ঞ ও স্বনামধন্য এই অভিনেত্রীর ঝুলিতে। বাণিজ্যিক ও শৈল্পিক উভয় শ্রেণির ক্যাটাগরিতে এই অভিনেত্রীর দক্ষতা রয়েছে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরশকার।জনপ্রিয় এই অভিনেত্রীর বয়স জানলে আপনি অবাক হবেন। সম্প্রতি তিনি ৫০বছরে পদার্পণ করেছেন। তবে আশ্চর্যের বিষয় হল এই অভিনেত্রীকে দেখে বোঝার উপায় নেই যে তিনি বয়স্ন পঞ্চাশের কোটা পার করেছেন। তাঁর রুপে মুগ্ধ সারা বাংলা। একসময় বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এখনও বাংলা ইন্ডাস্ট্রিতে তার কদর সমানতালেই রয়েছে।
স্বস্তিকা মুখারজি
স্বস্তিকা মুখোপাধ্যায় টলিউডের অন্যতম নামজাদা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বহু বিতর্ক রয়েছে তার নামের পাশে। তবুও তিনি বরাবরের মত নেটিজেনদের প্রিয় তালিকায় অবস্তান করেন। তার ভক্তসংখ্যা বিপুল। ছেলদের মধ্যে এই অভিনেত্রীকে নিয়ে উন্মাদনার শেষ নেই। এক সন্তানের জননী এই অভিনেত্রীকে দেখলে বোঝা দুষ্কর যে তিনি ৪১ বছর বয়সী। কিন্তু এখনও যৌবনের ধার অক্ষুণ্ণ এই অভিনেত্রীর চোখে মুখে।
পাওলি দাম
টলিউড ইন্ডাস্ট্রির আরেক সুন্দরী ও অত্যন্ত লাস্যময়ি নায়িকা হলেন পাওলি দাম ( “Paoli Dam ) । গুনে লক্ষ্মী রুপে স্বরসতী এই নায়িকার ঝুলিতে রয়েছে বহু সম্মাননা ও পুরষ্কার। বাণিজ্যিক ছবির তুলনায় আর্ট ফিল্মে অধিক দেখা যায় পাওলি দামকে। চরিত্রের খাতিরে খোলামেলা পোশাকে নিজেকে উন্মুক্ত করতে দ্বিধাবোধ করেন না এই নায়িকা। এই কারণে বহুবার সমলোচিত হয়েছেন তিনি। হাজারও সমলোচনা থাকার পরেও তিনি অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন………স্থলপথে ইউক্রেন আক্রমনে দুর্বল রাশিয়া, ভারতীয় সেনাবাহিনীর হায়দ্রাবাদ অপারেশন অনুসরণ
জয়া আহসান
ইনি জন্মসূত্রে এপারের না হলেও ওপার বাংলা থেকে এসে সমানতালে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। ভারতীয় পরিচালকের প্রযোজনায় বহু ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। তার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ গোটা বাংলা। ওপার বাংলার মত এপার বাংলাতেও তিনি সমানভাবে আদরণীয় ও গ্রহণযোগ্য। বিয়ে কবে করছেন এই প্রশ্নের সম্মুখীন হতে হয় এই অভিনেত্রীকে। তবে তিনি বার বার এই প্রসঙ্গ এড়িয়ে গেছেন। জনপ্রিয় এই অভিনেত্রীর বয়স এখন ৪০ বছর।