‘বহুবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে দেওয়ার’ বৈবাহিক জীবন নিয়ে বিস্ফোরক Poonam Pandey

কঙ্গনা রানাওয়াতের ‘লক আপ’ রিয়েলিটি শো-তে কিছুদিন আগেই দেখা মেলে বিতর্কিত ( Poonam Pandey ) অভিনেত্রী পুনম পাণ্ডের। নগ্নাতার দৃশ্য করার অভিযোগ উঠেছে তাঁর উপর একাধিক বার। এমনকী পর্ন ছবিতেও অভিনেতা করা থেকে নিজেকে বিরত রাখেননি ( Poonam Pandey ) অভিনেত্রী, এমনটাই মত অনেকের। এই  সব বিতর্কের মধ্যেই গত বছর নিজের স্বামী স্যাম বম্বের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ আনে অভিনেত্রী। ফাটা মাথা নিয়ে গিয়ে ভর্তি হন  হাসপাতালে। কারাবাস হয় তাঁর স্বামীর।

কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপ’-এ স্যামের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায় তাঁকে। একেবারে বিস্ফোরক মন্তব্য করে বসেন ( Poonam Pandey ) তিনি। তুলে ধরেন নিজের শারীরিক নির্যাতনের কাহিনী। রিয়ালিটি শো–তে এসে এদিন তিনি বলেন, ‘এই জেল, খাবার আমার কাছে বিলাসিতা। চার বছর ধরে ঠিক করে খেতে পাইনি। মারধর করা হত। ঘর বন্দি করে রাখা হত আমাকে। যাতে আমি কাউকে ফোন করতে না পারি। আর তখন মনে হত আমার উচিত নিজেকে মেরে ফেলা।’

এর আগেও তিনি স্যামের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন। এককালে তিনি জানিয়েছিলেন, স্যামের মারধর করার জেরে ব্রেন হ্যামারেজের শিকার তিনি। এছাড়াও এদিন এই প্রসঙ্গে তিনি জানান, ‘বহুবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে দেওয়ার। এমন কুকুরের মতো মারত আমায় যে আমার মনে হত কোনও ক্ষমতা নেই।’ এদিন ( Poonam Pandey ) পুনমকে আরও বলতে শোনা যায়, হাসপাতালে তাঁর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অধিকাংশ মানুষ তাঁর পাশে থাকার  পরিবর্তে, তাঁর সাথে সঠিক ব্যবহার হয়েছে বলে মন্তব্য করেন। এদিন দুঃখে, বেদনায় তিনি বলে বসেন, ‘আপনাদের সাথে বসে আছি, এটাই আমার জন্য অনেক। তবে আমি খুশি যে আমি এসব থেকে বেরিয়ে আসতে পেরেছি।’

আরও পড়ুন….Jisshu Sengupta: ওটিটি প্ল্যাটফর্মে কেন নেই বাঙালি অভিনেতাদের দাপট, নেপথ্য রহস্য নিয়ে মুখ খুললেন যীশু

আরও পড়ুন…হুনারবাজের রিয়েলিটি শোতে গায়ক রূপে করণ জোহর, অতিথি হিসেবে আসছেন হেমা মালিনী

তবে এখানেই থামেননি অভিনেত্রী। নিজে যে গার্হস্থ্য হিংসার শিকার তা যেন আর কোনও মহিলা কিংবা পুরুষ না হন, সেই নিয়ে বেশ চিন্তিত তিনি। এদিন ( Poonam Pandey ) তিনি যেসব মহিলা ও পুরুষ গার্হস্থ্য হিংসের শিকার তাঁদের উদ্দেশে বলেন, ‘আপনারাও এই সব  সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। নিজের উপর ভরসা রাখুন। জীবনের অনেক মূল্য। সেটাকে দয়া করে সম্মান দিন।’




Leave a Reply

Back to top button