‘লোকের পরোয়া করিনা, আমরা আমাদের জীবন উপভোগ করব… ‘ – নতুন শোএ বিতর্ক নিয়ে মুখ খুললেন শিল্পা

রাখী পোদ্দার, কলকাতা : শিল্পা সেট্টি কুন্দ্রা ( Shilpa Shetty Kundra) নামটা তো সবারই জানা। জনপ্রিয় “ধরকন” সিনেমার মূখ্য অভিনেত্রী একজন ফিটনেস উৎসাহিও। সোশ্যাল মিডিয়ায় ফিটনেস ( Fitness) সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করতে দেখা যায় তাঁকে। সূত্রানুসারে জানা গিয়েছে, বর্তমানে ফিটনেস উৎসাহি এই অভিনেত্রী তাঁর আসন্ন চ্যাট শোয়ের ( Chat Show) প্রস্তুতি নিচ্ছেন। “শেপ অফ ইউ” ( Shape Of You) নামে এই শোটিতে শিল্পা সেট্টি কুন্দ্রা ( Shilpa Shetty Kundra) ছাড়াও দেখতে পাওয়া যাবে শেহনাজ গিল ( Shehnaaz Gill), জনপ্রিয় ডিজাইনার মাসাবার গুপ্তা ( Designer Masaba Gupta), অভিনেত্রী রাকুল প্রীত সিং ( Actress Rakul Preet Singh) এবং র‌্যাপার বাদশাকে ( Rapper Badsha)। এই শোটিতে ফিটনেস, মানসিক সম্পর্কিত বিভিন্ন রকমের বিষয় নিয়ে কথা বলবেন এই সেলিব্রেটিরা। সম্প্রতি প্রকাশিত একটি প্রোমোতে ( Promo) দেখা গিয়েছে এই সেলিব্রেটিরা তাঁদের বিভিন্ন রকমের গুরুতর উদ্বেগ, মানসিক বিষন্নতা ( Depression) সংবেদনশীল কিছু বিষয় সম্পর্কে খোলাখুলি আলোচনা করতে।

‘ফিটনেসকে গুরুত্ব সহকারে নেওয়াই আমার স্বপ্ন’ – জন্মদিনে সিষ্কপ্যাক রেজোলিউশন অনুপম খেরের

Shilpa Shetty Kundra সম্প্রতি একটি ক্লিপে দেখা গিয়েছে, জ্যাকলিন ফার্নান্দেজ এবং শিল্পাকে ( Shilpa Shetty Kundra) বিতর্ক নিয়ে কথা বলতে। “কিক” ( Kick) সিনেমার অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে বলতে শোনা যায়, তিনি সম্ভবত একাকিত্বে ভুগছিলেন। পরে উপস্থাপক শিল্পা সেট্টি কুন্দ্রাকে ( Shilpa Shetty Kundra) বলতে শোনা যায়, “বিতর্ক হোক না হোক, লোকের পরোয়া করিনা, আমরা আমাদের জীবন উপভোগ করব, জীবন একটাই”। আগের বছর “কিক” সিনেমার অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে ( Jacqueline Fernandez) পরতে হয়েছিল বিতর্কের মুখে। তাঁর নাম জড়িয়েছিল অর্থ পাচার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের ( Sukesh Chandrasekhar) সাথে। সোশ্যাল মিডিয়ায় ( Social Media) ভাইরাল হতেও দেখা যায় সুকেশের সঙ্গে অভিনেত্রীর ছবি। এরপর যখন এই শ্রীলঙ্কান অভিনেত্রী তাঁর অনুরাগীদের অনুপ্রবেশকারী ছবি প্রচার না করার জন্য এবং কঠিন সময়ে তাঁর গোপনীয়তাকে সম্মান করার জন্য অনুরোধ করে একটি অফিসিয়াল বিবৃতি শেয়ার করেছিলেন তখন সুকেশও তাঁকে সমর্থন করেছিলেন। জ্যাকলিন ( Jacqueline Fernandez) তাঁর নোটের একটি অংশ যা ইনস্টাগ্রামে ( Instagram) শেয়ার করা করেছেন, তাতে লেখা হয়েছে, “এই দেশ এবং দেশের জনগণ সবসময় আমাকে অসাধারণ ভালবাসা এবং সম্মান দিয়েছে। এর মধ্যে রয়েছে মিডিয়ার আমার বন্ধুরা, যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি বর্তমানে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু আমি নিশ্চিত যে আমার বন্ধুরা এবং আমার অনুরাগীরা আমাকে এর মধ্য দিয়ে দেখতে পাবেন”।

Bollywood Update : ‘‘আপনারা কি এতটাই বোকা’’ ! সলমনের সাথে বিয়ের গুজবে চটলেন সোনাক্সি

Shilpa Shetty Kundraঅন্যদিকে গত বছর স্বামী রাজ কুন্দ্রার ( Raj Kundra) জন্য সমালোচনার ঝড়ের মুখে পরতে হয়েছিল শিল্পা শেঠি কুন্দ্রাকে ( Shilpa Shetty Kundra)। রাজ কুন্দ্রাকে পর্ণ ফিল্ম মামলায় গ্রেপ্তার করা হয়। ২০২১ সালের জুলাই মাসে গ্রেপ্তার করা হয় তাঁকে এবং দুই মাস পরেই জামিনে মুক্তি পান তিনি। রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফিক সামগ্রী ( Pornographic Content) তৈরি ও বিতরণের অভিযোগ উঠেছিল। একটি প্রতিবেদনে বলা হয়েছিল, যে সেলিব্রিটি দম্পতি আলাদা হয়ে যাচ্ছে। তবে এই জুটি সমস্ত ট্রল বন্ধ করে দিয়ে একসাথে প্রকাশ্যে উপস্থিতির মাধ্যমে গুজব বানচাল করে দিয়েছে। স্বামী রাজ কুন্দ্রার ( Raj Kundra) প্রতি সমর্থন জানিয়ে একটি বিবৃতিও জারি করেছিলেন শিল্পা ( Shilpa Shetty Kundra)।




Leave a Reply

Back to top button