রশ্মিকা থেকে সামান্থা, কেমন দেখতে মেকআপ ছাড়া সাউথের এই নায়িকাদের

চোখ ধাঁধানো পোশাক আর চড়া মেকআপ। আমদের দেশের নায়িকাদের আমরা এভাবেই দেখে অভ্যস্থ। কিন্তু পর্দার আড়ালে রঙ্গিন আলো ও মেকআপ ছাড়া তাদের দেখতে কেমন সেটা দেখতে পাই না ভক্তকুল। আর তাই ভক্তদের মধ্যে এই নিয়ে কৌতূহলের শেষ নেই। আচ্ছা সাই পল্লবী, সামান্থা , রশ্মিকা সাউথের ( southern industry ) এই সুপারহিট নায়িকাদের মেকআপ ছাড়া আদেও কেমন সেটা নিশ্চয় আপনাদের জানতে ইচ্ছে করে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা সাউথের এই জনপ্রিয় নায়িকাদের নো মেকআপ লুক সম্পর্কে জানতে পারবেন।

আরও পড়ুন…………মোহালিতে অনবদ্য জয়, ভবিষ্যত ক্রিকেটে অন্য ভাবনা রোহিতের

রশ্মিকা মন্দানা

“কর্ণাটক ক্রাশ” নামে পরিচিত এই নায়িকাকে কে না জানে। রশ্মিকা মন্দানা ভারতের অন্যতম সফল অভিনেত্রী। তিনি একজন মডেল ও অভিনেত্রী। তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি বার বার সেরার শিরোপা জিতে নিয়েছেন। তেলেগু , কন্নড় ও হিন্দি চলচ্চিত্র সব ইন্ডাস্ট্রিতেই তিনি সমানভাবে জনপ্রিয়। তবে তার রুপের বর্ণনা দিতে গেলে শব্দসংখ্যাও কম পড়বে। অসম্ভব সুন্দরী এই নায়িকাকে নো মেকআপ লুকেও দুর্দান্ত দেখায়। তাকে সচারচর আমরা হালকা সাজে দেখেই অভ্যস্ত। আসলে রশ্মিকা তার প্রাকৃতিক ও ঈশ্বরের দেওয়া সৌন্দর্যের উপরই বেশি ভরসা রেখে চলে।

southern industry

 

সামান্থা রুথ প্রভু

তেলেগু ও তামিল ছবির অন্যতম হট ও লাস্যময়ী নায়িকাদের একেবারে শীর্ষে অবস্তান করেন সামান্থা। তার রুপে মুগ্ধ সারা সাউথ ইন্ডাস্ট্রি। তবে হাঁ তার জনপ্রিয়তা এখন শুধু সাউথেই ( southern industry ) নয় ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষে। ভারতের তামিলনাড়ুতে বেড়ে ওঠা এই অভিনেত্রী এমনিতেই সুন্দরী। তাকে মেকআপ বা মেকআপ ছাড়া যেকোনও প্রকার লুকেই মোহময়ি লাগে। তার ফ্যান ফলোয়ারদের মধ্যে পুরুষ সংখ্যা বেশি বলে জানা গিয়েছে। সামান্থা একজন সফল অভিনেত্রী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা “পুষ্পা”র আইটেম সং “আনটামা”তে নেচে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী।

 southern industry

আরও পড়ুন………‘একাকীত্ব আমায় খুঁড়ে খেয়েছিল’, যৌন হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন ভাবনা মেনন

সাই পল্লবী

 southern industry

সাউথের সব থেকে সুন্দরী ও ন্যাচারাল বিউটি বললে যার নাম উঠে আসে তিনি হলে সাই পল্লবী ( southern industry ) । এই অভিনেত্রীকে আমরা সর্বদা ন্যাচারাল লুকেই দেখতে পাই। তিনি জানান অত্যাধিক চড়া মেকআপ তিনি কখনোই করেন না। তিনি হালকা সাজ ভালোবাসেন। সাজ বলতে তার কাছে একটা টিপই যথেষ্ট। তার জীবনযাপনও একেবারে সাধারণ ও সাবলীল। এই অভিনেত্রী রুপে ও গুনে ভরপুর। ডাক্তারি ডিগ্রীও অর্জন করেছেন এই অভিনেত্রী। নিজের সংস্কৃতি ও বিশ্বাস বজায় রাখতে তিনি সর্বদা সচেতন।

অনুষ্কা শেট্টি

 southern industry

নামই কাফি। হাঁ এই নামের জন্য বিশেষ কোনও বিশেষণ লাগে না। “বাহুবলি” অভিনেত্রী অনুষ্কা শেট্টি সাউথের অন্যতম নামজাদা অভিনেত্রী। তার অভিনয়গুনে তিনি সেরার তালিকায় নিজের নাম তৈরি করে নিয়েছেন। অনুষ্কা একজন নায়িকা হওয়ার পাশাপাশি একজন যোগ গুরুও বটে। অন্য নায়িকাদের আমরা চড়া মেকআপে দেখলেও এই অভিনেত্রী সর্বদা স্বাচ্ছন্দ্যবোধ করেন অল্প মেকআপে। অল্প মেকআপেই তিনি সন্তুষ্ট থাকেন বলে তিনি জানিয়েছেন। যোগ এবং প্রাকৃতিক রুপচর্চা তার সৌন্দর্যের চাবিকাঠি বলে তিনি মনে করেন।

ইলিয়া্না ডি’ক্রজ

southern industry

সাউথের আরেক অভিনেত্রী হলেন ইলিয়ানা ডি’ক্রজ। তাকে মুলত তেলেগু ও হিন্দি চলচ্চিত্রে বেশি দেখা গেছে। এই নায়িকাকে আমরা মেকআপে দেখতেই অভ্যস্থ। তবে বাস্তবেও তিনি ততটাই সুন্দরী । ইলিয়ানা তার কেরিয়ার শুরু করে তেলেগু সিনেমা “দেবাদাসু”র হাত ধরে। সেখানে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার জিতে নেন। হিন্দি সিনেমাতেও তিনি তার করিশ্মা দেখিয়েছেন। তার নো মেকআপ লুকেও অনুরাগীদের মাতোয়ারা করে দেবে।




Leave a Reply

Back to top button