Alia Bhatt : গ্যাল গ্যাডোটের পাশে এবার গাঙ্গুবাই, বলিউড ছেড়ে এবার সফর হবে হলিউডে

রাখী পোদ্দার, কলকাতা : আলিয়া ভাট ( Alia Bhatt), বলিউডের চর্চিত অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই নাম আসে তাঁর। শুধু মাত্র ফ্যাশন নয় কখনও অভিনয় কখনও বা বিতর্কের জন্য চর্চায় এসেছে এই অভিনেত্রীর নাম। সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয়লীলা বনশালি ( Sanjay Leela Bhansali) পরিচালিত এবং আলিয়া ভট্ট ( Alia Bhatt) অভিনীত ছবি “গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি”( Gangubai Kathiawari)। ছবিতে অনবদ্য অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের নজর কেড়েছেন তিনি। কী ভাবে উকিলের মেয়ে থেকে তাঁর জীবন এসে আটকায় যৌনপল্লিতে এবং সেখান থেকেই কীভাবে উত্থান হয় গঙ্গুবাইয়ের তার উপরই গল্প এগিয়ে চলে সিনেমাটির। বলিউডে এমনকী গোটা দেশে ইতিমধ্যেই সাড়া ফেলেছে এই ছবি। মাত্র কয়েক সপ্তাহেই মধ্যেই বক্স অফিসে সাফল্যও পেয়েছে। মহেশ ভাটের ( Mahesh Bhatt) ছোটো কন্যার এই অভিনয় দক্ষতা রীতিমতো কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সকলের।

Alia Bhattশোনা যাচ্ছে বলিউড কাঁপানো এই অভিনেত্রী এবার পা রাখতে চলেছে হলিউডেও ( Hollywood)। হলিউডের “দ্য হার্ট অফ স্টোন” ছবিতে অভিনয় করবেন আলিয়া ভাট ( Alia Bhatt)। তাঁর সঙ্গে দেখা যাবে “ওয়ান্ডার ওম্যান” ( Wonder Woman) গ্যাল গ্যাডোট ( Gal Gadot) এবং জেমি ডরনানকে ( Jamie Dornan)। ব্রিটিশ চিত্র পরিচালক টম হারপার রয়েছেন এই ছবি পরিচালনার দায়িত্বে। নেটফ্লিক্সে ( Netflix) মুক্তি পাবে এই ছবি। এই খবর নেটফ্লিক্সের তরফ থেকেও জানানো হয়েছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করেছেন এই খবর খোদ আলিয়া ভাটও ( Alia Bhatt) । স্ক্রিপ্ট লেখার দায়িত্বে ছিলেন গ্রেগ রুকা ( Greg Ruka) ও অ্যালিসন স্ক্রোডার। যদিও ছবির গল্প ও প্লট এখনও পর্যন্ত গোপন রাখা হয়েছে। যদিও বলিউড অভিনেত্রী হিসেবে হলিউডে আলিয়া ভাট ( Alia Bhatt) প্রথম নয়। এর আগেও প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন ( Deepika Padukone), ঐশ্বর্য রাই বচ্চন, অনিল কাপুরের মতোন তাবড় তাবড় অভিনেতারাও কাজ করেছে হলিউডে।

বিগ বি বিজয়ের চরিত্রেই জয়জয়কার বিশ বার, সুপারহিট পাঁচ বিজয়ের তালিকা রইল

এছাড়াও তাঁকে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত “ব্রহ্মাস্ত্র” ( Brahmastra) ছবিতেও দেখা যাবে রণবীর কপূরের বিপরীতে। এছাড়াও এই ছবিতে অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি ও মৌনি রায়কেও ( Mouni Ray) দেখা যাবে। চলতি বছরের ৯ই সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। এছাড়াও আলিয়ার অনুরাগীরা অপেক্ষাতে রয়েছেন তাঁর অপর ছবি “আর আর আর” ( RRR)-এর। সেই ছবিতে অজয় দেবগণ, জুনিয়র এনটিআর ও রাম চরণকে দেখা যাবে।তবে আলিয়া ( Alia Bhatt) ও রণবীরের ( Ranbir Kapoor) প্রেম এখন আর কানাঘুষো নয়। বহুদিন ধরেই একসাথে রয়েছে এই যুগলকে। বিয়ের কথা চলছে অনেকদিন ধরেই। তবে করোনা, ঋষি কাপুরের মৃত্যু এবং একের পর এক ছবির কাজের জন্য বার বার পিঁছিয়ে গিয়েছে তাঁদের বিয়ে। যদিও শোনা যাচ্ছে ২০২২সালে বিয়েটা সেরে নেবেন এই যুগল।




Leave a Reply

Back to top button