দুবাইতে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরলেন SRK, দেখে নিন ভিডিও

বলিউডের কিং খান(SRK) এই মুহূর্তে স্পেনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান- এর শেষ ভাগ শুট করছেন। তারই মাঝে তিনি(Shah Rukh Khan) ইনস্টাগ্রামে শেয়ার করলেন দুবাই টুরিসম- এর একটি নতুন বিজ্ঞাপনের ভিডিও। ভিডিওটি শেয়ার করে বাদশাহ(Shah Rukh Khan) লেখেন, “প্রতিটি অভিজ্ঞতা দুবাইতে একটি বিশেষ স্মৃতি হয়ে ওঠে। আমার সাথে শহর অন্বেষণ! #দুবাইপ্রেজেন্টস @visit.dubai #visitdubai”।
আরও পড়ুন: জনসাধারন আপনাকে বিচার করার প্রবণতা রাখে, বিশেষত যখন আপনি একজন ক্রিকেটারের স্ত্রী হন: Sakshi Dhoni
View this post on Instagram
এই বিজ্ঞাপনটির শুরুতে শাহরুখকে(Shah Rukh Khan) দেখা যায় আটলান্টিস পাম হোটেলের সামনে তার চিরাচরিত রোমান্টিক পোজ- এ। এরইমধ্যে শাহরুখ(SRK) কন্যা সুহানা খানের ফোন আসে এবং সে তার বাবাকে দুবাই ঘুরে দেখতে বলে। এরপর পাঠান বেরিয়ে পড়ে দুবাই এর রাস্তায়। কখনও সে রাস্তায় নাচে, কখনও বা ভলিবল খেলে আবার কখনো নিজের ফ্যানদের সাথে সেলফি তুলতেও দেখা যায় তাকে। বিজ্ঞাপনের শেষে শাহরুখকে(SRK) দেখা যায় একটি পার্টিতে যেখানে সে পা মেলায় বাকি অথিতিদের সাথে। দিনের শেষে সুহানা আবার নিজের বাবাকে(Shah Rukh Khan) ফোন করে জিজ্ঞাসা করে তার দিন কেমন কাটলো এবং তার উত্তরে এস আর কে জানান এটি তার কাটানো জীবনের সেরা দিন ছিল।
শাহরুখের(SRK) এই অবতার দেখে মুগ্ধ হয়েছে তার অনুরাগীরা। শেষবার রুপোলি পর্দায় তাকে দেখা গিয়েছিল তিন বছর আগে। তিন বছরের বিরতির পর শাহরুখ খান(Shah Rukh Khan) ইয়াশ রাজ ফিল্মস – এর হাত ধরে পাঠান রূপে ফিরছেন বড় পর্দায়। ছবির পরিচালকের ভূমিকায় থাকছেন ব্যাং ব্যাং খ্যাত সিদ্ধার্থ আনন্দ।
আরও পড়ুন: জীবনের পথে একলা এই ছোট্ট শিশু, কাঁদতে কাঁদতে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পোল্যান্ড পাড়ি
পাঠান – এ শাহরুখের সহ অভিনেতা হিসেবে থাকছেন জন আব্রহাম এবং দীপিকা পাডুকোন। শাহরুখের পরবর্তী ছবির তালিকায় যে সমস্ত প্রতিষ্ঠিত পরিচালকের নাম আছে তারা হলেন সঞ্জু খ্যাত রাজকুমার হিরানি, এবং দক্ষিণী সিনেমার পরিচালক আটলী। দেখার অপেক্ষা পাঠান ও এই ছবিগুলো দর্শক গ্রহণ করে কি না।