মেদহীন শরীরে মোহময়ী হয়ে উঠলেন,ছিপছিপে গড়নে অনুপ্রেরণা জোগাচ্ছেন অংশুলা কাপুর

বলিউড মানেই ছিপছিপে গরন,লাস্যময়ী ও আকর্ষণীয় শরীরী ভাষা হতেই হবে। এই ইন্ডাস্ট্রির সব সেলিব্রেটিরা শরীর সম্পর্কে বেশ সচেতন। সেটা তাদের শরীরের গড়নেই পরিচয় পাওয়া যায়। নায়িকাদের শরীরী আন্দোলনের ভাষা পর্দায় ঝড় তোলে। এবার মেদ ঝরিয়ে তাক লাগালেন বলিউডের চকলেটি বয় অর্জুন কাপুরের একমাত্র বোন অংশুলা কাপুর ( Anshula Kapoor )। মেদ ঝরিয়ে নিজেকে একেবারে আমূল বদলে ফেলেছেন। তার আগের চেহারা ও বর্তমানের চেহারার মধ্যে যে পরিবর্তন তা দেখে নেটিজেনরা রীতিমত হতবাক। নেটিজেনদের তাক লাগিয়ে তিনি দিব্যি নতুন নতুন ছবি শেয়ার করছেন।

আরও পড়ুন…………রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী ইউক্রেন, জেলেনস্কির প্রচারকায়দায় পরাস্ত পুতিন

অংশুলা কাপুরের ( Anshula Kapoor )এই নয়া অবতার নেট দুনিয়ায় বেশ সমাদৃত হয়েছে। কাপুর পরিবারের সদস্যরা অংশুলাকে ভালো লাগছে বলে মন্তব্য করেছেন। শুধু তাই নয় ক্যাটরিনা থেকে শুরু করে কারিনা প্রত্যেকেই অংশুলাকে জানিয়েছেন তার এই জার্নি তাদের কাছে অনুপ্রেরণা স্বরূপ। মেদহীন শরীরে রুপের আগুন যেন আরও টিকরে পড়ছে। অংশুলাকে আরও বেশি আবেদনময়ী দেখাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Anshula Kapoor (@anshulakapoor)

আরও পড়ুন…………Alia Bhatt: বক্স অফিসে ঝড় তোলার পর এবার হলিউডে আলিয়া, জেনে নিন ছবির নাম

প্রসঙ্গত এই ছিপছিপে গড়ন পেতে গিয়ে অংশুলাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। দু’বছর ধরে শারীরিক কসরত করে ঘাম ঝরিয়ে তিনি ( Anshula Kapoor ) এই অবতারে অবতীর্ণ হতে পেরেছন। তবে নেটিজেনদের মধ্যে অনেকেই মন্তব্য করছেন যে অংশুলা নাকি শুধুমাত্র শারীরিক কসরত নয় মেদ ঝরাতে তিনি সাহায্য নিয়েছেন সার্জারির। একথা অবশ্য এখনও প্রমাণিত হয়নি। অনেকেই আবার বলছেন বলিউডে ডেবিউ করতে চলেছেন অংশুলা। সমস্থ জল্পনার মাঝে অবশ্য অংশুলা নিজে এখনও এ বিষয়ে মুখ খোলেননি।




Leave a Reply

Back to top button