সাফল্যের শীর্ষ স্থান থেকে এক ধাক্কায় নিচে পড়ে যান সুস্মিতা সেন, রইল কারণ

অহেলিকা দও, কলকাতা : ভারতের প্রথম ‘মিস ইউনিভার্স’ ( Miss Universe) ছিলেন সুস্মিতা সেন ( Sushmita Sen)। কথায় বলে ভারতের গর্ব তিনি। ১৯৯৪ সালে তাঁর হাত ধরেই প্রথম এই সম্মান পেয়েছিল ভারতবর্ষ ( india)। তবে শুধু মিস ইউনিভার্সই নয় বলিউড ( bollywood) জগতেও এক জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি ( Sushmita Sen)। যদিও বলিউড ইন্ডাস্ট্রিতে ( bollywood industry) এখন দেখা যায় না তাকে, কিন্তু কেন?
১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাব মাথায় নিয়ে দেশে ফিরেছিলেন সুস্মিতা সেন ( Sushmita Sen)। তার ঠিক ২ বছর পর ১৯৯৬ সালে বলিউডে পা রাখেন তিনি। দস্তক সিনেমাটির হাত ধরে তিনি প্রথম বলিউডে আসেন। তারপর অভিনয় হয়ে উঠেছিল তার পেশা। তারপর একেরপর এক সিনেমার দ্বারা দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
কয়েক বছর টানা অভিনয় করেছিলেন সুস্মিতা সেন ( Sushmita Sen)। সিনেমার দরূন একেরপর এক পুরস্কারও জিতেছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে সাফল্যের শীর্ষ স্থান থেকে এক ধাক্কায় নিচে পড়ে যান তিনি। বলিউড ইন্ডাস্ট্রি থেকে হঠাৎই অদৃশ্য হয়ে যান তিনি। ২০১০ সালে শেষ ফারদিন খানের সাথে ‘দুলহা মিল গিয়া’ সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এরপর দীর্ঘ ১০ বছর তাকে সিনেমার পর্দায় দেখা যায়নি।
সুস্মিতা সেনের ( Sushmita Sen) বলিউডে হঠাৎ অদৃশ্যমান তার ভক্তদের ভাবিয়ে তুলেছিল। ১০ বছর পর তিনি অভিনয় জগতে ফিরলেন ওটিটি ওয়েব সিরিজের হাত ধরে। সিরিজের নাম ‘আর্যা’। কিন্তু বলিউডে নয় কেন? কেন এতদিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন অভিনেত্রী? ১০ বছরেও তিনি কেন ফিরলেন না অভিনয় জগতে? এর উত্তর নিজেই দিলেন সুস্মিতা সেন। সাম্প্রতি একটি সংবাদ সূত্রে তিনি নিজেই বলিউডের বিরুদ্ধে বক্তব্য রাখলেন।
আরও পড়ুন….Alia Bhatt : গ্যাল গ্যাডোটের পাশে এবার গাঙ্গুবাই, বলিউড ছেড়ে এবার সফর হবে হলিউডে
আরও পড়ুন….দুবাইতে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরল SRK, দেখে নিন ভিডিও
সুস্মিতা সেন ( Sushmita Sen) বললেন, “অভিনয় থেকে যে ১০ বছরের যে বিরতি নিয়েছিলাম, সেই সময় নিজের জীবনের লক্ষ্যগুলো আরও ভালো ভাবে বুঝতে পেরেছিলাম। নিজের কাছে আরও স্পষ্ট হয়েছিল কেরিয়ার ও জীবনের থেকে ঠিক কী কী আমি চাই এবং চাই না। বড় পর্দায় ভালো চরিত্রে প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে আমার বয়স অবশ্যই একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তবে আরও একটি কথা এক্ষেত্রে রয়েছে, যা সমান গুরুত্বপূর্ণ। কাজ পাওয়ার জন্য আসলে আমি ছোটাছুটি করতে পারি না। মানে মুখ ফুটে কারও কাছে কাজ চাওয়ার ব্যাপারে ঘোর অনিচ্ছা কাজ করে আমার। কীভাবে কাজ চাইতে হয়, সেই ব্যাপারটি আমার প্রায় অজানা। বলতে চাইছি নিজে থেকে কাজ চাওয়ার ব্যাপারে আমি খুবই কাঁচা একজন মানুষ।”