ভেগান বার্গারে একশ কোটি উদযাপন,ভাইরাল আলিয়ার নতুন ছবি

মুক্তির পর থেকেই রমরমিয়ে চলছে ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’ ( Gangubai Kathiwari )। দিনে ১৩কোটি করে আয় করে করে মোট একশ কোটি অঙ্কের সাফল্যের ঘর পেরিয়ে গেছে সঞ্জয় লীলা পরিচালিত ‘গাঙ্গুবাঈ’। এ ছবির প্রচারেও বেশ ঝাঁকঝমকভাবে দেখা গেছে ছবির গোটা টিমকে। এদিকে একশ কোটির ঘর পেরোনোর পর থেকেই খুশিতে আত্মহারা সিনেমার নায়িকা আলিয়া ভাট। একশ কোটির আনন্দ উদযাপনে তাই বেরিয়ে পড়লেন বার্গার খেতে। ভেগান বার্গার খেয়েই নায়িকা ছবির সাফল্য উদযাপন করলেন ( Gangubai Kathiwari)। সঙ্গে সেই ছবি শেয়ার করে নিলেন তার সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে।
আরও পড়ুন………যুদ্ধ বিধ্বংসী মনোভাবের জেরে পড়ল কোপ, বিদেশী কোম্পানির ঝাঁপ বন্ধতে আর্থিক সঙ্কটে রাশিয়া
ছবিতে দেখা যাচ্ছে বেশ আনন্দের সঙ্গেই বার্গারে কামড় বসাচ্ছেন এই অভিনেত্রী (Alia Bhatt)। মুখে প্রসন্নতার ছাপ স্পষ্ট। আলিয়ার সদা হাস্যজ্জল এই ছবি দেখেই নেটিজেনরা ভালোবাসা ও শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছে। তার ছবির জন্য শুভ কামনা করলেন। পিসি থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর প্রত্যেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন………UP Assembly Election : লখনউয়ের তখতে যোগী! ‘হাত’ ছাড়া প্রদেশে জোর টক্কর সপার
প্রসঙ্গত ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’ মুক্তি পাওয়ার পরেই আলিয়ার কাজ শেষ হয়নি। সামনেই মুক্তি পাবে তার নতুন ছবি ব্রক্ষ্মাস্ত্র। এই ছবির প্রচারের জন্যও তিনি প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। এখানে তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুরকে। জানা গেছে এই ছবির মাধ্যমেই নাকি এই জুটির প্রেম কাহিনী শুরু হয়।