জন্মদিন পালন ব্যস্ত গসিপ কুইন পুনম পাণ্ডে,ফের বিতর্কে অভিনেত্রী

অভিনেত্রী পুনম পাণ্ডেকে (Poonam Pandey) চেনে না ইন্ডাস্ট্রিতে এমন মানুষ খুব কম আছে। তাকে অভিনয়ের জন্য যতটা না চেনে তার থেকেও বেশি চেনে তার কুকীর্তির জন্য। মাঝে মাঝেই তিনি সংবাদের শীর্ষে থাকেন তার অভব্য আচরণ ও নগ্ন ফটো শুটের জন্য। আজ এই অভিনেত্রীর (Poonam Pandey)জন্মদিন। বেশ ঘটা করেই জন্মদিন পালন করছেন এই অভিনেত্রী (Poonam Pandey)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কিছু বোল্ড ও হট ফোটো শেয়ার করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন………পাঁচ বিধানসভা নির্বাচনের ফল কি তবে আসন্ন নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে? জেনে নিন পাঁচটি পয়েন্ট
View this post on Instagram
প্রসঙ্গত বরাবরই তিনি সংবাদের শীর্ষে থাকতে পছন্দ করেন। তার জন্য তিনি কোনও সুযোগ ছাড়েন না। যেমন বেশ কিছু দিন আগেই তিনি অভিযোগ আনেন শিল্পা শেঠইর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। তার মতে রাজ তার সাথে চুক্তি তার নগ্ন ভিডিওগুলো নিয়ে ব্যবসা করত। কিন্তু চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও রাজ তার ছবি বোইনিভাবে ব্যবহার করছিল। শেষমেশ তিক্ততা এতটাই চরমে পৌঁছে যায় যে, পুনম রাজের বিরুদ্ধে থানায় ডায়েরি করে। পেশায় ব্যবসায়ী রাজ কুন্দ্রা বেশ কিছুদিন আগেই নীল ছবি বানানোর অভিযোগে ধরা পড়ে। ইন্ডাস্ট্রিতে এ নিয়ে কম শোরগোল হয়নি। স্বামীর এ হেন কাজে লজ্জায় পড়ে গিয়েছিলেন অভিনেত্রী শিল্পা। পুনম এটাও দাবি করে যে, রাজ তাকে শারীরিকভাবে হেনস্থাও করে।
আরও পড়ুন………UP Assembly Election 2022 : বিজেপি এগিয়ে যেতেই, উৎসবে মাতোয়ারা ভোজপুরি তারকারা
সম্প্রতি মুম্বাইয়ের বিচে নগ্ন ফোটোশুট করার অভিযোগে গ্রেপ্তার করা হয় পুনম পাণ্ডেকে (Poonam Pandey)। বহুবার এধরনের কাজের জন্য তিনি গ্রেপ্তার হয়েছেন। জানা গেছে তিনি নাকি নীল ছবি বানানোর কাজও করছেন। সদ্য বিবাহিত জীবনও স্থায়ী হয়নি এই অভিনেত্রীর। আপাতত পুনমকে দেখা যাচ্ছে কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপ’এ।