চেনের অন্তরালে উঁকি মারছে বক্ষ বিভাজিকা,ফের উদ্ভট পোশাকে ভাইরাল উরফি যাবেদ

বিনা অন্তর্বাসে প্রকাশ্যে আসতে ওস্তাদ উরফি জাবেদ (Urfi Javed )। পোশাক বিভ্রাটের জেরে হর হামেশাই খবরের শিরোনামের শীর্ষে থাকেন এই অভিনেত্রী (Urfi Javed )। বোল্ড ফ্যাশনের জেরে হামেশাই ভাইরাল হন উরফি। কখনো বক্ষ বিভাজিকা বা কখনও জামার ফাঁকে গোপনাঙ্গের উঁকি সব মিলিয়ে উরফি গরম গরম শিরোনামে উঠে আসেন। ‘বিগ বস’ খ্যাত এই অভিনেত্রী কারো তোয়াক্কা না করেই আধা নগ্ন অবস্তায় বহুবার বেরিয়েছেন। সেই সঙ্গে ভাইরালও হয়েছেন। এবারও সংবাদের শিরোনামে জায়গা পেয়েছেন উরফি যাদব। কারণ নতুন কিছুই নয়,তার অদ্ভদ ফ্যাশন সেন্সের কারণেই আবার তিনি (Urfi Javed ) সমলোচিত হলেন।
আরও পড়ুন……কারো উন্মুক্ত বক্ষ বিভাজিকা তো কারো উন্মুক্ত পা,এভাবেই ‘পোশাক বিভ্রাটের’ শিকার অভিনেত্রীরা
এবার নগ্ন তো হয়েছেন তবে পরনে ছিল চেইন (Urfi Javed )। খালি গায়ে একটুকরো অন্তর্বাস পর্যন্ত নেই অভিনেত্রীর। কেবল চেইন দিয়েই ডেকেছেন সুডোল বক্ষ যুগল। নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। তাদের মতে এখন লজ্জাহীন ফ্যাশনের অন্য নাম উরফি জাভেদ। লজ্জা শরম দিন দিন হ্রাস পাচ্ছে বলে মন্তব্য করেছেন নেট নাগরিক। উরফি বরাবরের মতই সমলোচনার উপরে গিয়ে নিজের মত করে ফ্যাশন টিপস ফলো করেন। তার মতে তিনি নিজের পছন্দ অনুযায়ী ফ্যশন ফলো করেন। এতে অন্যরা কি বলল না বলল সেটা নিয়ে অভিনেত্রীর মাথা ব্যথা নেই।
View this post on Instagram
আরও পড়ুন………Inscription of Susunia Hill: শুশুনিয়া পাহাড়ের আকর্ষণ এক প্রাচীন শিলালিপির শিহরণ জাগানো এই কাহিনী
প্রসঙ্গত এই প্রথম নয়,উরফি সর্বদাই বিতর্কিত পোশাকেই পাপ্পারাৎজিদের সামনে এসেছেন। বহু সমলোচনাও তাকে শুনতে হয়েছে। আপাতত এই অভিনেত্রীকে কোনও নতুন প্রজেক্টে দেখা যাচ্ছে না। তবে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই তিনি নতুন কাজ হাতে নিচ্ছেন। বিগ বস থেকেই উরফির পথ চলা শুরু। এখন অপেক্ষা কবে তাকে নতুন প্রজেক্টে দেখতে পাব।