গুণগুণ হয়ে উঠবে ‘ইস্কাবনের বিবি’,অরিন্দম শীলের হাত ধরে বড় পর্দায় অভিষেক করতে চলেছে তৃণা সাহা

স্টার জলসায় ( Star Jalsa ) সম্প্রচারিত ‘খড়খুটোর’ গুণগুণকে ( Trina Saha )কে না চেনে। তার অভিনয় দক্ষতার গুনে তিনি অভিনেত্রী থেকে পাশের বাড়ির মেয়ে হয়ে উঠেছেন। পর্দায় তার সাবলীল অভিনয় সত্যিই চোখ ধাঁধিয়ে যায়। দর্শক অনেক দিন আগেই অভিনেত্রীর অভিনয় গুণ টের পেয়েছেন। এবার এই গুণ পরখ করেই পরিচালক অরিন্দম শীল ছোট পর্দার গুণগুণ ওরফে তৃণা সাহাকে নিয়ে আসছেন বড় পর্দায়। অরিন্দম শীলের পরিচালনায় ‘ইস্কাবনের বিবি’ ( Iskaboner Bibi ) সিনেমার হাত ধরেই এবার টলিউডের বড় পর্দায় আসতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা ( Trina Saha )।
আরও পড়ুন………‘কাভি খুশি কাভি গাম’ এবার হলিউডে, ব্রিজারটোনের দ্বিতীয় সিজনে বাজবে বলিউড রাগ
অভিনেত্রী নিজেই এই সুখবর সদ্য তার নিজস্ব সোশ্যাল হ্যান্ডেল থেকে অনুরাগীদের জানিয়েছেন। ‘ইস্কাবনের বিবি’ মুলত একটি থ্রিলার ও রহস্যধর্মী সিনেমা হতে চলেছে। জানা পীযূষ সাহার লেখা ‘গার্লস অফ মুম্বইস্থান’ লেখাটি থেকে সিনেমার গল্প নেওয়া হয়েছে। ‘ইস্কাবনের বিবি’ মুলত তুলে ধরবে একটি হাসপাতালের অভ্যন্তরীণ দুর্নীতির গল্প। প্রখ্যাত এক হাসপাতালে দিনের পর দিন চলতে থাকা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যাবে তৃণা সাহাকে। এখানেই শেষ নয় সাসপেন্সের পর সাসপেন্স থাকবে এই ছবিতে। হাসপাতালের দুর্নীতির কথা ফাঁস করতে গিয়ে তৃণা ও সহ অভিনেত্রী অরুণিমা আরও অনেক রহস্যের সম্মুখীন হবে যা তাদের আরও অন্ধকারের নিকট নিয়ে যাবে। এই ভাবেই মোড়ে মোড়ে রহস্যের দানা বেঁধেছেন পরিচালক।
View this post on Instagram
আরও পড়ুন………UP Assembly Election 2022 : বিজেপি এগিয়ে যেতেই, উৎসবে মাতোয়ারা ভোজপুরি তারকারা
আর এরকমই একটি জটিল ও রহস্যে ঘেরা চিত্রনাট্যের মধ্যে দিয়ে টলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী তৃণা সাহা। অভিনেত্রী বেশ উত্তেজিত নতুন ছবির ব্যাপারে। তিনি তার অনুরাগীদের সাথে এই সুখবরটি ভাগ করে নেন। সামাজিক মাধ্যমে এই অভিনেত্রীর ফ্যান ফলোয়ার অসংখ্য। তারাও অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন কমেন্ট বক্সে। তবে অনেকেই চিন্তায় পড়েছেন তাদের প্রিয় গুণগুণ কি তবে ‘খড়খুটো’ ছেড়ে চলে যাবে নাকি আগলে রাখবে? অভিনেত্রী ছোট পর্দায় থাকছেন কিনা এ বিষয়ে অবশ্য তিনি কিছু জানান নি। এখন অপেক্ষা অভিনেত্রী কি সিদ্ধান্ত নেন।