কৃতি থেকে নীনা সারা সপ্তাহ নতুন অবতারে ধরা দিলেন,দেখে নিন অভিনেত্রীদের এক ঝলক

বলিউডের অভিনেত্রী (Bollywood actresses) মানেই ঝাঁ চকচকে পোশাক ও লাক্সারি লাইফস্টাইল। তাদের নিত্য নতুন স্টাইল নেটিজেনদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। তবে কখনও কখনও এই স্টাইল তাদের জন্য সমস্যা তৈরি করে। জায়গা অনুসারে পোশাক বাছাই করার ক্ষেত্রে সেলিব্রেটিরা মাঝে মাঝেই ভুল পদক্ষেপ নিয়ে নেয়। আজকে জেনে নেব বলিউডের সেই সমস্থ তারকাদের কথা যারা তাদের ক্রিঞ্জি লুকের মাধ্যমে নেটিজেনদের আলোচনায় উঠে এসেছেন।

আরও পড়ুন………Shreshta Scheme: নবম থেকে একাদশ শ্রেণির জন্য শ্রেষ্ঠ প্রকল্প, আবাসিক শিক্ষ্যা এবার বিনামূল্যেই

কৃতি শ্যানন

 

Bollywood actresses

বলিউডের (Bollywood actresses) সেক্সি ফিগারের অধিকারী এই নায়িকার স্টাইল সেন্স খুবই ভালো একথা না বললেও চলে। তার অভিনয় যেমন ভালো তেমনই ভালো তার রুচি। মাঝে মাঝেই অভিনেত্রীকে দেখা যায় বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের ড্রেসে নিজেকে মোহময়ি করে তুলতে। সম্প্রতি তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলা রঙের আউটফিট পরিহিত একটি ড্রেসের ছবি দিয়েছেন। অভিনেত্রীকে দেখেই তার অনুরাগীরা মুগ্ধতা প্রকাশ করেছেন। কমলা রঙের ড্রেসে অভিনেত্রীকে অসাধারণ লাগছিল। পার্টিতে সবার নজর কাড়ার জন্য এই আউটফিট যথেষ্ট।

পুজা হেগড়ে

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

লাল রঙকে আরও বেশি আকর্ষণীয় করেছেন পুজা হেগড়ে। বলিউডের (Bollywood actresses) আরেক সুন্দরী অভিনেত্রী পুজা যিনি অনেক আগেই তার স্টাইলের জন্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে যাচ্ছে লাল রঙের টপ ও প্যান্ট পড়ে অভিনেত্রী আকাশপানে চেয়ে আছেন। তার এই সাধারণ লুকেও যেন অসাধারণ দেখাচ্ছে। স্নিগ্ধতার প্রতীক স্বরূপ এই ছবি নেটিজেনদের ভালোবাসা কুড়োচ্ছে।

শ্রদ্ধা কাপুর

 

বরাবর সাধারণ লুকেই বাজিমাত করেছেন এই নায়িকা। সম্প্রতি তাকে কোনও নতুন ছবিতে দেখা যায়নি। তবে কিছুদিন আগেই প্রকাশ্যে এসছেন এই অভিনেত্রী তার নয়া লুকের কারণে। যেখানে তাকে দেখা যাচ্ছে ধূসর রঙের লং ড্রেস ও উপরে সাদা শার্ট। এই লুকে তাকে ভালো লাগছে না বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।

আরও পড়ুন……পাঞ্জাবের জয়ের পরের দিন বাংলায় পা আম আদমির, মালদায় মিলল একাধিক পোস্টার

নীনা গুপ্তা

 

View this post on Instagram

 

A post shared by Neena Gupta (@neena_gupta)

বলিউডের আরেক অভিনেত্রী নীনা গুপ্তা। যিনি হটনেসের দিক থেকে বয়সকেও হার মানান। বহুবার তিনি সংবাদের শীর্ষে উঠে এসছেন তার বিতর্কিত জীবন যাপনের জন্য। এবারও তার ব্যতিক্রম হয়নি । এবারও তিনি শীর্ষে এসছেন তার পোশাকের কারণেই। তবে বিষয়টা হল নীনা একটি অনুষ্ঠানের জন্য পোশাক নির্বাচন করেছেন যেটা নেট মাধ্যমে বেশ আলোচিত হয়েছেন। তার অনুরাগীদের মতে নীনার এক্ষেত্রে পোশাক সিকেলশন সঠিক হয়নি।




Leave a Reply

Back to top button