এবার কটূক্তির শিকার মালাইকার বাবা মা,এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিলেন অভিনেত্রী

বলিউডের চর্চিত নামগুলোর মধ্যে একটি হল মালাইকা আরোরা (Malaika Arora)। জীবনের প্রতিটি ক্ষেত্রে বিতর্কের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। হরহামেশাই খবরের শীর্ষ স্থান জুড়ে থাকেন বলিউডের এই হটবম্ব (Malaika Arora)। “মুন্নি বদনাম” আইটেম সং এর এই নায়িকা বরাবরই শিরোনামে থাকতেই ভালোবাসেন। স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে বয়সে ছোট অর্জুন কাপুরের সাথে খুল্লাম খুল্লা যৌন উদ্দীপনা সবেতেই তার নাম জড়িয়ে। মাঝে মাঝেই তার উন্মুক্ত শরীর দেখানো ফটো নিয়েও বিতর্কের ঝড় ওঠে।
আরও পড়ুন…যাদুকরী ‘মন কি বাত’, সাহসিকতার সিদ্ধান্তেই নরেন্দ্র মোদির বাজিমাত
বয়সকে তোয়াক্কা না করে কিভাবে সদা যৌবন ধরে রেখে উন্মাদনাকে উদযাপন করতে হয় তা এই নায়িকার (Malaika Arora)থেকেই শিক্ষণীয়। আর কিছুদিন পরেই এই নায়িকা ৪৯ বছরে পদার্পণ করবেন এখনও রঙ্গিন জীবনেই থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। আর এই বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন অভিনেত্রীর বাব মা। মেয়ের সম্পর্কে দিন রাত তাদেরকে নোংরা কথা শুনতে হয়। তারা এ বিষয়ে খুবই অতিষ্ঠ। সোশ্যাল মিডিয়ায় কিছুতেই যেতে পারেন না তারা ,সেখানে গেলেই সর্বদা তারা নিজেদের মেয়ের ব্যাপারে কুমন্তব্য ও কুপ্রস্তাবগুলো খুঁজে পান। শুধু মেয়েকে ছোট করেই ক্ষান্ত হয় না সমলোচকরা। সেই সাথে মালাইকার বাবা মাকেও অভদ্র,কুরুচিকর ও তির্যক মন্তব্য করতে ছাড়েন ।
View this post on Instagram
আরও পড়ুন……চতুরের ভোলবদলেই জোর চর্চা, থ্রি ইডিয়টসের ‘সাইলেন্সরেই’ ফের মজেছে নেট পাড়া
উল্লেখ্য কিছুদিন আগেই মালাইকা (Malaika Arora) এই ব্যাপারে জানান এ বিষয়টি নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। কারণ তিনি এখন জানেন যে কোন বিষয়গুলো প্রাধান্য দেওয়া উচিত আর কোনগুলো নয়। তিনি এসবে মাথা ঘামান না। তার মধ্যে জীবনে নেতিবাচক বিষয়গুলো তুলে ধরার জন্য বহুলোক থাকবে। আমাদের উচিত তা মধ্যে থেকে ইতিবাচক ভাবভঙ্গিকে বহন করে চলা। তিনি তার বাবা মা’র সামনেও এই মতবাদ ও ধারণাকে সর্বদা প্রতিস্তাপিত করেন। তাদের বলেন এসব নিয়ে না ভেবে বরং এদের মানসিক উন্নতির জন্য প্রার্থনার কথা বলেন।