‘রামসেতু’ তে ‘বচ্চন পান্ডে’ তুলবে ঝড়,দক্ষিণী ছবিকে টক্কর অক্ষয়ের

রিমা শিয়ালী,কলকাতা: বলি পাড়ায় স্বনামধন্য তারকাদের মধ্যে এক অন্যতম নাম হল অক্ষয় কুমার ( Akshay Kumar ) । নিজের প্রতিটি ছবিতেই অত্যন্ত নিখুঁত পারফরম্যান্স দিয়ে প্রতিবারই দর্শকের মন কেড়েছেন তিনি। আর প্রত্যেক ছবিতেই অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করায় সবসময়ই লাইমলাইটে ( limelight ) থাকেন বলিউড খিলাড়ি ( Bollywood Khiladi )। গতবছরও বলিউডকে অনেক ছবি উপহার দিয়েছিলেন অক্ষয় কুমার। গত বছরের মতো এ বছরও একগুচ্ছ ছবি নিয়ে হাজির হয়েছেন তিনি ( Akshay Kumar upcoming Film )। এই বছর রীতিমত বক্স অফিসে মোট পাঁচটি ছবিতে মূল ভূমিকা পালন করবেন অক্ষয় ফলে ভক্তদের উত্তেজনাও উঠেছে শীর্ষে।দেখে নিন বলিউড খিলাড়ির আসন্ন ছবির তালিকা।
Bachchan Pandey
অক্ষয় কুমারের আসন্ন ছবিগুলির মধ্যে অন্যতম একটি ছবি হল বচ্চন পান্ডে।এই ছবিতে নবরূপে সকল দর্শককেই তাক লাগিয়েছেন অক্ষয় কুমার। সম্প্রতি রিলিজ হওয়া ট্রেইলারে অক্ষয়কে নতুনরূপে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উল্লাসের শেষ নেই। তার নতুন লুকের দরুন দর্শকমহলে অনেক প্রশংসিত হয়েছেন তিনি। ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করছেন কৃতি স্যানন, পঙ্কজ ত্রিপাঠী, আরশাদ ওয়ারসি এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। আগামী ১৮ই মার্চ হোলিতেই প্রকাশ পেতে চলেছে বচ্চন পান্ডে। আর ভক্তরাও দিন গুনছে সেই আশায়।
Ram Setu
অক্ষয় কুমারের আসন্ন ছবিগুলির মধ্যে অপর একটি হল রাম সেতু। মূলত অযোধ্যায় রাম মন্দির বানানোর পুরো ঘটনাটিকে কেন্দ্র করেই এই ছবিটি তৈরি হয়েছে। ছবিতে একজন প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অক্ষয়কে। বচ্চন পান্ডের মত এই ছবিতেও অক্ষয়ের লুক অনেক প্রশংসা পেয়েছে। অভিশেক শর্মা প্রযোজিত রাম সেতু ছবিটিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরাত ভারুচা। চলতি বছরে অক্টোবর মাসে অর্থাৎ দীপাবলীর সময়ই প্রকাশ পেতে চলেছে রাম-সেতু।
Prithviraj
এই বছর অক্ষয় কুমারের আসন্ন ছবির মধ্যে অন্যতম আরেকটি ছবি হল পৃথ্বীরাজ। এই চলচ্চিত্রটি একটি ঐতিহাসিক চলচ্চিত্র এবং ভারতের বীরযোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের আত্মজীবনীকেই এই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। জীবনে এই প্রথম বার কোন ঐতিহাসিক চরিত্রে অক্ষয়কে অভিনয় করতে দেখা যাবে।ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন মানুষী চিল্লার। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী প্রযোজিত এই ছবিটি গত বছরই প্রকাশ পাওয়ার কথা ছিল তবে করোনা পরিস্থিতিতে তা স্থগিত রাখা হয়।
Gorkha
প্রত্যেক বছরের মতো এ বছরও দর্শকদের একটি দেশাত্মবোধক ছবি উপহার করবেন অক্ষয় কুমার। এয়ারলিফট হোক বা বেল বাটন প্রতিবছরই অক্ষয় কুমার নিজের আসন্ন ছবির তালিকায় একটি করে দেশাত্মবোধক ছবি রেখে থাকেন। আর এর জন্যই পরবর্তীতে গোর্খা ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। ভারতের গোর্খা রেজিমেন্ট-এর এক বীর সৈনিক মেজর জেনারেল ইয়ান কার্ডোজোর জীবনী অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি।
আরও পড়ুন: যাদুকরী ‘মন কি বাত’, সাহসিকতার সিদ্ধান্তেই নরেন্দ্র মোদির বাজিমাত
Raksha Bandhan
ভাই-বোনের মধ্যে এক মিষ্টি সম্পর্কের বন্ধন নিয়ে আসতে চলেছে রক্ষা বন্ধন ছবিটি।এই ছবিটির প্রযোজক হলেন আনন্দ এল রাই। এই ছবিটি প্রসঙ্গে অক্ষয় কুমার টুইট করে বলেছেন যে ছবিটির গল্প এতটাই সুন্দর যে সকল দর্শকের মন ছুয়ে যাবে ছবিটি দেখলে।অনুমান করা হচ্ছে যে এই বছর আগস্টে রাখি পূর্ণিমার সময়ই এই ছবিটি প্রকাশ পেতে চলেছে।
আরও পড়ুন:এবার কটূক্তির শিকার মালাইকার বাবা মা,এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিলেন অভিনেত্রী