অবশেষে সানির বিদেশ ভ্রমণ বাতিল করল সরকার

এবার বাংলায় দেখা যাবে ড্রিম গার্ল সালি লিওনকে (Sunny Leone)। বেশ অনেক দিন ধরেই এই কানাঘুষো শোনা যাচ্ছিল। হাঁ বাস্তবেই সিনেমার কাজে সানিকে প্রতিবেশী দেশ ভারতে যেতে হত। তবে এই মুহূর্তে সেটি আর সম্ভব নয়। কারণ বাংলাদেশ সরকার এই অভিনেত্রীর (Sunny Leone) ভিসা বাতিল করে দিয়েছেন। বেশ কিছু মাস আগেই ছবির কাজের জন্য সানি বাংলাদেশ সফরের জন্য আবেদন করেন। পরবর্তীতে তিনি জানতে পারেন যে তার ভিসা বাতিল করা হয়। সানি এই কাজটি নিয়ে অনেক বেশি আনন্দিত ছিলেন। কারণ এই ছবির হাত ধরেই সানির বাংলায় অভিষেক হত।
আর পড়ুন………ফের চোখরাঙানি করোনার, লক ডাউন ভ্রুকুটিতে পড়তে চলেছে দেশ
লাস্যময়ী এই অভিনেত্রী (Sunny Leone) সকলের কাছেই ড্রিম গার্ল। তার (hot actress)শরীরী আবেদন ঝড় তোলে অনুরাগীদের মধ্যে। সংবাদমাধ্যমে প্রাপ্ত খবর অনুযায়ী বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে অভিনেত্রীকে কাজের অনুমতি দেওয়া হয়নি। এর পেছনে মূল কারণ কি তা এখনও প্রকাশ্যে আসেনি। ভিসা বাতিল কেন করা হল সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। অনেকের বক্তব্য ধর্মীয় গোষ্ঠীর চাপে পড়েই নাকি বাংলাদেশ সরকার এমন পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশের মত মৌলবাদী মতাদর্শে বিশ্বাসী দেশে সানিকে প্রবেশ করতে দেবে না একথা আগেও বেশ কয়েকবার শোনা গিয়েছিল। সানি এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। বাংলাদেশে সানিকে প্রবেশ করার অনুমতি দিলে সরকার মৌলবাদীদের রোষানলে পড়তে পারেন বলেও জানা গেছে।
আরও পড়ুন…………রোহিত শর্মা শসার মতোই ঠান্ডা, ধোনির পর আর এক মি: কুল-এর প্রশংসায় ইরফান
এর আগেও বহুবার সানিকে বাংলাদেশ ( Bangladesh )যেতে দেওয়া হয়নি। তাকে অনেকবার ওপার বাংলা থেকে কাজ করার প্রস্তাব জানানো হয়। কিন্তু সময় ও সুযোগের অভাবে সেসব হয়ে ওঠেনি। তবে অভিনেত্রী এবার নিজেই বেশ উদ্যোগী ছিলেন বাংলায় কাজ করার জন্য। শোনা গেছে বেশ নামী প্রোডাকশনের সঙ্গে কাজ করার কথা চলছিল অভিনেত্রীর। সুত্র অনুসারে জানা গেছে পরিচালক শামিম আহমেদ রনির পরিচালনায় ‘সোলজার’ নামের একটি ছবিতে (New movie) কাজ করার কথা চলছিল সানির। সেই কাজের জন্যই মূলত বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু আপাতত সেসব কিছুই হচ্ছে না। এখন অপেক্ষা অভিনেত্রী এই ছবিতে কাজ করেন কিনা।