বক্স অফিস ১০০ কোটি! সত্য ঘটনার উপর তৈরি বলিউড কাপানো সিনেমা

অহেলিকা দও, কলকাতা : সমাজে নারীদের ( Women ) ভূমিকা অপরিসীম। শুধু সমাজেই নয়, বলিউডেও ( Bollywood Update ) নারীদের ভূমিকার গুরুত্ব রয়েছে। কিন্তু বলিউড মানেইতো নায়কের ভুমিকার দাম বেশি, নায়িকাকে ( actress ) নিয়ে নায়কের ( actor ) ভিলেনের ( villain ) সাথে অ্যাকশন ( action ), মারামারি এসবইতো হয়ে আসছে বলিউডে ( Bollywood  Update )। তবে ধীরে ধীরে বলিউড জগত বদলে দিচ্ছে নারীরা। এখন বক্স অফিসে নারীদের ( Women ) কাছে ১০০ কোটি টাকা ( 100 crore ) অর্জন করা কোনো ব্যাপারই নয়। জেনে নিন এরকমই ৫টা ছবির তালিকা যেখানে বক্স অফিসে ( box office ) ঝড় তুলেছিল নারীরা।

 

Bollywood Updateসত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা নিরজা ( Neerja )। এই ছবিতে অভিনয় করেছিলেন সোনম কাপুর। ছবিটা দর্শকদের কাছে অত্যন্ত প্রসংশিত। মোট ১২৭ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমাটি। সাহসী এয়ার হোস্টেস নিরজা নিজের প্রাণের বিনিময়ে বিমান যাত্রীদের প্রাণ বাঁচিয়ে ছিলেন। এখনও তাকে নিয়ে গর্বিত গোটা দেশ।

Bollywood Updateবিদ্যা বালান অভিনীত এই কাহিনী ( kahani ) ছবিটিও বক্স অফিসে সাফল্য অর্জন করেছিল। ২০১২ সালের ১০৪ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমাটি। দুর্গাপূজার উৎসব চলাকালীন কলকাতায় নিখোঁজ স্বামীর খোঁজে এক গর্ভবতী মহিলা বিদ্যা বাগচীর ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান।

Bollywood Updateআলিয়া ভাটের অভিনয় গোটা বলিউডে ( Bollywood Update ) প্রসংশিত। রাজি ( Raazi ) সিনেমাটি হরিন্দর সিক্কার ২০০৮ সালের কলিং সেহমত উপন্যাসের চলচ্চিত্ররূপ। এটি ভারতীয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর একজন গোয়েন্দার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। যেখানে বলা আছে, তিনি তার পিতার অনুরোধে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পূর্বে ভারতে পাকিস্তানের তথ্য প্রেরণের জন্য পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের পরিবারে বিয়ে করেন। অর্থাৎ ভারতীয় স্পাইয়ের চরিত্রে অভিনয় করেন। এই ছবিটি বক্স অফিসে ১৯৫.৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল।

Bollywood Updateতাপসী পান্নূ এবং অমিতাভ বচ্চন অভিনীত এই পিঙ্ক ( pink ) সিনেমাটি ( Bollywood Update ) সমাজে মহিলাদের অবস্থান সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। এই ছবিটি বক্স অফিসে ১০৭.৩২ কোটি টাকার ব্যবসা করেছিল। নারীকেন্দ্রিক এই ছবিটি তিন নারীবন্ধুকে নিয়ে শুরু হয়, যাদের মধ্যে একজনকে একটি ছেলে জোর করে চুম্বন করার চেষ্টা করলে মেয়েটি ছেলেটির মাথায় একটি কাঁচের বোতল ভেঙে মারে। এই চলচ্চিত্রটির একটি জনপ্রিয় সংলাপ “নো মিন্স নো”।

Bollywood Updateগঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ( Gangubai Kathiawadi ) মুভিটির নাম না বললে ( Bollywood Update ) সিনেমার তালিকা অসম্পূর্ণই থেকে যেতো। ফিল্মটি গাঙ্গুবাই হরজীবনদাসের সত্য কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত, যিনি গাঙ্গুবাই কোথেওয়ালি নামে পরিচিত। যার জীবন এস. হুসেন জাইদির লেখা মাফিয়া কুইন্স অফ মুম্বাই বইতে লেখা। এই ছবিটি ১০ দিনের মধ্যে বক্স অফিসে ৯২ কোটি টাকার ব্যবসা করেছে। দুই সপ্তাহের মধ্যে ছাড়িয়ে গেছে ১০০ কোটি টাকার গন্ডি।

 

আরও পড়ুন….Karnataka Hijab Controversy : হিজাব বিতর্কে আজ চূড়ান্ত রায়দান কর্ণাটক হাইকোর্টের, জমায়েতে জারি নিষেধাজ্ঞা

আরও পড়ুন….প্রেম দিয়ে শুরু বিচ্ছেদে শেষ! বাংলা ইন্ডাস্ট্রির আলোচিত বিচ্ছেদের গল্প




Leave a Reply

Back to top button