নতুন রুপে আলিয়া, প্রকাশ্যে এলো ‘ব্রক্ষ্মাস্ত্রের’ নয়া লুক

জন্মদিনের সকালটা এভাবেই শুরু করলেন অভিনেত্রী আলিয়া ( Alia Bhatt )। প্রকাশ্যে এলো অভিনেত্রীর নয়া সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্রের’ ( Brahmastra ) টিজার। সক্কাল সক্কাল অনুরাগীদের সাথে শেয়ার করলেন এই খুশির খবর। উল্লেখ্য আজকে আবার অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনের সকালেই তিনি ভক্তদের চমকে দেন ছবির টিজার দিয়ে। এবছর ২৯এ পা দিলেন অভিনেত্রী আলিয়া ভাট। আলিয়ার আসন্ন এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ও উত্তেজনার কমতি নেই। আলিয়ার ( Alia Bhatt ) অনুরাগীদের মধ্যে এই উত্তেজনা আরও চরমে পৌঁছায় যখন জানা যায় এই সিনেমায় আলিয়ার ( Alia Bhatt ) বিপরীতে রয়েছে প্রেমিক রণবীর কাপুর। আর বলিউডের এই জনপ্রিয় জুটিকে একসাথে দেখার জন্য মুখিয়ে আছে ভক্তবৃন্দ।

আরও পড়ুন………বোঝো ঠ্যালা! মহারাষ্ট্রের হোলির আজব ঐতিহ্যে হাসির খোরাক নতুন জামাই বাবাজীবন

বহু প্রতীক্ষিত এই ছবিতে আলিয়াকে কেমন দেখাবে, রণবীর ( Ranbir Kapoor ) আলিয়ার জুটি কতটা জমবে এসব নিয়ে নেটিজেনদের মধ্যে উত্তেজনা ও কৌতূহলের কমতি ছিল না। অবশেষে নেটিজেনদের সমস্ত কৌতূহল ও জল্পনায় শিলমোহর দিলেন স্বয়ং আলিয়া। ছবির নিরমাতারাও ইতিমধ্যে আলিয়ার একটি ছবি প্রকাশ্যে এনেছেন। যা প্রকাশিত হওয়ার পর থেকেই ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অভিনেত্রী যে টিজারটি প্রকাশ্যে এনেছেন তাতে আলিয়াকে দেখা গেলেও তার চরিত্র সম্পর্কে খুব একটা আভাস পাওয়া যায়নি। যথেষ্ট রাখঢাক রেখেই টিজার প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে আলিয়া রণবীরকে জাপটে ধরেছেন। প্রকাণ্ড আগুনের ছটা চারিদিকে। আলিয়ার চরিত্রের নাম ‘ইশা’। লাল শাড়িতে অনবদ্য দেখাচ্ছিল অভিনেত্রীকে।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

আরও পড়ুন……….রাজকন্যাকে নিয়ে বেজায় চিন্তায় আছেন মহারাজা,’দাদাগিরি’র মঞ্চে মেয়েকে নিয়ে চিন্তার কথা জানালেন সৌরভ গাঙ্গুলি

ছবির টিজার দেখেই ইতিমধ্যে নেটিজেনরা বলা আরম্ভ করেছে অসম্ভব সাহসী ও বোল্ড চরিত্রে দেখা যাবে আলিয়াকে। চিত্রনাট্যে আলিয়াকে খুবই চ্যালেঞ্জিং চরিত্রে নির্বাচন করা হয়েছে। অয়ন মুখপাধ্যয়ের সিনেমায় রণবীর আগেও কাজ করছিলেন। তবে এই প্রথমবার অয়নের ছবিতে বান্ধবী আলিয়ার সঙ্গে তিনি একসাথে কাজ করতে চলেছেন।
প্রথমবার বড় পর্দায় এই জুটিকে একসাথে দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছে। আলিয়া নিজেও তার সোশ্যাল হ্যান্ডেলে লেখেন যে, জন্মদিনের থেকে ভালো মুহূর্ত আর হতে পারে না ইশাকে পরিচয় করানোর। এছাড়াও অভিনেত্রীকে দেখা গেছে পরিচালক অয়নকে ধন্যবাদ জানাতে।




Leave a Reply

Back to top button