প্রেমিকের সঙ্গে পাড়ি দিলেন সমুদ্রের বুকে, সেই সঙ্গে অনুরাগীদের দিলেন সুখবর

বেশ কিছুদিন আগেই অভিনেত্রী মিশমি দাস ( Mishmee Das ) জানিয়েছিলেন তিনি অভিনয় থেকে একটু বিরতি নিতে চলেছেন। প্রথমে অনুরাগীরা কিছু বুঝে উঠতে না পারলেও পরে অভিনেত্রীর সামাজিক মাধ্যমে গোয়ায় ঘোরার ছবি দেখে বুঝতে বাকি নেই তিনি ছুটি কাটাতে গিয়েছেন গোয়ায়। ক্যামেরার সামনে সারাক্ষণ থাকতে থাকতে একঘেয়ে জীবনে একটু স্বস্তির নিশ্বাস তো সবাই চায়। অভিনেত্রী মিশমিও ( Mishmee Das ) এর ব্যাতিক্রম নয়। মানসিক শান্তি ও শারীরিক বিরতির জন্য তিনি পাড়ি জমালেন গোয়ায় ( Goa trip ) সমুদ্রের বুকে।

আরও পড়ুন……দেশের প্রথম বৈদ্যুতিন হাইওয়ে, অটোমোবাইল যান চলাচলের কারণে সৃষ্ট দূষণ কমাবে ই-হাইওয়ে

ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ মিশমি দাস ( Mishmee Das )। তার অভিনয়গুণে মুগ্ধ হয়েছে বাংলা ধারাবাহিকের অনুরাগীরা। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে অভিনেত্রীর অভিনয় নেটিজেনদের কাছে অনেক প্রিয়। ভালোই টিআরপি পেয়েছে সিরিয়ালটি। বহু ধারাবাহিকে মিশমিকে মূল চরিত্রে দেখা গেছে। আবার নাটকে মিশমি খলনায়িকার চরিত্রেও কাজ করেছে। এই অভিনেত্রী কেবলমাত্র বাংলা সিরিয়ালে কাজ করেই থেমে থাকেননি। সেই সাথে সমান তালে কাজ করে যাচ্ছেন হিন্দি ধারাবাহিকে। বাংলা ও হিন্দি উভয়ই দিকেই সমানভাবে কাজ করছেন অভিনেত্রী। এছাড়াও মিশমি ওয়েভ সিরিজেও চুটিয়ে কাজ করছে। সিনেমাতেও যে তিনি পারদর্শী একথা আমরা সকলেই জানি। ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক অনেক আগেই করে ফেলেছেন অভিনেত্রী মিশমি দাস ( Mishmee Das )।

 

View this post on Instagram

 

A post shared by Mishmee Das (@mishmeedas13)

আরও পড়ুন……Karnataka Hijab Controversy : হিজাব বিতর্কে আজ চূড়ান্ত রায়দান কর্ণাটক হাইকোর্টের, জমায়েতে জারি নিষেধাজ্ঞা

মিশমি সংবাদমাধ্যমকে জানান, বেশ অনেকদিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হয় না। কাজের চাপে মানসিকভাবেও তিনি বেশ ক্ষতিগ্রস্থ হচ্ছেন। একটা লম্বা বিরতি দরকার। যেই ভাবা সেই কাজ। আর তাই অভিনেত্রী আর দেরি না করে একটা লম্বা ভেকেশনে বেরিয়ে পড়লেন। অবশ্য ঘুরতে তিনি একা যাননি। সঙ্গে ছিলেন অভিনেত্রীর প্রেমিক। প্রেমিকের সঙ্গে বেশ খোশমেজাজে একান্তে সময় কাটিয়েছে অভিনেত্রী। বহুদিন ধরেই সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। তবে সম্পর্ক নিয়ে কখনই তিনি প্রকাশ্যে কিছু বলেননি। গোয়ায় তিনি মনের মানুষের সঙ্গে সময় কাটানোর সাথে সাথে শরীরচর্চাও করেছেন মন দিয়ে। সব মিলিয়ে ছবি দেখে বোঝাই যাচ্ছে যে অভিনেত্রী বেশ আনন্দেই আছেন। অভিনেত্রী জানিয়েছেন যে খুব শীঘ্রই তিনি ছোট পর্দায় ফিরতে চলেছেন। মনের মত চরিত্র পেলে তিনি অবশ্যই খুব শীঘ্রই পর্দায় ফিরবেন।




Leave a Reply

Back to top button