অভিমানে ছেড়ে ছিলেন অভিনয়! মনের জোরে ফের সিনে পর্দায় ‘সাথীহারা’র সেই নায়িকা

টলিউডের একসময়ের জনপ্রিয় ও ব্লকবাস্টার সিনেমা ‘সাথীহারা’। এই সিনেমার হাত ধরেই টলিউডে উঠে আসে দুই জনপ্রিয় মুখ জিৎ ও মেঘনা ( Meghna Halder )। এই জুটি সেসময় জনপ্রিয়তার শীর্ষে ছিল। ‘সাথীহারা’ সিনেমাটিতে জিৎও স্বস্তিকার সাথে তৃতীয় চরিত্র হিসেবে ছিল মেঘনা হালদার । এখানে জিৎ ( Jeet ) ও মেঘনার রসায়ন এতটাই জমজমাট ছিল যে দর্শকের মনে দাগ কেটেছিল। এই ছবিতে মেঘনাই ছিল মূল ভূমিকায়। স্বস্তিকা ও জিতের রসায়ন আগে থেকেই অনেক জনপ্রিয় ছিল। তাও এই ছবিতে দর্শকদের নজর কেড়েছিল মেঘনা ( Meghna Halder )। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি সেসময় অনেক বেশি আলোচিত হয়েছিল। দর্শক এতটাই পছন্দ করেছিল যে সেসময় এই জুটিকে আরও অনেক সিনেমায় কাজ করার জন্য অনুরোধ করেছিল।

আরও পড়ুন……বিধানসভা ভোটে ভরাডুবি, ফিরতে মরিয়া কংগ্রেস হারের কারণ খুঁজতে তৎপর

মেঘনাকে ( Meghna Halder ) সিনেমায় দেখা গেলেও তাকে এর আগেও সিরিয়ালে দেখা গিয়েছে। সিরিয়ালে কাজ করার সুবাদেই মেঘনা টলিউডে ( Tollywood Actress ) কাজ পায়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিকেও মেঘনা নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকদের মন জয় করে নেয়। সেই সময় ধারাবিহিকগুলোতে মেঘনা মূল চরিত্রে কাজ করতেন। তিনি শুধু জিতের সাথেই অভিনয় করেছিলেন এমন নয়, টলিউডের বহু তারকার সাথেই এই অভিনেত্রী ( Meghna Halder ) কাজ করছেন। যীশু , প্রসেনজিতের সাথেও তিনি কাজ করেছেন। তাদের সাথেও যেসব সিনেমা করেছেন সেগুলোও বক্স অফিসে ব্যাপক সফলতা এনে দিয়েছিল।

Meghna Halder

আরও পড়ুন……দেশের প্রথম বৈদ্যুতিন হাইওয়ে, অটোমোবাইল যান চলাচলের কারণে সৃষ্ট দূষণ কমাবে ই-হাইওয়ে

মেঘনা ইন্ডাস্ট্রিতে অনেক কষ্ট করেছিলেন একসময়। এই কথা অভিনেত্রী নিজেও বহুবার জানান। তিনি জানান ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা অনেক কঠিন ব্যাপার। কারণ এখানে সবাই সবার প্রতিদ্বন্দ্বী। তিনি আরও জানান একসময় বহু চরিত্র তিনি হাত ছাড়া করেন কেবলমাত্র বেশকিছু বড় নায়িকাদের কারণে। তাই তিনি খুব কম মূল চরিত্রে কাজ করতে পেরেছেন। মেঘনার এসব নিয়ে আপত্তি নেই। কারণ তিনি মনে করেন তিনি নিজের সেরাটুকু দিয়েই কাজ করেছেন। দর্শকদের থেকে যে পরিমাণ ভালোবাসা তিনি পেয়েছেন সেটা তার পূর্ণতার ঝুলি পূরণ করেছে। এখনও অবশ্য তিনি কাজ করছেন। বহু পার্শ্বচরিত্রে তাকে দেখা গিয়েছে। মেঘনা জানিয়েছেন যে ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই তিনি কাজ করবেন।




Leave a Reply

Back to top button