কিয়ারার প্রেমে হাবুডুবু সিদ্ধার্থ, জুটির ভালোবাসা দেখে মজেছে নেটিজেনরাও

‘শেরশাহ’ সিনেমার হাত ধরে তাদের প্রেম পর্ব শুরু। এরপর আর শুধু পর্দাতেই থেমে থাকেনি তাদের প্রেমজীবন। রিল থেকে বেরিয়ে এবার বাস্তবেও প্রেমে মজেছেন এই জুটি। বলিউডের এই হট কাপলকে ইতিমধ্যেই আপনারা চিনতে পেরেছেন। বলিউডের হার্টথ্রব অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা ও হট অভিনেত্রী কিয়ারা আডবানী ( Sidharth-Kiara ) । পর্দায় ওদের প্রেম কাহিনী আমরা সবাই দেখেছি। বাস্তবেও প্রেমে মাখামাখি দুজনার। নেটিজেনরা ইতিমধ্যেই বলাবলি করছে গোপনে প্রেমে মজেছেন এই জুটি। বেশ অনেকদিন আগেই কিয়ারা ( Kiara Advani ) ও সিদ্ধার্থের গোপন ডেটের ছবি প্রকাশ্যে আসে। সেই থেকেই অনুরাগীরা কিয়ারাকে সিদ্ধার্থের চর্চিত গার্লফ্রেন্ড হিসেবেই আখ্যা দিচ্ছেন। আর তাছাড়াও কিয়ারর জন্য সিদ্ধার্থের ( Sidharth-Kiara ) প্রেম বরাবরই চোখে পড়ার মত। বলিউডের এই হট কাপলকে বহুবার দেখা গেছে একে অপরের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন।

আরও পড়ুন………মমতার মাস্টারস্ট্রোক! বিজেপির দুই হেভিওয়েটই এবার তৃণমূলের বাজি

বেশ কিছুদিন আগেই একটি অনুষ্ঠান থেকে বেরনোর পর কিয়ারা ও সিদ্ধার্থ ( Sidharth-Kiara ) একসাথে বাড়ি ফিরছিলেন। সেসময় পাপ্পারাৎজিদের ক্যামেরায় বন্দি হয় সেই দৃশ্য। সেখানে সিদ্ধার্থকে দেখা যায় কিয়ারাকে খুব ভালোবেসে গাড়িতে তুলে দিচ্ছেন। শুধু তাই নয় গাড়ির ড্রাইভারকে বলতে শোনা যায় কিয়ারার জন্য গাড়ির দরজা খুলে দিতে। ব্যস এই দৃশ্য দেখে পাপ্পারাৎজিরাও আর যায় কোথায়! এত সুন্দর কিউট মোমেন্টকে ক্যামেরাবন্দি করতে ভুলেননি তারা।

আরও পড়ুন……প্রেমিকের সঙ্গে পাড়ি দিলেন সমুদ্রের বুকে, সেই সঙ্গে অনুরাগীদের দিলেন সুখবর

এর আগেও বহুবার কিয়ারা ও সিদ্ধার্থ সংবাদের শীর্ষে এসছেন। তাদের ( Sidharth-Kiara ) গোপন প্রেমই এখন ইন্ডাস্ট্রির হট টপিক। তবে এখনও এ বিষয়ে কিয়ারা ও সিদ্ধার্থের কেউই মুখ খোলেননি। সিদ্ধার্থকে সামনেই দেখা যাবে নতুন ছবিতে যেখানে তার বিপরীতে থাকবে রাশমিকা মন্দানা। সিনেমার নাম মিশন মজনু। সিনেমার পরিচালক ভেবে চিন্তেই সিদ্ধার্থকে এই ছবিতে কাস্ট করেছে। কারণ সচরাচর সিদ্ধার্থকে যে ধরনের ছবিতে দেখা যায় সেখান থেকে অনেকটাই আলাদা এই ছবিটি। তাই দর্শকরা এই প্রথমবার সিদ্ধার্থকে প্রথমবার অন্যরুপে দেখতে পাবে। অন্যদিকে অভিনেত্রী কিয়ারা আডবানীকে দেখা যাবে একগুচ্ছ নতুন সিনেমায়। সেই সিনেমাগুলো নিয়ে অভিনেত্রী বেশ উচ্ছসিত। দর্শকদের অনুরোধে এই জুটিকে আবারও পর্দায় একসাথে দেখা যাবে কিনা সে বিষয় নিয়েই নেটিজেনরা বেশ উত্তেজিত।




Leave a Reply

Back to top button