‘সেটে আমাকে অপদস্ত করার সুযোগ ছাড়েনা’, বিস্ফোরক কপিল শর্মা শো-এর সুমনা

ভারতের সবথেকে জনপ্রিয় শো ‘দ্যা কপিল শর্মা’ ( The Kapil Sharma Show ) সম্পর্কে সকলেই জানেন। আকাশছোঁয়া সাফল্য নিয়ে এগিয়ে যাওয়া এই শো এর পেছনে বিতর্কও কম নেই। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ কপিল শর্মা ( Kapil Sharma )। দেশের বাইরেও যার জনপ্রিয়তা গগনচুম্বী। তার বাচনভঙ্গি,অভিনয় দক্ষতা সবে মিলিয়ে দর্শকদের মাতিয়ে রাখার যে ক্ষমতা কপিলের রয়েছে তার অন্যান্য কমেডিয়ানের মধ্যে খুব কমই আছে। তবে এই কপিলও বিতর্কের বাইরে নেই। বহুবার সংবাদের শীর্ষে এসেছেন বিতর্কের খাতিরে। সহকর্মীদের সাথে দুর্ব্যবহারের কারণে বহুবার তিনি বিতর্কে জায়গা পেয়েছেন। সম্প্রতি কপিল আবারও শিরনামের শীর্ষে এলেন নিজের অসাবধান বাক্যবানের জন্য। আর এই অভিযোগ কেউ নন, এনেছেন কপিলের রিল লাইফ স্ত্রী সুমনা চক্রবর্তী ( Sumona Chakraborty )।

আরও পড়ুন……………সুন্দরী হতে গিয়ে একি সর্বনাশ করে বসলেন অভিনেত্রী, ঘোরতর অসুস্থ রাজিয়া উইলসন

সুমনা জানান যে বহুদিন ধরেই তিনি ( Sumona Chakraborty ) কপিলের সাথে কাজ করছেন। তিনি একটি বিষয় লক্ষ্য করেন যে কপিল তাকে হিংসা করে। এই হিংসা করার প্রবণতা তিনি অনেকবার নানাভাবে প্রত্যক্ষ করেছেন। তিনি অভিযোগ আনেন যে, অনেক সময় স্ক্রিপ্ট থেকে বেরিয়ে গিয়ে কপিল ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করেন। কপিলের এই আচরণে তিনি তিতিবিরক্ত। শুধু তাই নয় কমেডিয়ান কপিলের এই মাত্রাতিরিক্ত নাটকের বাইরে আগেও তিনি বেশ কয়েকবার কপিলকে সাবধান করেন। কিন্তু কপিল এসবের ধার ধারেননি। বরং আরও বেশি করে সুমনাকে সকলের সামনে অপদস্ত করার সুযোগ খোঁজেন। হাফ গার্লফ্রেন্ডের প্রচারের সময় কপিল সুমনাকে সকলের সামনে অপমানিত করেন বলে অভিযোগ আনেন সুমনা ( Sumona Chakraborty )। চ্যানেলের পক্ষ থেকে এই বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান অভিনেত্রী ( Sumona Chakraborty ) ।

 Sumona Chakraborty

আরও পড়ুন………বিয়ে করলেই লক্ষ টাকা পেনাল্টি, তাই এই গ্রামের মেয়েরা বেছে নিচ্ছেন বেশ্যাবৃত্তি

সুমনা ইন্ডাস্ট্রির একজন নামী অভিনেত্রী। তিনি সর্বদা নিজের কাজের ব্যাপারে সরব থাকেন। এর আগেও একবার তিনি পারিশ্রমিকের ব্যাপারে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। সুমনা তার ক্যারিয়ার শুরু করেছিল শিশুশিল্পী হিসেবে। তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ‘ বাড়ে আচ্ছে লাগতা হ্যায়’ এর নাতাশা চরিত্রের হাত ধরে। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।




Leave a Reply

Back to top button