ঘনিষ্ঠ চুম্বনে দুজনে দুজনায় মত্ত, নেট দুনিয়ায় ভাসছে নিক-প্রিয়াঙ্কার হোলির আমেজ

প্রতিবছরের ন্যায় এবছরও ধুমধাম করেই পালিত হল বাঙ্গালির দোল আর অবাঙ্গালীদের হোলি। এদিন সকলেই মেতে ওঠেন রঙ্গের আনন্দে। রঙ্গের খেলায় মেতে ওঠে সারা দেশ। হোলির কথা এলেই বলিউড সেলিব্রেটিরা দশ কদম এগিয়ে থাকে। বলিউডের নায়িকাদের কাছে হোলি মানেই একটা বিশাল ব্যাপার। এদিক থেকে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের কথা আলাদা ( Bollywood Actress Priyanka Chopra )। তিন এখন বিদেশী ঘরের ম্যাম বৌ। তবে ম্যাম বৌ হোক বা বিদেশিনী দেশি গার্ল প্রিয়াঙ্কা ( Bollywood Actress Priyanka Chopra ) এখনও ধুমধাম করেই হোলি খেলেন। নিজের সংস্কৃতি থেকে একটুও দূরে সরেননি। বিয়ের পর থেকেই মহানন্দে শ্বশুরবাড়ির সকলের সাথেই তিনি বেশ জমিয়ে হোলি খেলে আসছেন। এবছরও তার অন্যাথা হয়নি। সম্প্রতি হোলিতে কেমন আনন্দ করলেন সেসব ছবিই প্রকাশ্যে এনেছেন। ছবি দেখেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে নিক ও প্রিয়াঙ্কা ( Bollywood Actress Priyanka Chopra ) ঘনিষ্ঠ অবস্তায় একে অপরকে চুমু খাচ্ছে। একেবারে লিপলক করেই হোলি খেললেন এই সুপারস্টার জুটি।
View this post on Instagram
আরও পড়ুন………রূপে মুগ্ধ দুনিয়া! মিস ওয়ার্ল্ড ২০২১- র বিজয়ী পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কা
এমনিতেও স্বামী নিককে ( Nick Jonas ) চোখে হারান প্রিয়াঙ্কা ( Bollywood Actress Priyanka Chopra ) । সেটা তার লাভ লাইফ দেখলেই বোঝা যায়। দীর্ঘদিনের প্রেম করার পর কিছু বছর আগেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই হট কাপল। প্রিয়াঙ্কা প্রথম থেকে বেশ পারিবারিক মানুষ। কাজের শেষেই তিনি ফিরে যান তার পরিবারের কাছে। পিসিকে দেখা যায় যেকোনও অনুষ্ঠানেই পরিবারের সকলকে নিয়ে তিনি আবদ্ধ থাকেন। হট ও সেক্সি এই অভিনেত্রীকে সরগরম থাকে বি টাউন। বলিউডের এই গ্লোবাল আইকনকে নিয়ে প্রথমদিকে কম গসিপ হত না। প্রথমদিকে অনেকের সাথেই নাম জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। পরে অবশ্য মন দিয়েছেন সাত সমুদ্র তেরো নদীর পাড়ে।
আরও পড়ুন…………তৃণমূলের মারে কুপোকাত বঙ্গ বিজেপি, ভোটের পরেই অস্তিত্ব সংকটের মুখে দিলীপরা
বলিউড থেকে হলিউডে ( Hollywood actress ) দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী বিয়ের প্রথম বছরেও ছুটিয়ে হোলি খেলেছিলেন। এবছরও পরিবার ও স্বামীকে নিয়ে বেশ ধুমধাম করে মানালেন হোলির উৎসব। করোনা আবহে বিগত বছরগুলোতে হোলির রং ফিকে হলেও এবছর করোনার প্রভাব একটু শিতিল হওয়ায় সবাই বেশ ধুমধাম করেই হোলি খেলেছেন। সাড়া দেশে মহা সমারোহেই পালিত হল হোলি। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পিসিকে বলিউডে দেখা যায় না, জানা গেছে ভালো ও মনের মত কাজ পেলে তিনি আবারও পর্দায় ফিরতে পারেন। তবে এবছরই সারোগেসির মাধ্যমে মা হয়েছেন অভিনেত্রী। তাই সন্তানের পেছনেই সবটুকু সময় দিতে চান বলে জানিয়েছেন তিনি।