ফুটে উঠেছে শরীররে জেল্লা, স্বল্প পোশাকে সেক্সি অবতারে ধরা দিলেন শ্রীদেবীর দুই তনয়া জাহ্নবী ও খুশি

বলিউডের মধ্যে উঠে আসা অল্প বয়সী নায়িকাদের মধ্যে সবথেকে জনপ্রিয় হলেন জাহ্নবী কাপুর ( Janhvi Kapoor )। একথা আর আলাদা করে বলার কিছুই নেই। প্রথম থেকেই অভিনয়গুন দিয়ে দর্শকদের মন মাতিয়ে রেখেছেন লাস্যময়ী এই তরুণ অভিনেত্রী ( Janhvi Kapoor )। অভিনয় জীবনে সাফল্য অর্জন করার দৃঢ় অঙ্গীকার করেছেন অভিনেত্রী। এখনও পর্যন্ত যে কটা সিনেমা করেছেন সব কটাতেই নিইজের দক্ষতা প্রদর্শন করে সফল অভিনেত্রীর খেতাব ছিনিয়ে নিয়েছেন। মা শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর পর থেকেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়ে গিয়ে নিজের জায়গা বানিয়েছেন এই অভিনেত্রী। মায়ের সব থেকে কাছে হল ছোট বোন খুশি। বোন যে খুব কাছের তা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই দেখা যায়। প্রায়ই সময় বোনের সাথে ছবি শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে ( Janhvi Kapoor )। সম্প্রতি বোন খুশির ( Khushi Kapoor ) সঙ্গে একসাথে একটি ছবি শেয়ার করেছেন। যা দেখে ইতিমধ্যেই নেট দুনিয়ায় কমেন্টের বন্যা ভাসছে। ছবিতে দু’বোনকে দেখাচ্ছে অনবদ্য ও অসাধারন সুন্দরী। রুপে গুনে যেন একে অপরকে টেক্কা দিচ্ছে। জাহ্নবীর পরনে মিরর ব্ল্যাক ড্রেস ও খুশির পরনে ছিল ব্যাকলেস ড্রেস। দুজনকেই দেখাচ্ছে লাস্যময়ী ও সেক্সি।
আরও পড়ুন…………এবার আচ্ছে দিন! রাজ্যের সরকারি দফতরে ২৫ হাজার শূন্যপদে মিলবে চাকরি
জাহ্নবীকে বরাবরই দেখা গেছে পরিবারের জন্য তিনি যথেষ্ট ভাবেন। মা মারা যাওয়ার পর থেকেই বাবার সহযোগীর ভুমিকা পালন করেন জাহ্নবী। সাথে ছোট বোন খুশির দেখাশুনোও করেন দিদি জাহ্নবী। ‘ধড়ক’ ছবির মধ্যে দিয়েই বলিউডে যাত্রা করেছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর ( Janhvi Kapoor )। মায়ের মতই রুপে ও গুণে ভরপুর জাহ্নবী কাপুর বলিউডের সবথেকে মোস্ট ওয়ান্টেড নায়িকা। ‘ধড়ক’ ছবির হাত দিয়ে যাত্রা শুরু হলেও এরপরেও বলিউডে বহু ছবিতে তিনি কাজ করেছেন। বেশিরভাগ ছবিতেই অভিনেত্রীকে দেখা গেছে মুখ্য চরিত্রে। সম্প্রতি ‘গুঞ্জন সাক্সেনা’ ( Gunjan Saxena: The Kargil Girl ) ছবিতে মুখ্য চরিত্র সাক্সেনায় অভিনয় করেই অনুরাগীদের মন জয় করেছিলেন জাহ্নবী কাপুর।
আরও পড়ুন………যুদ্ধের জেরে বয়সের বলিরেখা পুতিনের মুখে! পশ্চিমী নিষেধাজ্ঞায় বন্ধ হচ্ছে ‘বোটক্স’ ট্রিটমেন্ট
অভিনেত্রী জাহ্নবী কাপুর সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবন নিয়েও তিনি বেশ খোলামেলা আলোচনা করেন। আর পরিবারের সাথে তার গাঁটবন্ধন সর্বদাই চোখে পরে। জানা গেছে এর মধ্যেই অভিনেত্রী বেশ কিছু পরিচালকের সঙ্গে নতুন ছবির চুক্তি সাক্ষর করেছেন। পরবর্তী ছবির ব্যাপারে অভিনেত্রী নিজে এখনও কিছু প্রকাশ্যে আনেননি। এখন অপেক্ষা কবে জানা যাবে কবে আসতে চলেছে তার নতুন ছবি।