প্রাক্তনের ফাঁদে অভিনেতা, নতুন বিয়ে করেও মিলল না শান্তি

হিন্দি ধারাবাহিকে গৌরভ চোপড়াকে কে না চেনে ( bollywood actor Gaurav Chopra )। অত্যন্ত হার্টথ্রব এই অভিনেতা হিন্দি ধারাবাহিক জগতের নয়নের মণি। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে মাতিয়ে রেখেছেন ইন্ডাস্ট্রি। যেমন অভিনয় তেমনই তার বডির ভাজ। সামাজিক মাধ্যমে অভিনেতার ফ্যান ফলোয়ার দেখলেও অবাক হতে হয়। বলিউডের এই হট বম্ব অভিনেতাকে ( bollywood actor Gaurav Chopra ) কেবল ধারাবাহিকে দেখা গিয়েছে এমনটা নয়। বলিউডের অনেক বড় বড় সিনেমায় নামকরা হিরোদের পাশে দেখা গেছে অভিনেতা গৌরভকে ( bollywood actor Gaurav Chopra )। সম্প্রতি তাকে কোনও বড় প্রজেক্টে দেখা না গেলেও ভবিষ্যতে অনেক বড় প্রজেক্টে কাজ করার সম্ভাবনা অভিনেতার রয়েছে বলে জানা গেছে। তবে ক্যারিয়ারের শীর্ষ থেকেই অভিনেতা কোনও না কোনও ভাবে বিতর্কে জায়গা পেয়েছেন। তার প্রেম থেকে বিয়ে সব খানেই বিতর্কের প্রশ্রয় রয়েছে। সম্প্রতি এই অভিনেতার মুখোশ খুললেন তার প্রাক্তন স্ত্রী নারায়ণী শাস্ত্রী। আনলেন বেশ কিছু অভিযোগ।
আরও পড়ুন……………‘জলসা’-য় অভিনয়ে না বিদ্যা বালানের, পরে ‘মায়া মেনন’ ভূমিকায় খুশি বিদ্যা
ইন্ডাস্ট্রিতে কান পাতলেই একসময় গৌরভ ( bollywood actor Gaurav Chopra )ও নারায়ণীর মাখো মাখো প্রেমের গল্প শোনা যেত। বলিউডের অন্যতম হট গসিপ ছিল গৌরভ নারায়ণীর প্রেম। সোশ্যাল মিডিয়ায় খোলাখুলিভাবে নিজেদের প্রেমের ব্যপারে স্বীকারোক্তিও করেন এই হট কাপল। দীর্ঘ প্রেমের সম্পর্ক বিয়েতেও রূপান্তরিত হয়। তবে সেই সাধের বিয়ে আর টিকল না। শোনা যায় গৌরভের জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটার কারণে এই বিয়ে ভেঙ্গে যায়। এ নিয়ে অবশ্য প্রথম ও প্রাক্তন স্ত্রী নারায়ণী কিছু বলেননি। তবে সম্প্রতি তিনি এ বিষয়ে মুখ খোলেন। প্রাক্তন স্ত্রী নারায়ণী গৌরভের ব্যাপারে বেশ কিছু কথা ফাঁস করেন। তিনি জানান গৌরব নাকি তাকে শারীরিকভাবে নিগ্রহ করত ও সম্পর্কে থেকে বেরিয়ে যাওয়ার জন্য নারায়ণীকে চাপ দিত। এছারাও গৌরভ প্রায়ই সময় তৃতীয় ব্যক্তির কারণে তার সাথে অশালীন করত।
আরও পড়ুন…………খুশি থাকার রির্পোট কার্ড! সুখী দেশের তালিকায় পড়শিদের থেকেও পিছিয়ে ভারত
এসমস্ত ঝামেলার কারণে নারায়ণী ও গৌরভের সম্পর্ক টিকে থাকেনি। দুজনেই এই বিবাহ থেকে বিচ্ছেদ নিয়ে নেয়। কিন্তু গৌরভ এরপরেও নারায়ণীর সাথে অশালীন আচরন করে। এ বিষয়ে চাপে পরে প্রাক্তন স্ত্রী নারায়ণী মুখ না খুললেও অবশেষে তিনি এসবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এছাড়াও গৌরভের দ্বিতীয় বিয়ে নিয়েও নারায়ণী বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে এখনও আইনি ঝামেলা মেটেনি তার মধ্যেই গৌরভের দ্বিতীয় বিয়ে তিনি মেনে নেবেন না।