‘যৌন সুখ দিতে পারলে তবে মিলবে কাজ’,বলিউডে বিস্ফোরক মন্তব্য করলেন ‘দাঙ্গাল’ গার্ল ফাতিমা

বলিউডে নিজের পরিচয় গড়ে তুলতে কতজন পারে। আর রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে সময় লেগে যায় বহু বছর। সেক্ষেত্রে বলিউডের অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে সবার প্রথমে যিনি রয়েছেন তিনি হলে ফাতিমা সানা শেখ ( Fatima Sana Shaikh )। খুব অল্প বয়সে অল্প সময়ের মধ্যে বলিউডে নিজের নাম তৈরি করেছেন এই অভিনেত্রী ( Fatima Sana Shaikh )। আমির খানের মত বড় নায়কের সাথেই ডেবিউ সিনেমা করেন এই অভিনেত্রী। ক্যারিয়ারে এত ভালো অবস্তান থাকার পরেও তিনি হারিয়ে গিয়েছেন। দাঙ্গাল এর আর কোনও ছবিতে তাকে মুখ্য চরিত্রে দেখা যায়নি। অনুরাগীদের প্রশ্ন ছিল তবে কি ফাতিমা ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়ে নিয়েছেন? আসলে এসবের কিছু নয়। অভিনেত্রী নিজেই এ ব্যাপারে মন্তব্য প্রকাশ করেন। তিনি জানান যে বলিউডে তার অভিজ্ঞতা খুবই কুরুচিকর। তিনি ( Fatima Sana Shaikh ) জানান সিনেমায় কাজ পাওয়ার জন্য তাকে অডিশন নয় বরং তাকে যৌন সুখ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
আরও পড়ুন……………স্পোর্টস্টার অফ দ্য ইয়ার নীরজ, তারকাখচিত গগনে চোপড়াই উজ্জ্বলতর
বলিউডে ইন্ডাস্ট্রি খুবই নোংরা বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী ( Fatima Sana Shaikh )। কাজ খুঁজতে গিয়ে তাকে এমন সব পরিস্থিতির শিকার হতে হয়েছে যা তাকে বলিউড থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে বলে তিনি জানান। নাম না করেই তিনি জানান বেশ কয়েকজন পরিচালক তাকে অনেক নোংরা প্রস্তাব দেয়। সেই প্রস্তাবগুলোতে হাঁ বললেই কাজ পেয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এসব প্রস্তাবের বিরুদ্ধে না বলার কারণে অনেকের সাথেই ফাতিমার সম্পর্ক খারাপ হয়েছে। আবার এখানেই শুধু নয়, কাস্টিং কাউচের শিকার হয়ে বার বার হেনস্তা হতে হয়েছে তাকে। অনেকেই বলেছেন তার যেহেতু বলিউডের নামী তারকাদের মত গ্ল্যামার নেই তাই তিনি কোনও বড় চরিত্র করতে পারবেন না। এসব কারণে বহুবার তিনি উপযুক্ত চরিত্রগুলো থেকে বাদ পড়েছেন। অনেক বড় বড় প্রজেক্টের কাজ হারিয়েছেন।
আরও পড়ুন…………বসন্তের রঙে রঙিন রানু মণ্ডল! মন খুলে গাইলেন ‘মুঝে পিয়া ঘর জানা থা’
বলিউডের এসব নোংরা দিক আগেও বহু নায়িকা বহুবার প্রকাশ্যে এনেছেন। এটাই প্রথমবার নয়। বলিউডের অন্দরে আসলেই গুন নয় রুপ ও যৌবনই শেষ কথা বলে। আর শরীরের বিনিময়ে কাজ পাওয়ার কথা এর আগেও সামনে এসছে। তবে অভিনেত্রী ফাতিমা যে একজন ভালো অভিনেত্রী সেটা তিনি তার প্রথম সিনেমা ‘দাঙ্গাল’ এ বুঝিয়ে দিয়েছেন। এখন অপেক্ষা কেবল কবে আসতে চলেছে অভিনেত্রীর আগামী কাজ। তিনি জানিয়েছেন ভালো কাজ পেলে অবশ্যই খুব শীঘ্রই তিনি কাজে ফিরবেন।