জন্মদিন নয় যেন ফ্যাশন শো, করণের পার্টিতে তারকাদের চাঁদের হাট

বলিউড তারকাদের পার্টি মানেই রাজকীয় ব্যাপার। আর তার মধ্যে যদি হয় বলিউডের অন্যতম হার্টথ্রব করণ জোহরের ( Karan Johar ) আয়োজিত পার্টি। সিনেমাতেই গ্ল্যামারস আর চাকচিক্য বাড়ানোর জন্য কোটি কোটি টাকা খরচ করেন সেখানে পার্টিতে তো চোখ ধাঁধানো ব্যবস্থা হবেই। কিছুদিন আগেই করণ অপূর্বা মেহতার ৫০তম জন্মদিন উপলক্ষেই করণ বেশ বড় রকমের পার্টির আয়োজন করেছিলেন। উপস্থিত ছিলেন বলিউডের সমস্ত বড় বড় তারকরা ( Bollywood stars Gorgeous outfits )। আলিয়া থেকে ক্যাটরিনা কেউ বাদ ছিলেন না। তাদের দামী ও নজরকাড়া লুক ঘুম কেড়েছে নেটিজেনদের। কোন নায়িকা কোন অবতারে ধরা দিলেন এবং তাদের ফ্যাশন থেকে কোন টিপস কাজে লাগাবেন রইল বিস্তারিত-
তারা সুতারিয়া
করণের দেওয়া পার্টিতে সবার নজর ছিল তারা সুতারিয়ার দিকে। সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই অভিনেত্রী। তার অনবদ্য সাজসজ্জা ও পোশাক দিয়ে সকলের নজর কেড়ে বাজিমাত করলেন এই অভিনেত্রী। নতুন প্রজন্মের এই অভিনেত্রী তার ফ্যাশন সেন্সের ( Bollywood stars Gorgeous outfits ) কারণে অনেক জনপ্রিয়। এদিন অভিনেত্রী পড়েছিলেন সাদা রঙ্গের জড়ির কাজ করা লং গাউন। গাউনের সঙ্গে মানানসই গয়না অভিনেত্রীকে আরও বেশি আবেদনময়ী ও লাস্যময়ি করে তুলেছিল। পার্টি মেকআপে তারার এই লুক একেবারে পারফেক্ট।
আরও পড়ুন………রঙ্গ বেরঙ্গের ফুলে সেজে উঠেছে গুগল ডুডল, গুগুলের নতুন সজ্জা মন কেড়েছে ব্যবহারকারীদের
জাহ্নবী কাপুর
পার্টিতে অন্যদের মতই আমন্ত্রিত ছিলেন জাহ্নবী কাপুর ( Janhvi Kapoor )। অভিনেত্রী পড়েছিলেন ডিজাইনার মিরর গাউন। পার্টিতে সকলের মধ্যে হট ও সেক্সি লাগছিল এই অভিনেত্রীকে। আকর্ষণের কেন্দ্রে অন্যদের মত তিনিও ছিলেন একেবারে শীর্ষে। তার নজরকাড়া লুকে মজেছে নেটিজেনরা। জানা গেছে বহুমুল্য এই গাউনের ( Bollywood stars Gorgeous outfits ) জন্য অনেকদিন ধরেই পরিকল্পনা করছিলেন অভিনেত্রী। জাহ্নবীর গাউনটি ছিল কাচ বসানো ও বডিকন। গায়ের সঙ্গে আটকে থাকা এই পোশাকে জাহ্নবীকে দেখাচ্ছিল মোহিনীরুপী। তার উপর এই গাউন অভিনেত্রীর আওয়ারগ্লাস ফিগারকে স্পষ্ট করছিল।
আলিয়া ভাট
করণ জোহরের পার্টিতে আলিয়া ( Alia Bhatt ) থাকবে না এমনটা হয় না। সবার মতই নজরকাড়া লুকে মাতোয়ারা করলেন অভিনেত্রী আলিয়া ভাট। আলিয়ার উপস্থিতি যেন জন্মদিনের জৌলুস আরও বাড়িয়ে দিল। পার্টিতে সকলের মন জয় করে নিয়েছে আলিয়ার ফুলের ডিজাইন করা কোট ও শর্ট ড্রেস। শর্ট ড্রেস ও তার উপর কোটের কম্বিনেশন আলিয়াকে যেন আরও সেক্সি ও কিউট দেখাচ্ছিল। আলিয়া একটা এলেও সঙ্গে দেখা যায়নি প্রেমিক রণবীর কাপুরকে। আলিয়ার এই লুক যেকোনও জন্মদিনের পার্টির জন্য মানানসই।
আরও পড়ুন………ফুটে উঠেছে শরীররে জেল্লা, স্বল্প পোশাকে সেক্সি অবতারে ধরা দিলেন শ্রীদেবীর দুই তনয়া জাহ্নবী ও খুশি
ক্যাটরিনা কাইফ
পার্টির অন্যতম মুখ আকর্ষণ ছিল ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif )। সদ্য বিবাহিত ভিকির ( Vicky Kaushal ) সাথে হাতে হাট ধরেই পার্টিতে এসেছিলেন দুজনা। এই জুটির ছবি তুমুল ভাইরাল হয়েছে ইন্টারনেটে। এদিন নীল রঙ্গের শর্ট ড্রেস পরেছিল ক্যাট। দুজনকেই গালছিল একেবারে ‘মার্কাটারই’ ( Bollywood stars Gorgeous outfits )। ক্যাটের এই লুক অন্যান্য সকলের চেয়ে অনেক বেশি সুন্দর ও বৈচিত্র্য বলে উল্লেখ করেছেন অনেকে। নেটিজেনদের কাছে দশে দশ পেয়েছেন ‘চিকনি চামেলি’। ক্যাটের পাশে ভিকিকেও লাগছিল অনবদ্য ও অসাধারণ। দুজনকে লাগছিল একেবারে চাঁদের হাটে একফালি চাঁদ।