চকোলেট থেকে হেট স্টোরি! নকল থেকে বিতর্ক, একাধিক অভিযোগে অভিযুক্ত বিবেক

বিগত কয়েকদিন ধরে গোটা দেশ জুড়ে বেশ চর্চায় রয়েছেন ‘দ্যা কাশ্মীর ফাইলস’ ( The Kashmir Files ) -এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বি-টাউন জুড়ে নতুন রেকর্ড ছুঁয়ে ফেলেছে বিবেক পরিচালিত ছবি। ইতিমধ্যে নানা বিতর্কের চক্রব্যূহে ফেঁসে রয়েছেন বিবেক ও তাঁর ফিল্ম। তবে এটা প্রথম নয়। এর আগেও নানা বিতর্কের মধ্যে পড়তে দেখা গেছে বিবেক পরিচালিত সিনেমাগুলিকে। বি-টাউনে তিনি কাটিয়ে ফেলেছেন নিজের জীবনের চোদ্দোটা বছর। জন্ম দিয়েছেন সাতটি ফিল্মের।

তবে এতগুলি সিনেমা করা সত্ত্বেও কখনও জায়গা করতে পারেননি প্রথমসারিতে। আর তাঁর জীবনে সেই পথকেই নিশ্চিত করেছে ‘দ্যা কাশ্মীর ফাইলস’। বক্স অফিসের একাধিক রেকর্ডকে তলানিতে পৌঁছে দিয়েছে এই একটি সিনেমা। বক্সঅফিসইন্ডিয়া ডট কম নামে একটি ওয়েবসাইটের দাবি, ১১ মার্চ ( The Kashmir Files ) ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর থেকে সাত দিনেই তা ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। তবে এতটা সাফল্যের কথা আগে থেকে কখনওই আশা করেননি বিবেক।

এর আগেও একাধিক সিনেমা তৈরি করেছিলেন তিনি। তবে সাফল্যের স্বাদ বলতে দিন শেষে কিছুই জোটেনি তাঁর কপালে। যদিও বছর তিনেক আগে তৈরি করা ‘দ্যা তাসখন্দ ফাইলস’ সিনেমার মধ্যে দিয়ে দর্শকদের তারিফ কুড়িয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ‘মৃত্যুরহস্য’ নিয়ে তৈরি এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। মুক্তির সাথে সাথেই সেরকম জনপ্রিয়তা না পেলেও অনেক মানুষেরই মন ছুঁয়ে গিয়েছিল এই সিনেমা।

উল্লেখ্য, বিজ্ঞাপন জগতের কাজ ছেড়ে পাড়ি দিয়েছিলেন বি-টাউনে। ২০০৫ সালে বিবেকের প্রথম ছবি, ‘চকোলেট: ডিপ ডার্ক সিক্রেটস’। অনিল কপূর, ইরফান খান, ইমরান হাশমি, আরশাদ ওয়ারসি, সুনীল শেট্টি, তনুশ্রী দত্ত এবং সুষমা রেড্ডিদের মতো একঝাঁক তারকা সত্ত্বেও তা দর্শকদের সিনেমা হলে বেঁধে রাখতে পারেনি। তবে ছবি প্রকাশের আগেই এই সিনেমার একটি গান কেড়েছিল দর্শক মন। সিনেমা প্রেমীদের দাবি ছিল, হলিউডের হিট ছবি ‘দি ইউজুয়াল সাসপেক্ট’ থেকে হুবহু টোকা হয়েছিল সিনেমাটি। প্রথম ছবির মতোই দ্বিতীয় ছবি ‘ধন ধনা ধন গোল’ বিশেষ সাড়া ফেলতে পারেনি দর্শক মনে।

আরও পড়ুন………ভারতের বিভিন্ন রাজ্যে করমুক্ত ‘দ্য কাশ্মীর ফাইলস’! ভোট টানতে পথে কেন্দ্র সরকার

একের পর এক ফ্লপ ছবির বেদনা নিয়ে অন্য পথে হাঁটতে শুরু করেন বিবেক। ২০১২ সালে তৈরি করেন ‘হেট স্টোরি’। তবে তাতেও বিশেষ লাভ করতে পারেননি বিবেক। পাওলি দামের হটনেস দিয়ে বক্স অফিসে মোটামুটি মুনাফা কামাতে পেরেছিল এই সিনেমা। এরপর জিদ, বুদ্ধা ইন অ্যা ট্রাফিক জ্যাম, জুনুনিয়ত-সহ একের পর এক সিনেমার মধ্যে দিয়ে প্রভাব ফেলেন দর্শক মনে।




Leave a Reply

Back to top button