স্পষ্ট বেবি বাম্প, বরের কোলে শুয়ে দিলেন সুখবর অভিনেত্রী সোনম

কালো পোশাক পরিহিত অবস্তায় বরের কোলে শুয়ে আছেন অভিনেত্রী ( Sonam Kapoor Baby Bump )। সঙ্গে কালো ড্রেসের অন্তরালে স্পষ্ট বেবি বাম্প। এ কিসের ইঙ্গিত? সঙ্গে ক্যাপশন ‘চার হাতে মিলে তোমাকে বড় করব, আর একটি পরিবার যারা তোমাকে সর্বদা আগলে রাখবে, তোমার চলার পথে যাদের ছায়া তোমায় শক্তি জোগাবে’। কথা হচ্ছে সোনম কাপুরকে নিয়ে। ইতিমধ্যেই সকলেই বুঝে গিয়েছেন নিশ্চয়। আজ সারা সকাল জুড়ে বি টাউন উথালপাতাল হয়ে গেল সোনম কাপুরের মা হওয়ার খবর নিয়ে। তবে এবার আর গুঞ্জন বা কানাঘুষো নয়। বাস্তবেই মা হতে চলেছেন অভিনেত্রী ( Sonam Kapoor Baby Bump )। নিজেই একথা স্বামী আনন্দ আহুজার সাথে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন। ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন স্বামী আনন্দ আহুজার সঙ্গে। দীর্ঘদিনের বিবাহিত জীবনে বহুবার অভিনেত্রীর ( Sonam Kapoor Baby Bump ) মা হওয়ার খবর ছড়িয়েছে। এবার তিনি নিজেই মাতৃত্বের খবর অনুরাগীদের সাথে শেয়ার করেন। ইতিমধ্যেই ছবির নীচে নেটিজেনদের শুভেচ্ছা ও ভালোবাসা উপচে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় সোনমের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বলিউডের তারকাদের শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। তারকাদের তালিকা দীর্ঘ। কে নেই সেখানে, জাহ্নবী থেকে শ্রেয়া ঘোষাল প্রমুখ।

 Sonam Kapoor Baby Bump

আরও পড়ুন………অভিনেত্রীদের রূপের ফাঁদে পড়বেন আপনিও, দেখে নিন বি-টাউনের সুন্দরীদের

বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অবশ্য উঠছে নানা প্রশ্ন। কবে দেখতে পাবে নবাগত সন্তানের মুখ এই নিয়ে নেট নাগরিকেরা প্রশ্ন করছেন। বেশ কয়েকবার সোনমের অন্তঃস্বত্বার খবর ছড়িয়েছে। সোনমের মত সাহসী অভিনেত্রী বলিউডে খুব কম আছে। শুধু তাই নয় নিজের অভিনয়গুণে দর্শকদের মনে নিজের জায়গাও তৈরি করেছেন তিনি। তিনি তার ফ্যাশন সেন্সের কারণে বলিউডে খুব পরিচিত। বিয়ের পর সংসারের ব্যস্ততা ও নিজেকে সময় দিয়েছেন এই অভিনেত্রী। তাই বলিউডে তাকে খুব একটা দেখা যায়নি। তবে সামজিক মাধ্যমে বরাবরই নিজের উপস্থিতি জারি রেখেছেন তিনি। এখন তিনি মাতৃত্বকে অনুভব করছেন ও প্রস্তুতি নিচ্ছেন সদ্যজাতকে আগমন জানানোর।

আরও পড়ুন…………পাতে ভাত-মিষ্টি, শরীরচর্চা ভুলে এ কোন পথে হাঁটছেন টলিউডের সুন্দরী

বলিউডে এই মুহূর্তে খুশির জোয়ার। কাপুর পরিবারের সকলের মুখে চওড়া হাসি। দাদু অনিল কাপুর খুশিতে উচ্ছসিত। অনুরাগীরা সকলেই নবাগত সন্তানের জন্য আশীর্বাদ ও ভালোবাসা জানিয়েছেন। অভিনেত্রী নিজেও সকলকে ধন্যবাদ জানিয়েছেন। প্রার্থনা ও ভালোবাসার মাধ্যমে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।




Leave a Reply

Back to top button