শাড়িতেই অপ্সরা এই অভিনেত্রীরা, দেখে নিন বি-টাউনের সেই সুন্দরীদের

শাড়ি নারীর সৌন্দর্যের শেষ কথা। পৃথিবীতে এমন জিনিস খুব কম আছে যা নারীর সৌন্দর্যের সংজ্ঞাকে বৃদ্ধি করতে পারে। সবই অপরাগ। কেবল শাড়িই একমাত্র বস্তু যা সত্যিই নারীর মধ্যে নারীত্বকে আরও বেশি করে পরিস্ফুটিত করে তোলে। আর শাড়ির ( Bollywood actresses Sari draping ) কথা এলে বলিউডের অভিনেত্রীদের কথা আসবে না তা কেমন করে হয়! শাড়িতে মোহময়ি ও লাস্যময়ি করে নিজকে সাজিয়ে তুলতে পারদর্শী বলিউডের নায়িকারা। বলিউডের বহু নায়িকারা রয়েছেন যারা শাড়িতে ( Bollywood actresses Sari draping ) অভাবনীয় লুকে ধরা দিয়ে বার বার তাক লাগিয়েছে। এসব অভিনেত্রীদের লুকসও বেশ জনপ্রিয় ও আদর্শ হয়ে উঠেছে। অনুরাগীরা বেশ অনুসরণ করেন এসব তারকাদের শাড়ি পরিহিত ফ্যাশন। আপনিও শাড়িতে মন ও নজরকাড়া রুপে নিজেকে রাঙ্গিয়ে নিতে পারেন, তাই আজকে জেনে নেব বলিউডের বেশ কিছু তারকাদের শাড়ি ( Bollywood actresses Sari draping ) পরিহিত মারকাটারি লুকস, যা আপনার ফ্যাশন সেন্স করে তুলবে আরও বেশি মাধুর্যপূর্ণ-

মাধুরী দীক্ষিত

Bollywood actresses Sari draping

চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিত ( Madhuri Dixit )। যেমন তার অভিনয় তেমনি তার মন ভোলানো রুপ। সব মিলিয়ে বলিউডের এই ‘ধাক ধাক’ গার্ল সবার ক্রাশ। বি টাউনের এই হট ও লাস্যময়ী অভিনেত্রীকে যেন আরও অপরূপ ও অপ্সরার মত শাড়ি ( Bollywood actresses Sari draping ) পরিহিত অবস্তায়। মেয়ে ফ্যান ফলোয়ারদের মধ্যে মাধুরীর গ্রহণযোগ্যতা ও ক্রেজ অনেক বেশী। অনেকেই তার স্টাইল স্টেটমেনট পছন্দ করেন। মাধুরীর শাড়ির কালেকশনও বেশ আকর্ষণীয়। বিভিন্ন অনুষ্ঠানে এই অভিনেত্রীকে দেখা যায় শাড়ি পড়ে আসতে।

আরও পড়ুন…………পেটে খিদের জ্বালা! খাদ্যের অভাবে বন ছেড়ে দারস্থ মানুষের দরবারে

বিদ্যা বালান

Bollywood actresses Sari draping

বলিউডের আরেক চার্মিং ও সেক্সি নায়িকা হলেন বিদ্যা বালান ( Vidya Balan )। তিনি তার অভিনয়গুনের জন্য যেমন প্রশংসিত তেমনি তিনি তার ফ্যাশন সেন্সের কারণেও যথেষ্ট সমাদৃত। বলিউডের অন্যন্য সেলিব্রেটিদের তুলনায় বিদ্যা বালান অনেক বেশী সংস্কৃতিপরায়ণ বলে অনেকেই মন্তব্য করেন। বেশির ভাগ সময়ই তিনি ভারতীয় পোশাকে ধরা দেন। তিনি বহুবার জানিয়েছেন শাড়ি তার প্রথম পছন্দ। শাড়িতেই বেশি দেখা যায় বলিউডের এই ডিভাকে। বি টাউনের এই লাস্যময়ি শাড়িতে কিভাবে নজর কাড়তে হয় তারই যেন বাস্তব আদর্শ।

আরও পড়ুন………………স্পষ্ট বেবি বাম্প, বরের কোলে শুয়ে দিলেন সুখবর অভিনেত্রী সোনম

সারা আলী খান

Bollywood actresses Sari draping

তরুণ প্রজন্মের মধ্যে সারা আলী খান ( Sara Ali Khan ) খুবই সমাদৃত। তার ফ্যান ফলোয়ারদের মধ্যে তাকে নিয়ে উত্তেজনা কম নেই। তার যেকোন স্টাইলই যেন ট্রেনডে পরিণত হয়ে যায়। সারাকে সচরাচর অন্যান্য পোশাকে দেখা গেলেও তাকে আমরা ভারতীয় পোশাক শাড়িতেও দেখেছি। শাড়িতে এই নায়িকাকে যেন আরও বেশী আবেদনময়ি ও অপরূপ দেখায়। সারাকে অনেক ডিজাইনার মডার্ন লুকের শাড়িতে দেখা গেছে। যা তরুণ প্রজন্মের মধ্যে অনেক বেশী জনপ্রিয়।

করিনা কাপুর

Bollywood actresses Sari draping

বলিউডে এরকম অভিনেত্রী খুব কম আছে যে কিনা করিনা কাপুরকে ( Kareena Kapoor ) টেক্কা দেবে। বলিউডে করিনার মত ফ্যাশন সচেতন অভিনেত্রী খুব কম আছে। করিনাকে যে সব লুকেই আমরা দেখি না কেন তার শাড়ি পরিহিত লুকস সবার সেরা। নেটিজেনদের কাছে করিনার শাড়ি পরা লুকস খুবই জনপ্রিয়। অনেকের কাছেই করিনার স্টাইল বেশ অনুসরনীয়। বিভিন্ন অনুষ্ঠান ও ফ্যামিলি প্রোগ্রামে এই অভিনেত্রী বহুবার শাড়ি পড়ে তাক লাগিয়েছেন ও সংবাদের শীর্ষে উঠে এসছেন।

আরও পড়ুন……………সূর্যের তাপে বাইরে বেরনোই দায়, কেন এত গরম মার্চ মাসে

শিল্পা শেঠি

Bollywood actresses Sari draping

বলিউডের সদা সুন্দরী শিল্পা শেঠি ( Shilpa Shetty )। সবার প্রিয় এই অভিনেত্রী যে ভাবে নিজের পরিচর্যা করেন তা অনেক কম নায়িকাই পারেন। অভিনেত্রীর মারকাটারি ও জিরো ফিগার দেখলে যে কেউ ঈর্ষান্বিত হতে পারে। শিল্পা শেঠি একজন যোগা প্রশিক্ষকও বটে। নিজের শরীরকে ঠিক রাখার জন্য কঠোর ডায়েট ফলো করেন এই অভিনেত্রী। অভিনেত্রী লাস্যময়ি ফিগার যেন আরও বেশী আকর্ষণীয় হয়ে ওঠে শাড়িতে। শাড়িতে এই অভিনেত্রীর গুণ যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। তরুণ প্রজন্মের মেয়েদের কাছে শিল্পা শেঠির শাড়ির পরিহিত লুক অনেক বেশি কদর পায়। পার্টি শাড়ি থেকে শুরু করে বিয়ে বাড়ি সবসকমের শাড়িতেই শিল্পাকে দেখা গেছে।




Leave a Reply

Back to top button