জন্মভূমি কাশ্মীর, কর্মভূমি মুম্বাই, জেনে নিন বলিউডের সেই সুপারস্টার কাশ্মীরি পন্ডিতদের

অহেলিকা দও, কলকাতা : দ্যা কাশ্মীর ফাইলস ( The Kashmir Files ) নিয়ে চর্চা এখন সর্বত্রব্যাপী। বিবেক অগ্নিহোত্রীর ( Vivek Agnihotri ) পরিচালিত এই মুভিটি ১৯৯০ সালে ভূস্বর্গ কাশ্মীরে ( Kashmir ) সন্ত্রাসবাদীদের ( terrorists ) হাতে কাশ্মীরি পন্ডিতদের ( Kashmiri Pandit ) উপর যে অকথ্য অত্যাচার ( Unspeakable oppression ) চলেছিল এই সিনেমাটি ( Bollywood ) তার বাস্তব রূপ ( real form )। কাশ্মীরি পন্ডিতরা নিজের বাসস্থান থেকে উৎখাত হওয়ার পর সর্বত্র জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আবার এদের মধ্যে কেউ কেউ বলিউডে ( Bollywood ) সুপারস্টার ( superstar )। জেনে নিন বলিউড কাপানো ৫ জন অভিনেতার তালিকা ( actor list )।

মোহিত রায়না

হিন্দি চলচ্চিত্রের সুপারস্টার অভিনেতা মোহিত রায়না ( Mohit Raina ) জম্মুতে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৮২ সালের ১৪ আগষ্ট তার জন্ম হয়। তার সেখানেই বড়ো হয়ে ওঠা এবং সেখানকার স্কুলেই পড়াশোনা করেছেন তিনি। এখন কর্মসূত্রে তিনি আছেন মুম্বাইতে। একাধিক টেলিভিশন এবং ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন। শুধু মাত্র তাই নয় পরবর্তীতে তিনি নানা ছবিতেও ( Bollywood ) কাজ করেছেন। “দেবো কে দেব মহাদেব” ধারাবাহিকে মহাদেব হিসেবে তার অভিনয় আজও দর্শকদের মনে করায়।

Bollywood

কুনাল খেমু

কুনাল খেমু ( Kunal Khemu ) একজন ভারতীয় চলচ্চিত্রের অভিনেতা। পতৌদি নবাব বংশের জামাই হলেও তিনি একজন কাশ্মীরি পণ্ডিত। অভিনেতার জন্ম হয়েছিল কাশ্মীরের এক ব্রাহ্মণ পরিবারেই, তবে পরে পরিবার সহ মুম্বাই চলে আসেন তিনি। বর্তমানে বলিউডের ( Bollywood ) সুপারস্টারদের একজন কুনাল খেমু। অভিনেতা সাইফ আলী খানের বোন সোহা আলী খানকে বিয়ে করেছেন।

আরও পড়ুন….একসময়ের বলিউড হার্টথ্রব করিশ্মা কাপুর, জি ফাইভ সিরিজে নজরকাড়া ভুমিকায়

এম কে রায়না

বলিউডের অভিনেতা এম কে রায়না ( MK Raina ) বা মহারাজ কৃষ্ণ রায়নাও একজন কাশ্মীরি। ১৯৪৮ সালে ২৮ জুলাই শ্রীনগরে জন্ম হয়েছিল তার। তবে কর্মসূত্রে বর্তমানে বলিউডের পরিচিত মুখ তিনি। কিছুদিন আগে রিলিজ হওয়া ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।

Bollywood

কিরণ কুমার

বলিউডে খলনায়ক হিসাবে পরিচিত কিরণ কুমার ( Kiran Kumar )। টেলিভিশন থেকে সিনেমা ( Bollywood ) সবেতেই কাজ করেছেন তিনি। তিনিও একজন কাশ্মীরি পণ্ডিত। তবে অভিনেতার জন্মের সময় তাঁর বাবা মুম্বাইতে চলে এসেছিলেন তাই জন্ম মুম্বাইতেই হয়েছে। তবে তাঁর বাবা ছিলেন কাশ্মীরের বাসিন্দা ও কাশ্মীরি পণ্ডিত।

Bollywood

রাজ কুমার

বলিউডের ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য খ্যাত রাজ কুমার ( Raj Kumar )। বলিউড দেখলেই এই অভিনেতাকে না চেনার প্রশ্নই ওঠে না। বলিউড ( Bollywood ) জগতে তিনি আজও প্রশংসিত। অনেকেই হয়তো জানেন না অভিনেতার আসল নাম কুলভূষণ পন্ডিত ও তিনি আসলে একজন কাশ্মীরি পণ্ডিত। বলিউডে কাজের সূত্রের আসেন ও নিজের নাম পাল্টে নিয়ে রাখেন রাজ কুমার।

আরও পড়ুন….সিনে পর্দায় সত্তরের কলকাতা, এক ঝাঁক তারকাদের নিয়ে মাঠে নেমেছেন বিরসা




Leave a Reply

Back to top button