মহিলাদের পোশাক নিয়ে কটাক্ষ! স্বল্প পোশাকেই কড়া জবাব ৬২-র Nina Gupta-র

রাখী পোদ্দার, কলকাতা : বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন বলিউডের ( Bollywood) দাপুটে এই অভিনেত্রী। প্রায়শই মহিলাদের পাশে দাঁড়াতে দেখা যায় তাঁকে। সম্প্রতি মহিলাদের আবেদনময়ী পোশাক ( Women’s Clothing) পরিধান নিয়ে নিজের ভিডিওতে মুখ খুলতে দেখা গিয়েছে নীনা গুপ্তকে ( Nina Gupta)। আশির দশকে বলিউড ছবিতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করলেও, বহুবার খোলা মেলা পোশাকের পরার জন্য বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে পরতে হয়েছে বিতর্কের মুখে। ১৯৮৪ সালে মুক্তি পাওয়া “উৎসব” ছবিতে নীনা গুপ্তর ( Nina Gupta) বেশ কিছু দৃশ্যের জন্য সমালোচনার ঝড় উঠেছিল সেই সময়ে। তবে সম্প্রতি মহিলাদের আবেদনময়ী পোশাক পরিধান নিয়ে প্রকাশ করা ভিডিওতে নেটিজেনদের থেকে বিতর্ক নয় বরং প্রসংশাই কুড়িয়েছেন তিনি ( Nina Gupta)।

অনুষ্কা না নাতাসা!‌ কে বেশী লাস্যময়ী, ক্রিকেটার সঙ্গিনীদের দেখতে মুখিয়ে আইপিএল

Nina Guptaক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে একাধিক ছবিতে কাজ করছেন তিনি ( Nina Gupta)। গত কয়েক বছরে তিনি যে সমস্ত ছবিতে অভিনয় করেছেন তা বক্স অফিসে বেশ সাফল্য অর্জন করেছে। বলিউডে ( Bollywood) এমন অনেক অভিনেত্রীরা আছে যারা শুধু অভিনয় নিয়েই থাকে না বরং মানুষেরও পাশে দাঁড়ায় তাঁরা। সেই সকল অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে নীনা গুপ্তরও ( Nina Gupta)। ৬২ বছর বয়সী এই অভিনেত্রী আবারও প্রমাণ করে দিয়েছেন যে বয়স শুধুই একটা নম্বর। বয়স কখনোই কোনো মানুষের কোনো কাজে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। সম্প্রতি ৬২ বছর বয়সী এই অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় ( Social Media) একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনি ছোট পোশাক ( Women’s Clothing) বা মেয়েদের ড্রেসিং সেন্সের জন্য ট্রোলিং করা মহিলাদের উপযুক্ত জবাব দিয়েছেন।

শাড়িতেই অপ্সরা এই অভিনেত্রীরা, দেখে নিন বি-টাউনের সেই সুন্দরীদের

আবেদনময়ী পোশাক পরলে মেয়েদের প্রায়শই কটাক্ষের স্বীকার হতে হয়। পুরুষরা তো বটেই কখনও কখনও মহিলারাও খোলামেলা পোশাক ( Women’s Clothing) পরা মেয়েদের দেখলে তাঁদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তাঁদেরই উদ্দেশ্যে বার্তা দিলেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্ত ( Nina Gupta)। কালো আবেদনময়ী পোশাকে তাঁর উন্মুক্ত ক্লিভেজ দেখানো ভিডিওতে তিনি বলেন, “অনেকে মনে করেন যে সব মহিলারা আবেদনময়ী পোশাক পরেন, যেমন আমি এখন পরে আছি, তাঁদের কোনও গুণ নেই। কিন্তু আমি সংস্কৃতে ( Sanskrit) এমফিল ( MPhil) করেছি, এ ছাড়া অন্যান্য কাজও রয়েছে। তাই পোশাক দেখে কাউকে বিচার করা উচিত নয়।”




Leave a Reply

Back to top button