‘এক সময় কাপড় চুরি করতাম’, অনুষ্কার মন্তব্যে সরগরম নেটপাড়া

তারকাকদের মধ্যে হ্যাপি কাপল বললে যাদের নাম সবার প্রথমে উঠে আসে তারা হলেন বিরাট অনুষ্কা ( Anushka Sharma )। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে বিয়েতে উত্তীর্ণ করিয়ে সুখে সংসার করছে এই দম্পতি। এই দুই জুটির প্রেম আর ভালোবাসার কথা সবাই জানে। অনস্ক্রিন থেকে অফস্ক্রিন উভয় ফিল্ডেই দুজনেই ভালোবাসার পূজারী। দুজনেই দুই জগতে ব্যস্ততম মানুষ। একজন ক্রিকেটের ময়দানে ও অন্যজন শোবিজ ওয়ার্ল্ডে। বিরাটকে কতটা ভালোবাসেন স্ত্রী অনুষ্কা ( Anushka Sharma ) সেকথা তিনি নিজেও বহুবার প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্কা জানান যে তিনি বিরাটের জামা কাপড়ের কালেকশনের উপর খুবই দুর্বল। বিশেষত বিরাটের টি শার্ট অনুষ্কার খুবই প্রিয়। আর তাই একসময় তিনি নিজে সেসব টি শার্ট তুলে নিয়ে নিজের আলমারিতে রাখতেন। প্রায়শই তিনি বিরাটের টি শার্ট পরেন। এটা তার একপ্রকার দুর্বলতা। তিনি আরও জানান যে স্বামী বিরাট অবশ্য এতে রাগ করেন না, বরং বিরাটের মতে অনুষ্কাকে ( Anushka Sharma ) বিরাটের টি শার্টে বেশ ভালো মানায় বলে দাবি করেন।

Anushka Sharma
Anushka Sharma

আরও পড়ুন………২০০ কোটি পেরিয়েছে দ্য কাশ্মীর ফাইলস! অনুপম থেকে মিঠুন কার ভাগে কত? রইল তারকাদের পারিশ্রমিক

স্বামী বিরাটের ( Virat Kohli ) সঙ্গে অনুষ্কার সম্পর্ক স্বামী স্ত্রীর চেয়েও অনেক বেশী বন্ধুত্বপরায়ণ। বিরাট খেলার জন্য দেশের বাইরে গেলেও স্ত্রী অনুষ্কাকে তার সাথে সবসময় দেখা যায়। বিরাটও স্ত্রী অনুষ্কার প্রতি খুবই যত্নশীল। তারা দুজন আলাদা কাজের জগতের হলেও কাজের শেষে দুজনেরই প্রথম প্রাইওরিটি থাকে পরিবার। দুজনেই পরিবারের প্রতি খুবই দায়িত্বশীল। অনুষ্কা বিরাটের সম্পর্কে আরও জানান যে, বাবা হবার পর থেকে বিরাট আরও বেশিব পরিবারকেন্দ্রিক হয়ে পড়েছে। মেয়ের প্রতি বিরাট বরাবরই সচেতন। প্রসঙ্গত সদ্য কন্য সন্তানের মা বাবা হয়েছেন বিরাট অনুষ্কা। মা মেয়ে দুজনকেই প্রায় দেখা যায় খেলার মাঠে বাবা বিরাটকে উৎসাহিত করত।।

আরও পড়ুন………আমি প্রেগন্যান্ট অন্ধ নই, গর্ভাবস্থায় শুটিংএ হেনস্থা নিয়ে মুখ খুললেন ভারতী ফারাহ

অভিনেত্রী অনুষ্কা বলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন। তবে মা হওয়ার পর অনুষ্কাকে সেভাবে পর্দায় দেখা না গেলেও জানা গেছে অভিনেত্রী নাকি বেশ কিছু নতুন বড় প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত আছেন। খুব শীঘ্রই তিনি কাজে ফিরতে চলেছেন সঙ্গে বেশ কিছু ধামাকা নিয়ে।




Leave a Reply

Back to top button