‘আকর্ষণীয় সুপুরুষই আমার পছন্দ’, প্রকশ্যে এল কঙ্গনার টপ সিক্রেট

বিতর্ক থাকবে আর কঙ্গনা থাকবে না তা কখনও সম্ভব নয়। বিতর্ক যেখানে সেখানে কঙ্গনা ( Kangana Ranaut ) সদা বিরাজমান। একথা আমাদের জানা হয়ে গেছে। তাই বলিউডের এই অভিনেত্রীকে অনেকেই জানেন ‘বিতর্কিত কুইন’ ( Kangana Ranaut ) নামে। সে যাই হোক না কেন, বিতর্ক যতই তার পিছু থাকুক না কেন কাজের ক্ষেত্রে তিনি বরাবর সুপারহিট। বক্স অফিসে বহুবার তিনি বড় অঙ্কের সাফল্য দিয়েছেন। এই জন্য কঙ্গনার জুড়ি মেলা ভার। বেপরোয়া এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে কিছুটা ছন্নছাড়া। বিতর্কিত মন্তব্য ও স্বভাবের কারণে বহুবার তিনি ( Kangana Ranaut ) সংবাদের শীর্ষে উঠে আসেন। সম্প্রতি আবারও তিনি বিতর্কের শীর্ষে উঠে এসেছেন নিজেরই একটি গোপন তথ্য ফাঁস করে। এবার তিনি জানালেন তার স্বপ্নের পুরুষের কথা। যাকে নিয়েই তিনি স্বপ্নে বিভোর। কেমন দেখতে স্বপ্নের সেই রাজকুমার, জানালেন নিজে।
আরও পড়ুন………‘এক সময় কাপড় চুরি করতাম’, অনুষ্কার মন্তব্যে সরগরম নেটপাড়া
কঙ্গনা বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। এবারও তার অন্যাথা হয়নি। নিজেই জানালেন কেমন পুরুষ তার পছন্দ। কঙ্গনা এর আগেও বহুবার জানিয়েছেন তার সুদর্শন পুরুষ খুবই পছন্দ। বিশেষত আর্মিতে কর্মরত পুরুষ তার খুবই পছন্দের। এ প্রসঙ্গে কঙ্গনা জানান যে, সুঠাম দেহ ও সেক্সি পুরুষ কঙ্গনার ( Kangana Ranaut ) অনেক বেশী পছন্দের। এক্ষেত্রে অভিনেত্রী বলেন যে, আর্মিতে কাজ করা পুরুষদের শারীরিক গঠন অনেক বেশী আকর্ষণীয় ও লোভনীয়। তিনি স্বপ্নে আর্মিতে কর্মরত পুরুষদেরই বেশী কল্পনা করেন। এছাড়াও অভিনেত্রী আরও জানান যে তার বয়ফ্রেন্ডকে হতে হবে ভালো শ্রোতা। কারণ যেসব ছেলেরা মন দিয়ে কথা শোনেন অভিনেত্রী সেসব ছেলেদেরই বেশী পছন্দ করেন। আর তাই অভিনেত্রীর বয়ফ্রেন্ড হতে গেলে অবশ্যই তার কথা মন দিয়ে শুনতে হবে।

আরও পড়ুন………দশভি ছবির ট্রেলারেই চমক, গঙ্গারাম অভিষেক বচ্চনের অভিনয়ে ভিন্ন স্বাদ
প্রসঙ্গত অভিনেত্রীকে এখন দেখা যাচ্ছে ‘লক আপ’ নামক রিয়েলিটি শো’তে। যেখানে তিনি প্রতিযোগীদের কাছ থেকে বের করে আনছেন গোপন তথ্য। সেই সাথে নিত্য নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন। কপিল শর্মা শো’তে একবার এই অভিনেত্রী জানান যে, তার ভবিষ্যৎ স্বামীকে অর্থশালী না হলেও চলবে। কারণ তিনি নিজেই যথেষ্ট তার স্বামীকে পরিচালনার জন্য। এই মন্তব্যের জেরেও তিনি শিরোনামে এসেছিলেন।