“তোর বিকল্প হবে না কোনওদিন। ভালো থাকিস রে বন্ধু”, অভিষেকের মৃত্যুর পর বিদ্ধস্ত বুম্বাদা

রাখী পোদ্দার, কলকাতা : গতকাল ফের টলি পাড়ায় নেমে এল শোকের ছায়া। অভিনেতার এইরূপ অকাল প্রয়াণে রীতিমতো বড়োসড়ো ধাক্কা খেয়েছে টলি ইন্ডাস্ট্রি ( Tolly Industry)। আচমকাই আর না ফেরার দেশে চলে গেলেন টলি খ্যাত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় ( Abhishek Chatterjee)। শুটিং করা কালীন আচমকাই সেটে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর সেখান থেকে বাড়িতে ফিরে এলে চিকিৎসা শুরু করা হয় বাড়িতেই। স্যালাইনের ব্যবস্থা করা হলেও শেষরক্ষা করা গেল আর। বুধবার গভীর রাতে চির ঘুমের দেশে চলে গেলেন তিনি। অভিষেক চট্টোপাধ্যায়ের ( Abhishek Chatterjee) এইরূপ অকাল মৃত্যুতে শোক স্তব্ধ গোটা টলিউড। সোশ্যাল মিডিয়া হোক কিংবা সংবাদ মাধ্যম, নিজেদের শোক প্রকাশ করেছেন একের পর এক নাম করা ব্যক্তিরা। তবে বেলা গড়িয়ে গেলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। সমসাময়িক অভিনেতা দুজনে। একে অপরের প্রতিদ্বন্দ্বি বললেও খুব একটা ভুল হবে না। পাল্লা দিয়ে একসময় ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন দুজনেই। এরপর বড় পর্দা থেকে বেশ কিছুদিন সরে দাঁড়ানোর পর ছোটো পর্দায় বেশ কয়েক বছর চুটিয়ে কাজ করেন অভিষেক চট্টোপাধ্যায় ( Abhishek Chatterjee)।
‘এক সময় কাপড় চুরি করতাম’, অনুষ্কার মন্তব্যে সরগরম নেটপাড়া
বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই। কি বলব, কি লিখব… at a loss for words.
তোর বিকল্প হবে না কোনোদিন।
ভালো থাকিস রে বন্ধু। pic.twitter.com/ys1DdG4sQC
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) March 24, 2022
অবশেষে বৃহস্পতিবার বিকেল নাগাদ নিজেকে খানিকটা সামলে শোক প্রকাশ করে টুইট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prosenjit Chatterjee)। মৃত্যুর প্রায় ১৬ ঘন্টা পর নিজের মন খারাপের কথা প্রকাশ্যে নিয়ে এলেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে অভিষেক চট্টোপাধ্যায়ের ( Abhishek Chatterjee) একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই। কী বলব কী লিখব…ভাষা হারিয়ে ফেলেছি৷ তোর বিকল্প হবে না কোনওদিন। ভালো থাকিস রে বন্ধু।” এছাড়াও এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একের পর এক মৃত্যু আমায় দেখে যেতে হয়, প্রতিক্রিয়া দিয়ে যেতে হয়। কিন্তু অভিষেকের মৃত্যু আমায় অন্তর থেকে ভেঙে দিয়েছে। আর এই প্রথমবার আমাকে জানাতে হচ্ছে, এর প্রতিক্রিয়া আমি দিতে পারব না। তিনি আরও বলেন, ওর বিয়েতে বরকর্তা হয়ে গিয়েছিলাম আমি। সেই দিনটার কথা আজ মনে পড়ছে। ওর সঙ্গে যা কিছু ভাল স্মৃতি সেটাই রেখে দিতে চাই। এর বেশি সত্যি ওর জন্য আমি আর কোনও শব্দ ব্যবহার করতে পারছি না।
‘কারও স্বামীই আমার সঙ্গে নিরাপদ নয়’, সানির বিস্ফোরক মন্তব্যে শোরগোল নেটপাড়ায়

যদিও একবার এক সাক্ষাৎকারে অভিষেক চট্টোপাধ্যায় ( Abhishek Chatterjee) বলেছিলেন, এক দাদা আর এক দিদি জোট বেঁধে তাঁকে ছবি থেকে বাদ দিয়েছিলেন। সেই দাদা-দিদিরা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prosenjit Chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। অথচ ঋতুপর্ণা সেনগুপ্তর কেরিয়ারের শুরুতে অভিষেকই ছিলেন তাঁর অন্যতম নায়ক। এরপর সময় যত এগোয় তাঁদের মধ্যেকার সম্পর্কে চিড় ধরে বলে গুঞ্জন শোনা যায়। তবে নিজদের সহ-অভিনেতার এইরূপ অসময়ে চলে যাওয়ায় আজ ভেঙে পড়েছেন দুজনেই।