সুইমশুটে যেন ছোট্ট মডেল, আরাধ্যার ফ্যাশনসেন্স দেখে হৈ চৈ নেটপাড়ায়

বলিউডে আরাধ্যা বচ্চন ( Aaradhya Bachchan ) এই নামটির সঙ্গে আমরা সকলেই বেশ পরিচিত। একে তো আরাধ্যা অমিতাভ বচ্চনের ( Amitabh Bachchan ) নাতনি অন্যদিকে মা হলেন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই ( Aishwarya Rai Bachchan’s daughter ) আর বাবা হলেন বলিউডের হার্টথ্রব অভিনেতা অভিষেক বচ্চন। আর তাই বচ্চন পরিবারের এই ছোট্ট ক্ষুদেকে নিয়ে মানুষের আগ্রহ ও উত্তেজনার কম নেই। আরাধ্যা কিভাবে হাঁটে থেকে শুরু করে আরাধ্যা কোন স্কুলে পড়ে সব কিছুতেই নেটিজেনদের আগ্রহ সর্বদা শীর্ষে। মায়ের সাথে এয়ার পোর্ট থেকে বেরোলেও আরাধ্যাকে নিয়ে পাপ্পারাৎজিদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যায়। সবে মাত্র ১২ বছর বয়সে পা দিয়েছে আরাধ্যা এতেই তার জগত জোড়া খ্যাতি। সম্প্রতি আরাধ্যা সংবাদের শীর্ষে উঠে এসেছে। এবার আরাধ্যা শীর্ষে উঠে এসেছে অন্য কারণে। কিছুদিন আগেই মা ঐশ্বর্য রাই ( Aishwarya Rai Bachchan’s daughter ) এর সঙ্গে গরমের ছুটি কাটাতে সমুদ্রের কিনারে ঘুরে এলেন আরাধ্যা। সেখানে মায়ের সাথেই চোখে রোদ চশমা লাগিয়ে ফটো পোজ করেছে ছোট্ট আরাধ্যা। ব্যস আরা জাই কোথায়! আরাধ্যার এই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

আরও পড়ুন………রক্তাক্ত বঙ্গভূমি! ফিরে দেখা রাজনৈতিক গণহত্যার নারকীয় রক্তমাখা ইতিহাস
প্রসঙ্গত আরাধ্যাকে কেবল এই প্রথম সংবাদের শীর্ষে দেখা গেছে এমনটা নয়। এর আগেও বেশ কয়েকবার আরাধ্যাকে নিয়ে তুমুল সমালোচনা হয়েছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া ছবির নীচে নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই লিখেছেন যে অল্প বয়সে বেশি পেকে গেলেই এমন হয়। আবার অনেকে বলেছেন যে, মায়ের মতই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার জন্য মেয়েকে পূর্ব প্রস্তুতি দেওয়া হচ্ছে। আবার অনেকেই লিখেছেন পড়াশুনো বাদ দিয়ে এই বয়স থেকেই মেয়েকে বিকিনি পড়ানো শেখান হচ্ছে। উল্লেখ্য এই প্রথম আরাধ্যাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে এমনটা নয়। এর আগেও আরাধ্যাকে নিয়ে সমালোচনা করা হয়েছে। অনেক নোংরা মন্তব্যের শিকার হতে হয়েছে বচ্চন নাতিকে। আরাধ্যা তার হাঁটার স্টাইল নিয়েও অনেক বার কুমন্তব্যের শিকার হয়েছেন।
আরও পড়ুন………‘কারও স্বামীই আমার সঙ্গে নিরাপদ নয়’, সানির বিস্ফোরক মন্তব্যে শোরগোল নেটপাড়ায়
তবে হাঁ আর যাই হোক মেয়ে আরাধ্যাকে নিয়ে মেয়ে ঐশ্বর্য যথেষ্ট সচেতন। অভিনেত্রীর ( Aishwarya Rai Bachchan’s daughter ) মতে, মানুষের কাজই হল মন্তব্য করা। আর এই মন্তব্য করা থেকে আমরা কখনই দের বিরত করতে পারব না। মেয়ে আরাধ্যাও বেশ সচেতন। কিভাবে ক্যামেরায় পোজ দিতে হবে, কিভাবে কথা বলতে হবে এসব ব্যাপারে সে এখন থেকেই সচেতন ও প্রশিক্ষণপ্রাপ্ত। তবে প্রশ্ন ওঠে মা ঐশ্বর্য কি তবে মেয়ে আরাধ্যাকে নিজের মতই দেখতে চাই।