সকালে বৌয়ের চুমু খেয়ে ঘুম ভাঙ্গছে বরের, ঋষি-পিহুর চরম রোমান্সে মেতে উঠেছে মনফাগুন

বিনোদন আর বাঙ্গালী এই দুটোকে পৃথক করা সত্যিই কঠিন। প্রতিদিন বিকেল হলেই বাঙ্গালীর ঘরে ঘরে টেলিভিশনের হাত ধরে ড্রয়িংরুমে এসে যায় ধারাবাহিকের চরিত্রেরা। দিন দিন যেন বাঙ্গালীর কাছে ধারাবাহিকের চাহিদা বেড়েই চলেছে। আর বাংলায় বেশ ভালো ভালো কিছু ধারাবাহিক রয়েছে যেগুলো না দেখলে যেন বাঙ্গালীর জীবন ষোলো আনাই বৃথা। এসব ধারাবাহিক আবার টিআরপির দৌড়ে এগিয়ে। আর বাংলার অন্যতম জনপ্রিয় চ্যানেল হল স্টার জলসা। বাঙ্গালী দর্শকদের মতে এই চ্যানেলের বিকল্প আর কিছু হতে পারে না। আর এই চ্যানেলটির জনপ্রিয়তার পেছনে অন্যতম একটি কারণ হল ধারাবাহিক ‘মনফাগুন’ ( Star Jalsa Mon Phagun )। সম্প্রতি স্টার জলসার সিরিয়ালপ্রেমীদের কাছে অত্যান্ত জনপ্রিয় ও সর্বসেরা সিরিয়াল হয়ে উঠেছে ‘মনফাগুন’ ( Star Jalsa Mon Phagun )। হবে নাই বা কেন নিত্য নতুন টুইস্ট ও প্রেমের রসায়নে মজেছে এই ধারাবাহিকের ( Star Jalsa Mon Phagun ) গল্প। একেবারে জমে ক্ষীর।

আরও পড়ুন……কাজ নেই সুপারস্টারের ছেলের, ১৪ বছর ধরে কাজের খোঁজে লড়াই মিঠুন-‌পুত্রের

এই ধারাবাহিকের মূল ইউএসপি পয়েন্ট হল ধারাবাহিকের নায়ক ঋষি ওরফে টলিউডের হার্টথ্রব নায়ক শন ও নায়িকা প্রিয়দরশিনি ওরফে নবাগত অভিনেত্রী স্রিজলা গুহা। এই সিরিয়ালটির হাত ধরেই মূলত আবার যেন প্রাণ ফিরে পেল স্টার জলসার রেটিং পয়েন্ট। এই ধারাবাহিকের গল্প অনেক বেশি আকর্ষণ করছে কারণ ধারাবাহিকের গল্পে ঋষি ও প্রিয়দরশিনির প্রেম , খুনসুটি, মজা, ঝগড়া দর্শক অনেক বেশি পছন্দ করে। শুধু তাই নয় এই ধারাবাহিকের চিত্রনাট্য খুব সুন্দরভাবে বোনা। তাই দর্শকও নিয়মিত গল্পের সাথে তাল মিলিয়ে এই সিরিয়ালটি দেখেন।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

আরও পড়ুন………কাতার বিশ্বকাপে নেই ইতালি, টানা দুবার নেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ানরা

এই গল্পের এখন মূল আকর্ষণ হল মিস বৃষ্টি ও ঋষির প্রেম। এটাই এখন দর্শককে মজিয়ে রেখেছে। গল্পে এখন দেখা যাচ্ছে যে, ঋষির সাথে বৃষ্টির প্রেম হচ্ছে। কিন্তু ঋষি জানে না যে, এই বৃষ্টিই হল তার ছোটবেলার হারিয়ে যাওয়া প্রেম। ঋষির জন্য এটা খুবই কঠিন বুঝতে পারা। তারা দুজন কাছাকাছি এসেও বুঝতে পারছে না কেন তাদের মধ্যে প্রবল আকর্ষণ তৈরি হচ্ছে, কেন ঋষির মনে হচ্ছে বৃষ্টিকে সে অনেকদিন ধরেই চেনে। এখন বাকি গল্প জানতে হলে দেখতে হবে ‘মনফাগুন’। জানা গেছে ধারাবাহিকে গল্পের মোড় ঘোরানোর জন্য কিছু পরিবর্তন আনা হচ্ছে।




Leave a Reply

Back to top button